বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

ফিল্ড কানুনগো, গার্ড গ্রেড-২, আমিন এবং পয়েন্টসম্যান পদের সিলেবাস ও পরীক্ষা পদ্ধতি

১. ফিল্ড কানুনগো এবং এ্যাসিসটেন্ট লিটিগেসন ইন্সপেক্টর পদে সরাসরি নিয়োগের জন্য পরীক্ষার বিষয়

ফিল্ড কানুনগো

২. এ্যাসিসটেন্ট কেমিস্ট, ল্যাবরেটরি এ্যাসিসটেন্ট, এ্যাসিসটেন্ট লোকোমোটিভ মাস্টার গ্রেড-২, ওয়ার্ক মিস্ত্রী, মেইনটেইনার সিগন্যাল (এমএস), টেলিকম মেইনটেইনার (টিসিএম) গ্রেড-২ আমিন এবং রেকর্ড কিপার পদে সরাসরি নিয়োগের জন্য পরীক্ষার বিষয়, নম্বর ও সময় :

আমিন

৩. স্পেশাল ক্লাস এ্যাপ্রেনটিস, সিনিয়র ইন্সপেক্টর অব ট্রাভেলিং টিকেট এক্সামিনার, কোর্ট ইন্সপেক্টর, ট্রেন কন্ট্রোলার (টিএনএল), ট্রাফিক এ্যাপ্রেন্টিস, গার্ড গ্রেড-২, রানিং পার্শ্বেল এ্যাসিসটেন্ট, সহকারী স্টেশন মাস্টার, টিকেট কালেক্টর গ্রেড-২, পার্শ্বেল এ্যাসিসটেন্ট গ্রেড-২, বুকিং এ্যাসিসটেন্ট গ্রেড-২, গুডস এ্যাসিসটেন্ট গ্রেড-২, স্টক এ্যাসিসটেন্ট, কার্পেন্টার, ঘোষক, পেইন্টার, স্টেশন এ্যাসিসটেন্ট এবং ট্রেন নাম্বার টেকার পদে নিয়োগের জন্য পরীক্ষার বিষয়, নম্বর ও সময়:

গার্ড গ্রেড-২

৪.পয়েন্টসম্যান, ট্রলিম্যান, খালাসী/কলবয়/পোর্টার/বেডিং পোর্টার/রানিং রুম বেয়ারার/ওয়েটিং রুম বেয়ারার/ রানিং রুম কুক/ সীলম্যান/ডাক রানার, ওয়েটিং রুম আয়া ও গেইট কিপার/লেবেলার এবং স্টেশন অফিস সহায়ক পদে সরাসরি নিয়োগের জন্য পরীক্ষার বিষয়, নম্বর ও সময়ঃ

পয়েন্টসম্যান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Deactive You Browser Adblocker (অনুগ্রহ করে আপনার ব্রাউজারের অ্যাডব্লক বন্ধ করুন)