বিভিন্ন পরীক্ষার সমাধান

সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ পরীক্ষার সমাধান (সহকারী ব্যবস্থাপক)

পরীক্ষার তারিখ:২৬-১১-২০২১

পদের নাম: সহকারী ব্যবস্থাপক (সাধারণ) | সময় : ৬০মিনিট | পূর্ণমান : ১০০ | পরীক্ষার তারিখ:২৬-১১-২০২১

১. বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বাংলাদেশের কোন অঞ্চলে রচিত হয়?

ক. চট্টগ্রাম।

খ. গাজীপুর।

গ. নােয়াখালী

ঘ. সিলেট

উত্তর: খ

২..বাংলা একাডেমী প্রকাশিত প্রমিত বাংলা বানানের নিয়ম প্রথম কত সালে প্রকাশিত হয়?

ক. ১৯৯৩

খ. ১৯৯৪

গ. ১৯৯৫

ঘ. ১৯৯৬

উত্তর: খ

৩. প্রাতিপদিকের সঙ্গে কোন শব্দের সম্পর্ক বিদ্যমান?

ক. ক্রিয়াবাচক শব্দ

খ. বিশেষণবাচক শব্দ

গ. নামবাচক শব্দ

ঘ. সর্বনামবাচক শব্দ

উত্তর: গ |

৪. ‘কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব’-এখানে কবি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. ভালাে অর্থে

খ. পুনরাবৃত্তি অর্থে

গ. পৌণঃপৃনিক অর্থে

ঘ. উপহাস অর্থে

উত্তর: ঘ

৫.‘শূন্যপুরাণ’ হলাে

ক. ধর্মীয় তত্ত্বের গ্রন্থ।

খ. রাধাকৃষ্ণের প্রেমের কাব্য

গ. রােমান্টিক প্রণােপাখ্যান।

ঘ. চৈতন্যজীবনীমূলক গ্রন্থ।

উত্তর: ক

৬. বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেছেন?

ক. বাংলা

খ. সংস্কৃত

গ. মৈথিলী

ঘ. পালি।

উত্তর: গ

৭. মর্সিয়া শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

ক. উর্দু

খ. সংস্কৃত

গ. ফারসি

ঘ. আরবি

উত্তর: ঘ

৮.। পুঁথি সাহিত্যের ভাষা কিরূপ?

ক. বাংলা

খ. ফারসি

গ.হিন্দি

ঘ. মিশ্র

উত্তর: ঘ

৯. ‘অভিরাম’ শব্দের অর্থ কী?

ক. বিরামহীন

খ. বালিশ

গ. চলন

ঘ. সুন্দর

উত্তর: ঘ

১০.বাংলা কৃৎ প্রত্যয় সাথিত শব্দ কোনটি?

ক. চামার

খ. ধারালাে

গ. মােড়ক

ঘ. পােষ্টাই

উত্তর: গ

১১. ‘Excise duty- র পরিভাষা কোনটি?

ক. অতিরিক্ত কর

খ. আবগারি শুল্ক

গ. অর্পিত দায়িত্ব

ঘ. অতিরিক্ত কর্তব্য

উত্তর: খ [

১২. ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত হলে ভাববাচক বিশেষ্য বুঝায়?

ক. আন

খ. আই

গ.আল

ঘ. আও

উত্তর: খ

১৩. ‘হাত-ভারী’ বাগধারাটির অর্থ কী?

ক. দাতা

খ. কম খরচে

গ. দরিদ্র

ঘ. কৃপণ

উত্তর: ঘ

১৪. বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান’- এখানে ‘টাপুর টুপুর’ কোন ধরনের শব্দ?

ক. ধ্বন্যত্নক শব্দ

খ. বাক্যালঙ্কার শব্দ

গ. অবস্থাবাচক শব্দ

ঘ. দ্বিরুক্ত পদ

উত্তর: ঘ

১৫. ‘দ্যুলােকে’ শব্দের যথার্থ সন্ধি – বিচ্ছেদ কোনটি?

ক. দুঃ + লােক

খ. দিক্ + লােক

গ. দ্বি + লােক

ঘ. দ্বিঃ + লােক।

উত্তর: খ

১৬. গুরুচণ্ডালী দোষযুক্ত কোনটি?

ক. শব পােড়া

খ. মরা দাহ

গ. শবদাহ

ঘ. শবমড়া

উত্তর: ক

১৭. সে চোখে হলুদ ফুল দেখেছে’ বাক্যটিতে কোন ধরনের ভুল রয়েছে?

ক. বাচ্য প্রয়ােগ

খ. বাহুল্য।

গ. শব্দের অপপ্রয়ােগ

ঘ. প্রবচনের প্রয়ােগ

উত্তর: ঘ।

১৮. ‘অগ্নি’ শব্দের সমার্থক কোনটি?

ক. কৃশানু

খ. ভানু

গ. সবিতা

ঘ. প্রভা

উত্তর: ক

১৯, ‘অঞ্চল’ শব্দটি কোন শ্রেণির?

ক. তদ্ভব

খ. তৎসম

গ. ফারসি

ঘ. ইংরেজি

উত্তর: খ

২০. ‘Ballad’ কী?

ক. লােকগীতি

খ. লােকগাথা

গ. গীতিকা

ঘ. গাঁথা

উত্তর: গ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Deactive You Browser Adblocker (অনুগ্রহ করে আপনার ব্রাউজারের অ্যাডব্লক বন্ধ করুন)