সমাজকর্মী নিয়োগ পরীক্ষার সমাধান
সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়ােগ ২০২২
সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়ােগ ২০২২ পরীক্ষা । তারিখঃ ২১.১০.২০২২ । সময় :৯০ মিনিট , পূর্ণমান: ৭০ [মােট প্রশ্ন ৭০ টি। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১(এক) নম্বর পাবেন, তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫ (শূন্য দশমিক পাঁচ) নম্বর কাটা যাবে ]
১. x – y = 2 এবং xy = 24 হলে (x + y) এর মান কত?
ক.৯০
খ.২২
গ.১০০
ঘ.২০
উ.গ
২. কোনটি অপ্রকৃত ভগ্নাংশ?
ক ৬/৫.
খ.১/২
গ.২/৩
ঘ.১১/১২
উ. ক
৩. কোনটি বড়?
ক. ০.০৫
খ. ০.৫
গ. ০.২৫
ঘ. ০.৫৫
উ. ঘ
৪. ল,সা,গু এর পূর্ণরূপ কী?
ক, লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক
খ. লঘিষ্ঠ সাধারণ গুণফল
গ. লঘিষ্ঠ সাধারণ গুণিতক
ঘ. লঘিষ্ঠ সাধারণ গুণক
উ. গ
৫. বৃত্তের দৈর্ঘ্যকে কী বলে?
ক. জ্যা
খ.ব্যাস
গ. পরিধি
ঘ. বৃত্তচাপ
উ. গ
৬. কোনটি বর্গসংখ্যা নয়?
ক.১
খ. ৪
গ. ৫
ঘ. ৯
উ. গ
৭. দুইটি সংখ্যার বর্গের অন্তর ৩ হলে সংখ্যা দুইটি কত?
ক. ৪ ও ৯
খ. ১ ও ২
গ. ১৬ ও ২৫
ঘ. ৩৬ ও ৪৯
উ. খ
৮. কবির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে ৫ বছর, ৭
বছর ও ৯ বছর। তিনি ৪২০০ টাকা বয়স অনুপাতে পুত্রদের মাঝে ভাগ করে দিলেন। ৫ বছর বয়সী ছেলে কত টাকা পেল?
ক. ১০০০
খ. ১৪০০
গ. ১৮০০
ঘ. ২২০০
উ.ক
৯. ৩টি ৫ টাকায় কিনে ৫টি ৯ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
ক. ৭%
খ. ৯%
গ. ৮%
ঘ. ৬%
উ.গ
১০. কোনাে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৪ বর্গমিটার হরে এর
পরিসীমা কত?
ক. ৮ মিটার।
খ. ১০ মিটার
গ. ১২ মিটার
ঘ. ২ মিটার
উ.ক
১১. x= 2, y = 4 হলে 7x-3y =?
ক.2
খ. 4
গ. 7
ঘ.1
উ.ক
১২. কোনাে আসল সরল সুদে পাঁচ বছরে দ্বিগুণ হলে বার্ষিক
সুদের হার কত?
ক. ২০%
খ, ১০%
গ. ৫%
ঘ. ৩০%
উ.ক
১৩. কোনাে ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির
সমান হলে এটি কোন ধরনের ত্রিভুজ
ক. সমবাহু।
খ. সূক্ষ্মকোণী
গ. সমকোণী
ঘ. স্থলকোণী
উ. গ
১৪. সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণ
ক. ৬০°
খ. ৩০°
গ. ৭০°
ঘ. ৮০°
উ. ক
১৫. দুইটি কোণের সমষ্টি ৯০ ডিগ্রি হলে এর প্রত্যেকটি কোণের
নাম কী?
ক. সম্পূরক কোণ
খ. পূরক কোণ
গ. সরলকোণ
ঘ. স্থূলকোণ
উ. খ
১৬. চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে আগমন করেন?
ক. আই সিং
খ. ফা-হিয়েন
গ. হিউয়েন সাং
ঘ. ইবনে বতুতা
উ. খ
১৭. ইখতিয়ার উদ্দিন মােহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা।
জয় করেন।
ক. ১২০০ সালে
খ. ১২০৪ সালে
গ. ১২১২ সালে
ঘ. ১২১১ সালে
উ.খ
১৮. কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ?
ক. হুমায়ুন
খ. বাবর
গ. আকবর
ঘ. জাহাঙ্গীর
উ. ক
১৯. ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে
ছিলেন?
ক. ইব্রাহিম খান
খ. ইসলাম খান
গ. শায়েস্তা খান।
ঘ. মীর জুমলা
উ.খ
২০. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়
ক. ১ জুলাই, ২০১৯
খ. ১ জুলাই, ১৯২১
গ. ১ জুলাই, ১৯১৯
ঘ. ১ জুলাই, ১৯২৩
উ. খ
২১. বঙ্গভঙ্গ রদ হয় কোন সনে?
ক. ১৯১৬
খ. ১৯০৫
গ. ১৯২০
ঘ. ১৯১১
উ.ঘ
২২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কতবার পরিবর্তন করা । হয়েছে?
ক. ১৫ বার।
খ. ১৬ বার
গ. ১৭ বার
ঘ. ১৮ বার
উ. গ
২৩.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মােট অনুচ্ছেদ সংখা কত?
ক. ১৫২
খ. ১৫১
গ. ১৪৮
ঘ. ১৫
উ.ঘ
২৪. মুজিবনগর সরকার গঠিত হয় কোন তারিখে?
ক. ১০ এপ্রিল, ১৯৭১
খ. ১৪ এপ্রিল, ১৯৭১
গ. ১৭ এপ্রিল, ১৯৭১
ঘ. ১২ এপ্রিল, ১৯৭১
উ. ক
২৫. ‘গ্রিনপিস’ কোন দেশের পরিবেশবাদী গ্রুপ?
ক, সুইজারল্যান্ড।
খ. নিউজিল্যান্ড
গ, নেদারল্যান্ডস
ঘ, যুক্তরাজ্য
উ. গ
২৬. জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?
ক. ১৯৩
খ. ১৯১
গ. ১৯৭
ঘ. ১৯২
উ.ক
২৭. A.C.U এর পূর্ণরূপ কী?
ক. American Cluster Union
খ. Asian Clearing Union
গ. Asian Cluster Union
ঘ. American Clearing Union
উ. খ
২৮, বঙ্গবন্ধুকে রাজনীতির কবি উপাধি দিয়েছিলাে
ক. দ্য ইকোনমিষ্ট
খ. দ্য টাইম
গ. দ্য গার্ডিয়ানস
ঘ. দ্য নিউজ উইক
উ. ঘ
২৯, ইউরােপের রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে?
ক, ইউক্রেন |
খ, পােল্যান্ড।
গ, জার্মান
ঘ, ইতালি।
উ, ক
৩০, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন
ক. ১৭ এপ্রিল, ১৯১৮
খ, ১৭ মার্চ, ১৯১৮
গ. ১৭ মার্চ, ১৯২০
ঘ. ১৭ মে, ১৯২০
উ. গ
৩১. দুই বিঘা জমি’ কবিতাটি কার লেখা?
ক. কাজী নজরুল ইসলাম
খ. মাইকেল মধুসূদন দত্ত।
গ, রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. কায়কোবাদ
উ. গ
৩২. ছেলেটি দ্রুত দৌড়ায়। দ্রুত কোন পদের উদাহরণ?
ক. বিশেষণ
খ. ক্রিয়া
গ. ক্রিয়া বিশেষণ
ঘ. বিশেষ্য
উ. গ
৩৩. মন রূপ মাঝি = মনমাঝি কোন সমাসের উদাহরণ?
ক. বহুব্রীহি
খ. তৎপুরুষ
গ. রূপক কর্মধারয়
ঘ. দ্বন্দ্ব
উ. গ
৩৪. শুদ্ধ বানান কোনটি?
ক. মুমুর্ষ
খ. মুমু
গ. মুমূর্ষ
ঘ. মুমূর্ষ
উ.গ
৩৫. সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. অর্ণব।
খ. অর্ক
গ. প্রসূন
ঘ, পল্লব
উ.খ
৩৬, বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি?
ক. ১০টি
খ. ৭টি
গ. ৮টি
ঘ. ৬টি
উ.ক
৩৭. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক, কার
খ. ফলা
গ. স্বরলিপি
ঘ. সম্প্রসারণ
উ.ক
৩৮. যা ক্রিয়া সম্পাদন করে তাকে কী বলে?
ক. বিজ্ঞপ্তি
খ. উপসর্গ
গ. অনুজ্ঞা
ঘ. কারক।
উ. ঘ
৩৯, বাংলা উপসর্গ কয়টি?
ক. ২০টি
খ. ২১টি
গ. ১৯টি
ঘ. ১২টি
উ. খ
৪০. সংখ্যা গণনার মূল একক
ক. শূন্য।
খ. এক
গ. ক্রম।
ঘ. তারিখ
উ.খ
৪১. চোখের বালি’ বাগধারাটির অর্থ কী?
ক. প্রিয় বস্তু।
খ. বিরক্তিকর বস্তু
খ. আকর্ষণ।
ঘ. চোখের রােগ
উ.খ
৪২. ‘উভয় সংকট’ বাগধারাটির অর্থ কী?
ক. দুই দিকে পথ
খ, দুইদিকে বিপদ
গ. আসন্ন সংকট
ঘ. ভুলপথে গমন
উ.খ
৪৩. বাংলালিপির উৎস কী?
ক. সংস্কৃত লিপি
খ. চীনা লিপি
গ, আরবি লিপি
ঘ. ব্রাহ্মী লিপি
উ.ঘ
৪৪. বাংলাদেশের জাতীয় কবি কে?
ক, কাজী নজরুল ইসলাম
খ, জীবনানন্দ দাশ
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. জসীমউদ্দীন।
উ.ক
৪৫. বাক্যে যতিচিহ্ন দাড়ি (।) থাকলে কতক্ষণ থামতে হয়?
ক. এক সেকেন্ড
খ. এক বলতে যে সময় প্রয়ােজন
গ. এক বলার দ্বিগুণ
ঘ. থামার প্রয়ােজন নেই
উ, ক
৪৬. কোন পুরুষবাচক শব্দের দুইটি স্ত্রীবাচক শব্দ আছে?
ক. রাষ্ট্রপতি
খ, যােদ্ধা।
গ. দেবর
ঘ, কেরানী।
উ. গ
৪৭. ‘তারিখ’ কোন ভাষার শব্দ?
ক, আরবি
খ, ফারসি
গ. পর্তুগিজ
ঘ. তুর্কি
উ. ক
৪৮. ‘কবর’ কবিতাটি কে লিখেছেন?
ক. কায়কোবাদ
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. জসীমউদ্দীন
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উ. গ
৪৯. রবীন্দ্র’ এর সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ক. রবী+ইন্দ্র।
খ. রবী+ঈন্দ্র
গ.রবি+ইন্দ্র
ঘ, রবি+ঈন্দ্র
উ.গ
৫০. ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার?
ক. ৩
খ. ৪
গ.৫
ঘ.৬
উ. ক
৫১. He has no appetite … food.
ক. to
খ. for
গ. with
ঘ. about
উ.খ
৫২. His words conform … his work.
ক. about
খ, into
গ. with
ঘ. for
উ. to
৫৩. One of the students … failed.
ক. has
খ. have
গ. would
ঘ. will
উ.ক
৫৪. The thief ran away after he … the
police.
ক. saw
খ, seen
গ. sean
ঘ. had seen
উ.ঘ
৫৫. Which of the following is plural?
ক, furniture
খ, linguistics
গ. geese
ঘ. news
উ. গ
৫৬. He got his house … last month.
ক. to paint
খ. painting
গ. paint
ঘ. painted
উ. ঘ
৫৭. She made her daughter … homework.
ক. do
খ. did
গ. to do
ঘ. done
উ.ক
৫৮. The man got used to … a walk every
Morning.
ক. take
খ. taken
গ. taking
ঘ. took
উ.গ
৫৯. He doesn’t like company. So he has …
friends.
ক. a few
খ. few
গ. Many
ঘ.fewer
উ.খ
৬০. There was … water in the jug. She could
quench her thirst.
ক. a little
খ.little
গ. less
ঘ.the little
উ.ক
৬১. Which of the following is singular?
ক. trousers
খ.jeans
গ. glasses
ঘ. athletics
উ.ঘ
৬২. Truth triumphs … falsehood.
ক. on
খ. over
গ. to
ঘ. for
উ.খ
৬৩. The jury … unanimous in giving
verdict.
ক. was
খ. were
গ. have
ঘ.has
৬৪. They were sitting by a swimming pool.
Here the underlined word is a…..
ক. Participle
খ. infinitive
গ. Gerund
ঘ. finite verb
উ.ক
৬৫. A stitch in time saves …
ক.. money
খ. nine
গ. time
ঘ.energy
উ.খ
৬৬. The child saw a flying bird. underlined word is a…
ক. Participle
খ. infinitive
গ. Gerund
ঘ. finite verb
উ. ক
৬৭. It was necessary that she … the meeting.
ক . join
খ. Joined
গ. to join
গ. joins
উ. খ
৬৮. If he helped me, I … the work.
ক. did
খ. Do
গ would do
ঘ. would have done.
উ. গ
৬৯. I introduced my friend… my parents.
ক.to
খ. with
গ. Among
ঘ.between
উ. খ
৭০.. Vice results… misery.
ক.to
খ. for
গ. with
ঘ. in
উ. ঘ