যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি – পদ সংখ্যা ৩৯০ টি
যমুনা গ্রুপ ৩৯০টি পদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের বৃহত্তম ও স্বনামধন্য শিল্প গোষ্ঠী যমুনা গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান “যমুনা ইলেকট্রনিক্স এণ্ড অটোমোবাইলস লিমিটেড” এর উৎপাদন সামগ্রী (ইলেকট্রনিক্স, ইলেকট্রিকাল এবং স্মল-এপ্লায়েন্স) বিক্রয় ও বিপণনের জন্য নিম্ন বর্ণিত পদে দক্ষ, অভিজ্ঞ/ অনভিজ্ঞ ও কর্মঠ জনবল নিয়োগ দেয়া হবে।
১. পদের নামঃ ম্যানেজার/ এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (প্লাজা/শো-রুম)
পদ সংখ্যাঃ ৪০
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ স্নাতক/মাস্টার্স। ২-৩ বছর (ইলেক্ট্রনিক্স / শো-রুম পরিচালনায় দক্ষ।
বেতনঃ আলোচনা সাপেক্ষে কোম্পানির অন্যান্য সুবিধা।
বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর ।
পরীক্ষার তারিখঃ ৩০ এপ্রিল ২০২৩ (রোজ রবিবার ) ১৪ মে-২০২৩ ( রোজ রবিবার) সকাল ১০:০০ ঘটিকায়।
২. পদের নামঃ এক্সিকিউটিভ প্লাজা
পদ সংখ্যাঃ ১০০
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ এইচ. এস. সি / স্নাতক। অভিজ্ঞতা প্রয়োজন নেই।
বেতনঃ আলোচনা সাপেক্ষে কোম্পানির অন্যান্য সুবিধা।
পরীক্ষার তারিখঃ ০২ মে – ২০২৩ ( রোজ মঙ্গলবার) ৯ মে-২০২৩ (রোজ মঙ্গলবার ) সকাল ১০:০০ ঘটিকায় ।
৩. পদের নামঃ ফিল্ড অফিসার
পদ সংখ্যাঃ ২৫০
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ এইচ. এস. সি / স্নাতক। অভিজ্ঞতা প্রয়োজন নেই।
বেতনঃ গ্রেড ১- ৳ ১৮,৫০০, গ্রেড ২- ৳ ২০,০০০ (টিএ/ডিএ সহ + কমিশন)
পরীক্ষার তারিখঃ ০৬ মে-২০২৩ ( রোজ শনিবার ) ১৩ মে-২০২৩ (রোজ শনিবার ) সকাল ১০:০০ ঘটিকায়।
আবেদনের নিয়মাবলীঃ আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণকে চাকুরীর আবেদনপত্র, পূর্ণ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা ০২(দুই) কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি, সিটি কর্পোরেশন/পৌরসভা কর্তৃক প্রদত্ত সনদপত্র, জাতীয় পরিচয় পত্র, প্রাতিষ্ঠানিক শিক্ষার (মূল কপি) সনদপত্র ও অভিজ্ঞতার সনদপত্র সহ আগামী নিম্নে বর্ণিত ঠিকানায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে:
পরীক্ষার স্থানঃ যমুনা ফিউচার পার্ক, ক-২৪৪, কর্পোরেট অফিস, কুড়িল, প্রগতি স্বরণী, বারিধারা, ঢাকা – ১২২৯ ।
অন্যান্য সুযোগ-সবিধাঃ মাসিক বেতন, যাতায়াত ভাতা, বিক্রয়ের উপর কমিশন, ইনসেনটিভ, ঈদ বোনাস, বিভিন্ন ধরণের পেশাদারী প্রশিক্ষণ, পদোন্নতি ও বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ।
চাকরির বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।