ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
ভূমি মন্ত্রণালয় কম্পিউটার অপারেটর পদে ৪৫৩ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। ভূমি মন্ত্রণালয়াধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় উপজেলা/সার্কেল/মেট্রো ভূমি অফিসসমূহে পদায়নের লক্ষ্যে
নিম্নবর্ণিত পদে ০৩ (তিন) বছরের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়ােগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে (তিনটি পার্বত্য জেলা ব্যতীত) টেলিটকের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ
পদের নামঃ কম্পিউটার অপারেটর ।
পদের সংখ্যাঃ ৪৫৩ জন
শিক্ষ্যাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং সরকারী প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়ােগ বিধিমালা, ২০১৯ এর তফসিল-২ অনুযায়ী কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতিমিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজীতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
বেতনঃ গ্রেডঃ ১৩ সাকুল্য বেতনঃ টা: ১৯,৩০০/- টা: ১৮,২০০/এবং টা: ১৭,৬৫০/- (স্থানভেদে) ।
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর ।
মেয়াদ কালঃ ৩৬ মাস।
আবেদনের নিয়মঃ নিয়ােগ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://Imap.teletalk.com.bd ওয়েবসাইট হতে অনলাইনে ২৩/০২/২০২২ তারিখ হতে আবেদন ফরম পূরণ করতে পারবে।