বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২৩
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলার প্রকাশ করছে। বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) পদে ভর্তি বি-২০২৩ ব্যাচে যোগ দিন।
১। পদের নামঃ ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন টেকনিক্যাল)।
পদ সংখ্যাঃ অনির্ধারিত।
শিক্ষাগত যােগ্যতা (ন্যূনতম) : এসএসসি (বিজ্ঞান)/সমমান/ এসএসসি (ভোকেশনাল), জিপিএ ৩.৫০ (ন্যূনতম)। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম ‘এ’ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
২। পদের নামঃ মেডিকেল
পদ সংখ্যাঃ অনির্ধারিত।
শিক্ষাগত যােগ্যতা (ন্যূনতম) : জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/সমমান, জিপিএ ৩.৫০ (ন্যূনতম)।
৩। পদের নামঃ পেট্রোলম্যান, রাইটার, স্টোর ও এমওডিসি (নৌ)।
পদ সংখ্যাঃ অনির্ধারিত।
শিক্ষাগত যােগ্যতা (ন্যূনতম) : এসএসসি/সমমান/এসএসসি (ভোকেশনাল), সকল বিভাগে জিপিএ ৩.০০ (ন্যূনতম)।
৪। পদের নামঃ কুক ও স্টুয়ার্ড।
পদ সংখ্যাঃ অনির্ধারিত।
শিক্ষাগত যােগ্যতা (ন্যূনতম) :এসএসসি/সমমান/এসএসসি (ভোকেশনাল), সকল বিভাগে জিপিএ ২.৫০ (ন্যূনতম)।
৫। পদের নামঃ টোপাস।
পদ সংখ্যাঃ অনির্ধারিত।
শিক্ষাগত যােগ্যতা (ন্যূনতম) : ৮ম শ্রেণি পাস।
বয়সঃ ০১ জুলাই ২০২৩ (১) নাবিক : ১৭ থেকে ২০ বছর (২) এমওডিসি (নৌ) : ১৭ থেকে ২২ বছর। বয়সের এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত। সাঁতার জানা অত্যাবশ্যক।
শারীরিক যোগ্যতা (ন্যুনতম): উচ্চতা-
১। সিম্যান:১৬৭.৫ সেঃমিঃ (৫’-৬”)
২। পেট্রোলম্যান: ১৭২.৫ সেঃমিঃ (৫’-৮”)
৩। অন্যান্য শাখা (কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও টোপাস)
: ১৬২.৫ সেঃমিঃ (৫’-৪”)
৪। এমওডিসি (নৌ): ১৬৭.৫ সেঃমিঃ (৫’-৬”)
বুকের মাপ : স্বাভাবিক ৭৬ সেঃ মিঃ (৩০”) , সম্প্রসারিত ৮১ সেঃ মিঃ (৩২”)।
ওজন : উচ্চতা ও বয়স অনুসারে ।
চোখের দৃষ্টিঃ ৬/৬
বেতনঃ সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীগণ http://joinnavy.navy.mil.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন ফিঃ আবেদন ফি বাবদ জন্য ৭০০/- টাকা (অফেরৎযােগ্য) জমা দিতে হবে।
আবেদনের সময়সীমাঃ Online আবেদন পত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ .৩ মার্চ ২০২৩।
চাকরির বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।