বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রাঃ) লিমিটেড (নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এবং সিএমসি, চায়না এর যৌথ উদ্যোগের প্রতিষ্ঠান) জনবল নিয়ােগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করছে।
১। পদের নামঃ জেটি ক্রেন অপারেটর
পদ সংখ্যাঃ ০8 টি
শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা: কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে এস.এস.সি/সমমান পাশ।ক্রেন/জেটি ক্রেন চালানাের কাজে ০২ (দুই) বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনঃ ২৩,০০০/- (তেইশ হাজার টাকা) (গ্রেড-১২)
আর্থিক সুবিধাদিঃ কোম্পানির প্রচলিত নীতিমালা অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, বিদ্যুৎ কেন্দ্ৰ ভাতা, যাতায়াত ভাতাসহ অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
আবেদনের বয়সসীমাঃ ১৫/১১/২০২২ তারিখে সর্বোচ্চ ৪০ (চল্লিশ) বছর।
আবেদনের নিয়মাবলীঃ আবেদনপত্র এবং পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তের সাথে কাগজ পত্রাদি সত্যায়িত করে সংযুক্ত করতে হবে । আবেদন পত্র মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন), কর্পোরেট অফিস, বিসিপিসিএল, Unique Trade Center (৫ম তলা), ০৮ পান্থপথ, কাওরান বাজার, ঢাকা-১২১৫ বরাবর ০৬/১২/২০২২ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সরাসরি/ডাকযােগে পোহাতে হবে।
চাকরির বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।