প্রাইমারি শিক্ষক
প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা ১ ডিসেম্বর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের নিয়োগ পরীক্ষার তারিখ আবার পরিবর্তন হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর প্রথম ধাপের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের পরীক্ষায় অংশ নেবেন বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের চাকরিপ্রার্থী।
আজ বুধবার রাতে এ তথ্য জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি এবং অপারেশন) মনীষ চাকমা।মনীষ চাকমা বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষার সময় পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর সকাল ১০টায় প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
এর আগে বলা হয়েছিল, চলতি মাসের ২৪ নভেম্বর প্রথম ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।