প্রাথমিকের নতুন বিজ্ঞপ্তি মার্চে, পদ সাড়ে ৭ হাজার
প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক’ পদে নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনা হচ্ছে। সারাদেশে একযোগে নতুন পদ্ধতিতে নিয়োগ পরীক্ষা হবে অনুষ্ঠিত হবে। এর ফলে কমিয়ে আসবে নিয়োগের দীর্ঘসূত্রতাও । এ লক্ষ্যে কাজ করতেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) । স্বল্প সময়ে নিয়োগপ্রক্রিয়া শেষ করতে দেশের ৮ বিভাগকে ৪ ভাগে বিভক্ত করে আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এই ৮ বিভাগকে ৪ ভাগে বিভক্ত করে আলাদা ভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। যে বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, তাতে শুধু সেই বিভাগের সংশ্লিষ্ট প্রার্থীরা আবেদন করতে পারবেন। ফল প্রকাশও হবে আলাদাভাবে। এতে বছরে অন্তত ২টি করে নিয়োগ পরীক্ষা নেওয়া হবে। আগামী মাসের (মার্চ) মাঝামাঝি সময়ে দুটি বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্রে এ তথ্য জানা গেছে।