প্রাথমিকের দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা কবে
প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগে আগামী বছরের জানুয়ারির শেষ সপ্তাহে বা ফেব্রুয়ারির ১ম সপ্তাহে হতে পারে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, ‘সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় ধাপে পরীক্ষার্থীর সংখ্যা ও কেন্দ্রের সংখ্যা বেশি। ১ম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপে ১০০টি কেন্দ্র বেশি। এ পরীক্ষার জন্য প্রায় ৬১৩টি কেন্দ্র আমরা ঠিক করতেছি। এগুলো ঠিক করতে সময় লাগছে। ওই কর্মকর্তা বলেন, ‘যত আগে পরীক্ষা নেওয়া যায়, ততই আমাদের জন্য ভালো। এ লক্ষ্যে আমরা প্রস্তুতি নিচ্ছে। কারণ, এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির মাঝামাঝিতে শুরু হবে। তাই এসএসসি পরীক্ষার আগেই আমাদের দ্বিতীয় ধাপের পরীক্ষা নিতে হবে। জানুয়ারির শেষ সপ্তাহে বা ফেব্রুয়ারির ১ম সপ্তাহে দ্বিতীয় ধাপের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে। আমরা শিগগিরই আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ করব।’