বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি – পদ ১১০ টি
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে সহকারি জুনিয়র ইঞ্জিনিয়ার (ওএন্ডএম/ইএন্ডসি/ইআরইউ/পিএন্ডএম/ইআরসি/এসএন্ডপি/জিএস) এর ১১০ টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে।
পদের নামঃ সহকারি জুনিয়র ইঞ্জিনিয়ার (ওএন্ডএম/ইএন্ডসি/ইআরইউ/পিএন্ডএম/ইআরসি/এসএন্ডপি/জিএস)।
পদ সংখ্যাঃ ১১০ টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ Diploma (4 years course) in Electrical Power Engineering with minimum CGPA 3.00 out of 4.00. Candidates must have minimum GPA 3.50 out of 5.00 in S.S.C or equivalent examinations.Computer literacy is preferred.AutoCAD literacy will be preferred
বেতনঃ অন-প্রবেশন কালীন নির্ধারিত বেতন ২৯,৬০০/- (উনত্রিশ হাজার ছয়শত) টাকা, অন-প্রবেশন মোতাবেক নিয়মিত হলে পৰিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী ৩১,০৮০/- (একত্রিশ হাজার আশি) টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে।
আবেদনের বয়সসীমাঃ বয়স সীমা ২৫/০৩/২০২০ খ্রিঃ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ২৫/০৩/২০২০তারিখে সর্বোচ্চ ৩২ বছর।জনপ্রশাসন মন্ত্রণালয় এর স্মারক নং-০৫.০০ ০০০, ১৯০.১১.০৭,২০-১৪৯, তারিখ- ২২/০৯/২০২২ খ্রিঃ অনুযায়ী, প্রার্থীদের বয়স ২৫-০৩-২০২০ খ্রিঃ তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীগণও নিয়োগ বিজ্ঞপ্তির ০৪ নং কলামের বর্ণনা অনুযায়ী আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়মাবলীঃ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ পরীক্ষায় আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ যে কোন ওয়েব ব্রাউজারের মাধ্যমে http://brebhr.teletalk.com.bd ঠিকানায় গিয়ে Online Application Form পূরণপূর্বক রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
আবেদন ফিঃ সহকারি জুনিয়র ইঞ্জিনিয়ার (ওএন্ডএম/ইএন্ডসি/ইভারইউ/পিএন্ডএম/ইআরসি/এসএন্ডপি/জিএস) পদের জন্য ৩০০.০০ (তিনশত) টাকা মাত্র Teletalk এর Prepaid নাম্বার থেকে SMS এর মাধ্যমে প্রদান করতে হবে।
আবেদনের শুরু তারিখঃ আবেদন শুরুর তারিখ ও সময়ঃ ১৪/০২/২০২৩ খ্রিঃ সকাল ১০:০০ ঘটিকা হতে।
আবেদনের শেষ তারিখঃ আবেদনের সর্বশেষ তারিখ ও সময়ঃ ২৮/০২/২০২৩ খ্রিঃ তারিখ বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত।
চাকরির বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।