বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অফিস সহয়ক পরীক্ষার প্রশ্ন সমাধান
পদের নাম: অফিস সহায়ক। সময়: ৬০ মিনিট | পূর্ণমান: ৪০ | পরীক্ষার তারিখ: ২২-১০-২০২১
১.প্রতি এক ঘণ্টায় ঘড়ির মিনিটের কাঁটা ও সেকেন্ডের কাঁটা পরস্পর কতবার লম্বভাবে অবস্থান করবে?
ক. ১ বার
খ. ২ বার
গ. ৪ বার
ঘ. কোনটিই নয়
উত্তর: ঘ
২.০.১ এর বর্গমূল কত?
ক.০.১
খ. ০.০১
গ. ১.০
ঘ. কোনটিই নয়
উত্তর: ঘ
৩.নিচের কোন ভগ্নাংশটি ছােট?
ক. ৪/১৩
খ.৫/১৭
গ.৭/১৮
ঘ.৩/১১
উত্তর: ঘ।
৪.- 40 হলে -50 এর বিয়ােগফল কত?
ক. 10
খ. -10
গ. 45
ঘ. -45
উত্তর: ক
৫.১১টি সংখ্যার যােগফল ৫৬১। প্রথম ৬টির গড় ৪৬ এবং শেষ ৬টির গড় ৫৬ হলে ষষ্ঠ সংখ্যাটি কত?
ক. ৪৯
খ. ৫০
গ.৫১
ঘ. ৫২
উত্তর: গ
৬.কোন সংখ্যার এক তৃতীয়াংশের সাথে এক চতুর্থাংশ যােগ করলে যােগফল ৩৫ হবে?
ক. ৪৮
খ. ৬০
গ. ৭২
ঘ. ৮৪
উত্তর: খ
৭.০.০২ X ০.২ X ১০ এর মান কত?
ক. ০.৪
খ. ৪.০
গ. ০.০৪
ঘ. ০.০০৪
উত্তর: গ
৮. ৯০° কোণের সম্পূরক কোণের মান কত?
ক. ০°
খ. ৯০°
গ. ১৮০°
ঘ. কোনটিই নয়
উত্তর: খ
৯. x এর মান কত হলে এর মান শূণ্য হবে?
ক. 0
খ. 3
গ. -3
ঘ. v3
উত্তর: খ
১০. ১+২+৩+৪+………….. + ৯৯ = কত?
ক. ৪৮৫০
খ. ৪৯৫০
গ. ৫০৫০
ঘ. ৫০০০
উত্তর: খ
১১. a = -2, b = -1, c = 2, d -1 হলে -a-(-b)+(-c)-(-d) এর মান কত?
ক. 6
খ. 4
গ. 0.
ঘ. 2
উত্তর: গ
১২.কোনটি মৌলিক সংখ্যা?
ক. ১২
খ. ১৩
ঘ. ১৫
উত্তর: খ
১৩. ৫% বার্ষিক মুনাফায় কত টাকার ২ বছরের মুনাফা ১২০ টাকা?
ক. ১২০০ টাকা
| খ. ১২৫০ টাকা
গ. ১০০০ টাকা
ঘ. ১৫০০ টাকা
উত্তর: ক
১৪. ৫০ কেজি দুধের সাথে ৫ কেজি চিনি মেশানাে হলে চিনি মিশ্রিত দুধে চিনি ও দুধের
অনুপাত কত?
ক. ১: ১০
খ. ১: ১২
গ. ১: ১১
ঘ. কোনটিই নয়
১৫. ২, ০, ৮, ২ অংক গুলাে দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গড় কত?
ক. ৪২২৪
খ. ৩০৯৬
গ. ৫১২৪
ঘ. ৪১১০
উত্তর: গ
১৬. Opposite of ‘obscure’s
ক. dubious
খ. lucid
গ. shabby
ঘ. vague
উত্তর: খ
১৭. What is the verb form of `power’?
ক. Powerful
খ. Powerfully
গ. Empower
ঘ. Empower
উত্তর: ঘ
What type of tense is used in the following sentences? ‘I have forgotten to pay my exam fees.’
ক. Present Perfect
খ. present Perfect Continuous
গ. Past Perfect
ঘ. Past Perfect Continuous
উত্তর: ক
১৯. Which one is the correct sentence?
ক. I was him since long
খ. I saw him long since
গ. I have seen him long since
ঘ. None of the above Test: *
উত্তর: ক
২০. ‘A baker’s dozen’ means
ক. Charity
খ. Bread
গ. Intelligent
ঘ. Thirteen
উত্তর: ঘ
২১.. Types of infinite mood
ক. 2 types
খ. types
গ. 4 types
ঘ. None of the above
উত্তর: ক
২২.Which one is correct?
ক. You, he and I am present
খ. He, you and I am present
গ. I, you and he are present
ঘ. You, he and I are present
উত্তর: ঘ
২৩. Metaphor involves
ক. Implicit comparison
খ. Illicit comparison
গ. Explicit comparison
ঘ. Elaborate comparison
উত্তর: ক
Which one is the simple sentence?
ক. When she had heard the news she cried out in sorrow.
খ. We hired a boat to go there.
গ. All of the above.
ঘ. None of the above
উত্তর: খ
২৫. Which sentence is in transitive form?
ক. She slept a sound sleep
খ. Rice grows in Bangladesh
গ. The building broke down
ঘ. All of the above
উত্তর: ক
২৬. নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
ক. ইতি
খ. প্রতি
গ. অতি
ঘ. অপি
উত্তর: ক
২৭. ‘পটল তােলা’ এর সমার্থক বাগধারা কোনটি?
ক. তাল কানা
খ. ডুব মারা
গ. ভরাডুবি
ঘ. কোনােটিই নয়
উত্তর: ঘ
২৭. ‘হাসান বই পড়ছে’- এটি কোন বর্তমান কালের উদাহরণ?
ক. নিত্যবৃত্ত
খ. পুরাঘটিত
গ. ঘটমান
ঘ. কোনােটিই নয়
উত্তর: গ
২৯. নিচের কোনটি ৬ ভাগে বিভক্ত?
ক. প্রকৃতি
খ. অব্যয়
গ. সমাস
ঘ. কারক
উত্তর: ঘ
৩০.‘পঞ্চায়েত কোন শব্দ?
ক. বিশেষ্য
খ. বিশেষণ
গ. অব্যয়
ঘ. ক্রিয়া
উত্তর: ক
৩১. বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে
ক. ক্রিয়া
খ. পদ
গ. অব্যয়
ঘ. কোনােটিই নয়
উত্তর: খ
৩২.‘গীতিকা’ শব্দটি কোন অর্থে স্ত্রী লিঙ্গ?
ক. সমার্থে
খ. বৃহদার্থে।
গ. ক্ষুদ্রার্থে
ঘ. বিপরীতার্থে।
উত্তর: গ
৩৩. ‘ঝনঝন শব্দটি যে ধরনের দ্বিরুক্তি?
ক. অব্যয়ের
খ. ধ্বন্যাত্মক
গ. পদাত্মক
ঘ. ক্রিয়ার
উত্তর: খ
৩৪. ‘লােকটি ধনী কিন্তু কৃপণ’- কোন ধরনের বাক্য?
ক. মৌলিক বাক্য।
খ. সলর বাক্য।
গ. যৌগিক বাক্য।
ঘ. কোনােটিই নয়
উত্তর: গ।
৩৫. খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
ক. ১৯টি
খ. ২০টি
গ. ২১টি
ঘ. ২২টি
উত্তর: গ
৩৬. বাংলা ভাষায় প্রত্যয় কত প্রকার?
ক. ৩
খ.২
গ. ৪
উত্তর: খ
৩৭.কোনটি শূন্য প্রত্যয়ের শব্দ?
ক. জয়
খ. হত
গ. ভয়
ঘ. ঘুর
উত্তর: ঘ
৩৮.ষষ্ঠ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. যম্ + ট
খ. ষট্ + থ
গ. ষষ + ঠ
ঘ. ষ + থ
উত্তর: ঘ
৩৯. হায়রে আমড়া, কেবল আটি আর চামড়া’- প্রবাদটির অর্থ কী?
ক. অন্তঃস্বারশূন্য অবস্থা ।
খ. অন্তঃসার শূন্য অবস্থা
গ. শূন্যঃ স্বারশূন্য অবস্থা
ঘ. অন্তঃসারশূণ্য অবস্থা
উত্তর: খ
৪০. ভাষার মূল উপকরণ কী?
ক. শব্দ
খ. বাক্য
গ. বর্ণ
ঘ. ধ্বনি।
উত্তর: খ