পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) পদের কাজ ও বেতন
প্রতিটি ইউনিয়নে একটি করে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এর আওতাধীন ও জেলার সিভিল সার্জনের অধীন পরিচালিত। প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এবং স্যাটেলাইট ক্লিনিক হতে পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) / Family Welfare Visitor (FWV) এর মাধ্যমে বিভিন্ন সেবা প্রদান করা হয়।
পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) পদের কাজঃ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে অবস্থিত পরিবার
পরিকল্পনা ক্লিনিক , ইউনিয়ন পর্যায়ে অবস্থিত স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রে , জেলা পর্যায়ে অবস্থিত মা ও শিশু কল্যাণ কেন্দ্রে, গ্রাম পর্যায়ে স্যাটেলাইট ক্লিনিকে ও অন্যান্য সরকারী ও বেসরকারী ক্লিনিকে অবস্থান করে জাতীয় স্বাস্থ্য পরিবার পরিকল্পনা সম্পর্কিত সকল প্রকার সেবা প্রদান করা ।
- গর্ভবতীদের সেবা প্রদান।
- প্রসোবোত্তর সেবা।
- গর্ভ কালীন সেবা দান।
- এম আর সেবা দান।
- নবজাতকের সেবা দান।
- শিশু সেবা (০-৫)বছর,ও রেফার।
- প্রজননতন্ত্রের/ যৌনবাহিত রোগের সেবা দান।
- ই,পি, আই, কেন্দ্রে সেবা দান।
- ভিটামিন এ ক্যাপসুল বিতরণ। মিসোপ্রেস্টাল টেবলেট বিতরণ।
- আগ্রহী ক্লাইডদের নিয়ে সেবা কেন্দ্রে গমন ও তাদের পরিবার পরিকল্পনা পদ্ধতি প্রদান,ও পরবর্তীতে তাদের পর্যবেক্ষন।
- খাবার বড়ি বিতরণ ।
- জন্মনিরোধক ইনজেকশন।
- এনএসবি (পুরুষদের স্থায়ী পদ্ধতি) সেবা প্রদান।
- লাইগেশন/টিউবেকটমী (মহিলাদের স্থায়ী পদ্ধতি) সেবা প্রদান।
- পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহন/ ব্যবহার জনিত পার্শ্ব প্রতিক্রিয়া জটিলতার সেবা প্রদান।
১৮ মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে পরিবার কল্যাণ পরিদর্শিকাদের এসব কাজ করতে হয় । যে সব মডিউলের উপর মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয় সে গুলো হলঃ
-
- এনাটমি ও ফিজিওলজী
- ফার্মাকোলজী
- যোগাযোগ
- ডায়রিয়া
- ই পি আই
- এ আর আই
- শিশুর ক্রমবৃদ্ধি- পর্যবেক্ষণ ও পরামর্শ দান
- পুষ্টির অভাব জনিত রোগ
- গর্ভবতীর যত্ন
- প্রসবকালীন যত্ন
- প্রসবোত্তর যত্ন
- পরিবার পরিকল্পনা
- সাধারণ স্ত্রী রোগ
- প্রাথমিক চিকিৎসা
- ধাত্রী প্রশিক্ষণ
- ব্যবস্থাপনা
- স্যাটেলাইট ক্লিনিক
- দ্বিতীয় ও তৃতীয় পর্যায় মাঠ প্রশিক্ষণ ।
এই পদের আবেদন যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ।
বেতন ও পদমর্যাদা: ১০২০০-২৪৬৮০ /- (১৪ তম গ্রেড) ।
কর্মস্থল: নিজ ইউনিয়ন
নিয়ন্ত্রণকারী কর্মকর্তা: উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
নিয়ন্ত্রণকারী কর্মকর্তা মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি)।উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা না।