বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি – অফিসার ক্যাডেট পদে
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার প্রকাশ করছে। বাংলাদেশ নৌবাহিনীতে জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট নৌকমান্ডো ও সাবমেরিনার অফিসার ক্যাডেট ব্যাচে যোগ দিন।
১। পদের নামঃ ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট নৌকমান্ডো ও সাবমেরিনার।
শিক্ষাগত যােগ্যতা (ন্যূনতম) : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় (বিজ্ঞান বিভাগে) ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভূক্ত থাকতে হবে।
বয়সঃ ০১ জানুয়ারি ২০২৪ তারিখে ১৬ বছর হতে ২১ বছর (সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৩ বছর) এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত।
শারীরিক মান (ন্যুনতম):
পুরুষঃ
ক। উচ্চতা : ১৬২.৫ সেঃ মিঃ (৫’-৪”)
খ। ওজন : ৫০ কেজি
গ। বুকের মাপ : স্বাভাবিক ৭৬ সেঃ মিঃ (৩০”)
: সম্প্রসারিত ৮১ সেঃ মিঃ (৩২”)
মহিলাঃ
ক। ১৫৭.৪৮ সেঃ মিঃ (৫’-২”)
খ। ৪৭ কেজি
গ। বুকের মাপ : স্বাভাবিক ৭১ সেঃ মিঃ (২৮”)
:সম্প্রসারিত ৭৬ সেঃ মিঃ (৩০”)
(উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীগণ http://joinnavy.navy.mil.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন ফিঃ আবেদন ফি বাবদ জন্য ৭০০/- টাকা (অফেরৎযােগ্য) জমা দিতে হবে।
আবেদনের সময়সীমাঃ Online আবেদন পত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ২৫ এপ্রিল ২০২৩।
চাকরির বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।