ডেসকো নিয়োগ বিজ্ঞপ্তি – পদ ১২২ টি
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড এর আওতাধীন গুলশান জোনে আগামী ৩ বছরের জন্য আউটসোর্সিং এর আওতায় সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিরাপত্তা পরিদর্শক ও নিরাপত্তারক্ষী নিয়োগের লক্ষ্যে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে “অনলাইনে” দরখাস্ত আহবান করা যাচ্ছে।
১. পদের নামঃ নিরাপত্তা পরিদর্শক
পদ সংখ্যাঃ ০২ টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ ন্যূনতম এইচএসসি পাস বা সমমান। উচ্চতাঃ ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি।
ওজনঃ ন্যূনতম ৫৫ কেজি ও সর্বোচ্চ BMI (Body Mass Index) অনুযায়ী।
বেতনঃ ২৭,০০০ টাকা।
বয়সঃ ১৮ থেকে ৫০ বছর (আবেদনের সময় বয়সসীমা ৩৫ বছর)।
২. পদের নামঃ নিরাপত্তারক্ষী (পুরুষ)
পদ সংখ্যাঃ ১১০ টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ অষ্টম শ্রেণি পাস বা সমমান। উচ্চতাঃ ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি এবং ওজনঃ ন্যূনতম ৫৫ কেজি ও সর্বোচ্চ BMI (Body Mass Index) অনুযায়ী।
বেতনঃ ১৮,০০০ টাকা।
বয়সঃ ১৮ থেকে ৫০ বছর (আবেদনের সময় বয়সসীমা ৩৫ বছর)।
৩. পদের নামঃ নিরাপত্তারক্ষী (নারী)
পদ সংখ্যাঃ ১০ টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ উচ্চতাঃ অষ্টম শ্রেণি পাস বা সমমান। ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি এবং ওজনঃ ন্যূনতম ৫৫ কেজি ও সর্বোচ্চ BMI (Body Mass Index) অনুযায়ী। মহিলাদের ক্ষেত্রে উচ্চতাঃ ৫ ফুট এবং ওজনঃ ৫০ কেজি ও সর্বোচ্চ BMI (Body Mass Index) অনুযায়ী।
বেতনঃ ১৮,০০০ টাকা।
বয়সঃ ১৮ থেকে ৫০ বছর (আবেদনের সময় বয়সসীমা ৩৫ বছর)।
আবেদনের নিয়মাবলীঃ আগ্রহী প্রার্থীগণকে ডেসকো’র ওয়েবসাইটে (www.desco.gov.bd প্রাপ্ত “অনলাইন আবেদন ফর্ম” এর মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফিঃ আবেদন ফি বাবদ ৫০০/- (পাঁচশত) টাকা ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড এর মোবাইল ব্যাংকিং সেবা “রকেট” এর মাধ্যমে পরিশোধ করতে হবে।
আবেদনের শেষ তারিখঃ অনলাইন আবেদন ফর্ম ও ফি প্রদানের শেষ সময় 26/06/2013 তারিখ রাত ১২:০০ টা পর্যন্ত।
চাকরির বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।