রেলওয়ের গেইটকিপার/গেইটম্যান পদের নিয়োগ বিজ্ঞপ্তি – পদ ১৫০০টি
বাংলাদেশ রেলওয়ে ১৫০০ টি গেইটকিপার/গেইটম্যান পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। বাংলাদেশ রেলওয়ের নিম্নেবর্ণিত রাজস্বখাতভূক্ত স্থায়ী শূন্যপদ পূরণের নিমিত্ত ‘গেইটকিপার/গেইটম্যান’ পদে ১৫০০ জনকে নিয়োগ দেওয়া হবে।
পদের নামঃ গেইটকিপার/গেইটম্যান
পদ সংখ্যাঃ ১৫০০ টি
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে এস.এস.সি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।আবেদনকারীদের আবশ্যিকভাবে কমপক্ষে ২ (দুই) বছর বাংলাদেশ রেলওয়ের প্রকল্পে গেইটকিপার/গেইটম্যান হিসাবে চাকুরীর অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনঃ (গ্রেড-২০) টাকা ৮,২৫০-২০,০১০/-
আবেদনের বয়সসীমাঃ সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে চাকুরীতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে রেলওয়ের প্রকল্পে গেইটকিপার/গেইটম্যান হিসাবে কমপক্ষে ২ (দুই) বছর চাকুরীর/কাজের অভিজ্ঞতা সম্পন্ন আবেদনকারীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেনঃ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়মাবলীঃ প্রার্থীদের স্বহস্তে নির্দিষ্ট আবেদন ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট (www.railway.gov.bd) থেকে ডাউনলোড করা যাবে।
পরীক্ষার ফিঃআবেদনের সাথে পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে এর অনুকূলে ‘এ চালান’ পদ্ধতিতে নম্বর- 1510301132267-110000000-11001000-1422326 কোডে কোন তফসিলভুক্ত ব্যাংকের যে কোন শাখায় জমা প্রদান করা যাবে। আবেদন পত্রের সাথে চালানের মূল কপি সংযুক্ত করতে হবে।।
আবেদনের সময়সীমাঃ আবেদনকারী কর্তৃক স্বহস্তে পূরণকৃত আবেদনপত্র আগামী ১৪/০৫/২০১৩ হতে ৩১/০৫/২০১৩ তারিখের মধ্যে রেজিস্ট্রি ডাকযোগে অথবা স্বহস্তে (বেনু রঞ্জন সরকার, প্রধান সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (টেলিকম) এবং আহ্বায়ক বিভাগীয় নির্বাচন কমিটি, কক্ষ নং-৬০১, বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ঢাকা অথবা মোঃ ময়েনুল ইসলাম, উপ-প্রধান পরিকল্পনা কর্মকর্তা এবং সদস্য সচিব, বিভাগীয় নির্বাচন কমিটি, কক্ষ নং ৩০৪, বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ঢাকা) বরাবর প্রেরণ করতে হবে।
চাকরির বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।