গার্ড গ্রেড-২ পদের কাজ কি ,বেতন এবং সুযোগ সুবিধাঃ
গার্ড গ্রেড-২ পদের কাজঃ গার্ড গ্রেড-২ পদের কজা হল স্টেশন মাস্টার কর্তৃক সিগনাল ক্লিয়ারেন্স প্রাপ্ত হলে প্যাসেঞ্জার ক্লিয়ারেন্স চেক করে এবং ওয়াকিটকি বা ফ্ল্যাগ ব্যবহার করে এলএম সাহেবকে ট্রেন ছাড়ার অনুমতি দেওয়া হয়। ট্রেনের মধ্যে টিকিট চেক করা, ট্রেনে সমস্যা হলে কন্ট্রোলকে অবগত করা, ট্রেন রানিংয়ে কোন স্টেশনে ইন/আউটের টাইম সহ সকল তথ্য লিখে রেখে কন্ট্রোলকে দেওয়া। যাত্রীদের অভিযোগ শোনে এবং তাদের জন্য কার্যকরী ব্যাবস্থা নেওয়া হয়। গার্ড গ্রেড-২ পদের কর্মীরা ট্রেন সার্ভিসের সিগনাল ক্লিয়ারেন্স ও নিরাপত্তা বজায় রাখতে তাদের ভূমিকা পালন করে।তাদের প্রধান দায়িত্ব হলো ট্রেন সার্ভিসের সিগনাল ক্লিয়ারেন্স এবং নিরাপত্তা বজায় রাখা, এবং সকল প্রযুক্তিগত এবং নাগরিক অসুবিধা মোকাবিলা করা।
গার্ড গ্রেড-২ পদের ডিউটি টাইমঃ ডিউটি (Duty) শুরুর ২ ঘণ্টা আগে কল ম্যান কর্তৃক কল দেওয়া হয় এবং ট্রেন ছাড়ার ১ ঘণ্টা পূর্বে স্টেশনে পৌঁছতে হয়। ডিউটি শুরুর সময়সীমা বা টাইম লিমিট নেই, হেডকোয়ার্টারে ট্রেন নিয়ে না ফেরা পর্যন্ত ডিউটি চলতে থাকবে। হেডকোয়ার্টারে ফিরলে এভারেজে ১৭/১৮ ঘন্টা বাসায় থাকা সম্ভব, তবে ১২ ঘন্টার কম না। ট্রেন নিয়ে অন্য কোনও স্থানে গেলে বিশ্রামের ব্যাবস্থা রয়েছে। হেডকোয়ার্টার ছাড়া ডিউটি চাপ কম-বেশি হতে পারে এবং মাসে ১২/১৩ দিন বাসায় থাকার সম্ভাবনা রয়েছে, তবে বেশি ডিউটি বেশি বেতন পাওয়া সম্ভব।
গার্ড গ্রেড-২ পদের ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধাঃ সাপ্তাহিক ছুটি নেই এবং হেডকোয়ার্টারে ফিরার পর বিশেষ বিশ্রাম পাওয়া যায়। তবে, যদি কোন কর্মী ছুটির প্রয়োজন হয় তাহলে কর্তৃপক্ষের কাছে আবেদন করে ১-৫ দিনের টানা ছুটি পাওয়া সম্ভব।
বেতনঃ (গ্রেড-১৪) টাকা ১০,২০০-২৪,৬৮০/-
গার্ড গ্রেড-২ পদের সিলেবাস ও পরীক্ষা পদ্ধতিঃ