খালাসী এর কাজ কি
খালাসী অর্থ – (বিশেষণ পদ) খালাস করা হইয়াছে এমন, বা খালাসপ্রাপ্ত ।বাংলায় খালাসিদের কাজ করার রীতি বহু পুরনো।ইংরেজ আমল থেকে চলে আসছে রেলের খালাসি সিস্টেম। ট্রেনের ইঞ্জিন ও বগি পরিচ্ছন্ন রাখার কাজে নিয়োজিত কর্মী রেলওয়েতে খালাসী নামে পরিচিত।
খালাসী এর কাজ কি / খালাসী পদের কাজ কি :
খালাসি, খালাসী এর বাংলা অর্থ হল : জাহাজাদিতে মাল খালাসের জন্য নিযুক্ত শ্রমিক । মুলত ট্রেনের ইঞ্জিন ও বগি পরিচ্ছন্ন রাখার কাজে নিয়োজিত কর্মীদের রেলওয়েতে খালাসী নামে পরিচিত ।মাঝে মাঝে রেল পথের পাথর,সুরকি লেভেল বা ঠিক করতে হয়।
খালাসী পদের বেতনঃ সরকারি বেতন স্কেলের সর্বনিম্ন ধাপে (২০তম গ্রেড) তাঁরা অবস্থান করেন। খালাসীরা সরকারি চাকরিতে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবেও পরিচিত। এই পদের মূল বেতন স্কেল (জা:বে:স্কেল, ২০১৫ অনুযায়ী) ৮,২৫০-২০,০১০/= টাকা।
প্রমোশনঃ একজন খালাসী কাজের দক্ষতা, সিনসিয়ারিটি অনুযায়ী চীফ ইয়ার্ড মাস্টার পর্যন্ত যাওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও ইয়ার্ড ফোরম্যান পদে ৬ বছর চাকুরীকাল অতিক্রম করার পর ট্রেন পরিচালক বা গার্ড পদে যাওয়ার সুযোগ রয়েছে।
নিয়ােগ পরীক্ষা যেভাবে: নিয়ােগ পরীক্ষা হবে দুই ধাপে। প্রথমে লিখিত পরীক্ষা হবে ৭০ নম্বরের। সময় বরাদ্দ ৬০ মিনিট। এরপর ৩০ নম্বরের মৌখিক। লিখিত পরীক্ষায় সর্বনিম্ন পাস নম্বর ৫০ শতাংশ। অর্থাৎ কমপক্ষে ৩৫ নম্বর পেতে হবে। লিখিত পরীক্ষা। হবে-বাংলা ২০, ইংরেজি ২০, গণিত ২০ ও সাধারণ জ্ঞানে ১০ নম্বরের। লিখিত পরীক্ষায় সাধারণত যে প্রশ্ন আসে তার উত্তর দু-এক কথায় লিখতে হয়। শুধু গণিতের ক্ষেত্রে সমাধান করে দেখিয়ে দিতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর ১। কোনাে নেগেটিভ মার্কিং নেই। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ৩০ নম্বরের মৌখিক পরীক্ষার মুখােমুখি হতে।