খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পরীক্ষার সমাধান
সময়ঃ৯০ মিনিট। পুর্নমানঃ১০০। তারিখ: ১৯/১১/২০২১
পরীক্ষার নাম্: খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা- ২০২১
পদের নাম: উপ-খাদ্য পরিদর্শক
১. ‘নীল অপরাজিতা’ উপন্যাসটির রচয়িতা কে?
ক, রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. শামসুর রাহমান
ঘ. হুমায়ুন আহমেদ
উ. ঘ।
২.‘সব কটা জানালা খুলে দাও না’- গানটির সুরকার কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ, নজরুল ইসলাম বাবু
গ. গােবিন্দ হালদার
ঘ, আপেল মাহমুদ
ব্যাখ্যাঃ ‘সব কটা জানালা খুলে দাও না’- গানটির সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল; গীতিকার নজরুল ইসলাম বাবু এবং শিল্পী সাবিনা ইয়াসমিন।
৩.‘ব্রজবুলি’ বলতে কী বােঝানাে হয়?
ক. ব্রজ সম্প্রদায়ের কথা
খ. বাংলা ও হিন্দির যােগফল
গ. একরকম কৃত্রিম কবিভাষা
ঘ. অপভ্রংশ
উ. গ।
৪. বাংলা ভাষার খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
ক.২০
খ.২১
গ.১৫
ঘ. ১৯
উ. খ।
৫. নীহারিকা দেবী’ ছদ্মনামে কে লিখতেন?
ক. অরুন্ধতী রায়।
খ. কামিনী রায়
গ. প্রমথ চৌধুরী
ঘ. অচিন্ত্য কুমার সেনগুপ্ত
উ. ঘ
৬. ‘জল’ শব্দের সমার্থক নয় কোনটি?
ক. নীর
খ. সলিল
গ. উদক
ঘ, জলধি
উ. ঘ।
৭. নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান
ক, কষ্ট
খ, উপনিষৎ
গ. কল্যাণীয়েষু
ঘ. আষাঢ়
উ. ঘ।
৮.‘খণ্ড প্রলয়’ বাগধারাটির অর্থ কী?
ক. সামান্য বস্তু খ. কোলাহল
গ. ভীষণ ব্যাপার
ঘ. ভীষণ গণ্ডগােল
উ. ঘ।
৯. কবি জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন কোথায়?
ক, বরিশালে
খ. সাতক্ষীরায়
গ. মেদিনীপুরে
ঘ. কোলকাতায়
উ. ক।
১০. ‘ঢেউ’ এর প্রতিশব্দ কোনটি?
ক. বারিধি
খ. উর্মি
গ. তটিনী
ঘ, বীচি পৃ
উ. খ,ঘ।
১১. বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি?
ক. উপকণ্ঠ
খ. উপবন
গ. উপভােগ
ঘ, উপগ্রহ
উ. গ।
১২. নিচের কোনটি অশুদ্ধ?
ক. প্রসন্ন-বিষন্ন
খ. নিস্পাপ-পাপিনী
গ. অহিংস-সহিংস
ঘ, দোষী-নির্দোষী
উ. ঘ।
১৩, অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হলাে
ক. চরণের প্রথমে মিল
খ. বিশ মাত্রার পর্ব থাকে
গ. অন্ত্যমিল আছে
ঘ. অন্ত্যমিল নেই।
উ. ঘ।
১৪. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?
ক. ১০
খ.৫
গ. ৮
ঘ.১৫
উ. গ।
১৫.Charity begins at home’- উক্তিটির অর্থ কী?
ক, আগে ঘর পরে তাস
খ, আপন ঘর প্রিয় ঘর
গ. ইচ্ছা থাকলে উপায় হয়
ঘ. ঘর থেকে যাত্রা কর
উ. ঘ।
১৬. প্রাণভয়’ কোন সমাস?
ক. ৬ষ্ঠী তৎপুরুষ
খ. অলুক দ্বন্দ্ব
গ. উপমান কর্মধারয়
ঘ. মধ্যপদলােপী কর্মধারয়
উ. ঘ |
১৭. নিচের কোন শব্দে ণ-ত্ব বিধান অনুসারে ‘ন’ এর ব্যবহার
হয়েছে?
ক. নিকৃণ
খ, লবণ
গ. কল্যাণ
ঘ, ব্যাকরণ
উ. ঘ।
১৮. ‘যিনি উপকার করেন, তাকে সবাই শ্রদ্ধা করেন।’- কোন
ধরনের বাক্য?
ক. মিশ্র বাক্য
খ. যৌগিক বাক্য
গ. প্রশ্নবােধক বাক্য
ঘ. সরল বাক্য।
উ. ক
১৯.‘নিষ্কর’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? [‘নিষ্কার’ বলতে বাংলা অভিধানে কোনাে শব্দ নেই। শব্দটি হবে ‘নিষ্কর।
ক, নিঃ + কার।
খ. নীঃ + কার
গ. নিষ + কর
ঘ, নিস্ + কর।
উ. ক
২০. কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা’- এখানে ‘কাব্য’ এর
কারক বিভক্তি কোনটি?
ক. কর্মে শূন্য |
খ, করণে শন
গ. অধিকরণে শূন্য
ঘ. কর্তায় শূন্য
উ. ক
২১. কোনটি সঠিক বানান?
ক. নিশিখিনি
খ. নিশিথিনী
গ. নীশিথিনী
ঘ. নিশীথিনী
উ. ঘ
২২. কোন বাক্যটি শুদ্ধ?
ক, আপনি স্বপরিবারে আমন্ত্রিত
খ, তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম
গ. তােমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ নই
ঘ, সেদিন থেকে তিনি সেখানে আর যায় না।
উ. খ
২৩. যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল- তাকে এক কথায় কী বলে?
ক. অভিসারিণী
খ. অনন্যপূর্বা
গ. অন্যপূর্বা
ঘ. প্রােষিতভর্তৃকা
উ. গ
২৪. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
ক. উর্দু
খ. ফার্সি
গ. সংস্কৃত
ঘ, বাংলা
উ. গ
২৫, বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. প্রমথ চৌধুরী
ঘ. রামসুন্দর ত্রিবেদী
উ. গ।
২৬. ‘চাচা কাহিনী’ এর লেখক কে?
ক. দিলারা হাশেম
খ, আবু জাফর শামসুদ্দিন
গ. সরদার জয়েন উদ্দিন
ঘ. সৈয়দ মুজতবা আলী
উ. ঘ
২৭. বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি?
ক, বঙ্গদর্শন।
খ. দিগদর্শন
গ. সংবাদ প্রভাকর
ঘ. তত্ত্ববােধিনী
উ. খ।
২৮. ‘নিষ্কর’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? [‘নিষ্কার’ বলতে বাংলা
অভিধানে কোনাে শব্দ নেই। শব্দটি হবে ‘নিষ্কর
ক. নি + কর
খ. নিস্ + কর
গ. নিঃ + কর
ঘ. নীঃ + কার
উ. গ।
২৯. ধৃষ্ট’ এর বিপরীত শব্দ কোনটি?
ক.মুক্ত
খ, নিরীহ
গ. দুষ্ট
ঘ. বিনয়ী
উ. ঘ।
৩০, Ab initio’ এর বাংলা পরিভাষা কী?
ক. অনুপস্থিত
খ. অধিহার
গ. প্রারম্ভেই
ঘ. মধ্যবর্তী
উ. গ।
৩১. ‘Corrigendum’ শব্দের বাংলা পরিভাষা কী?
ক. পূনর্বিন্যাস
খ, শুদ্ধিপত্র
ঘ. পরিশিষ্ট পত্র
উ. খ।
৩২. তােমার মার বাড়ি, তুমি যাও, আমি আমার বাড়িতে থাকি। আবার আমাকে দেখতে এসাে।’ উক্তিটি কোন গ্রন্থ থেকে নেয়া হয়েছে?
ক. রক্তাক্ত প্রান্তর
খ. অসমাপ্ত আত্মজীবনী।
গ. কারাগারের রােজনামচা
ঘ. দৌলত কাজী
উ. গ।
৩৩, ‘অসমাপ্ত আত্মজীবনী’-তে উল্লিখিত আন্দামান বলতে কী বুঝায়?
ক, পাকিস্তান আমলের সরকারি অফিস
খ. ইংরেজ আমলের জেলখানা
গ, একটি সাগরের নাম
ঘ. একটি জেলার নাম
উ. খ।
৩৪. একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ২.৫৬ মিটার এবং প্রস্থ ১.২৫ মিটার হলে এর গভীরতা কত?
ক. ৩.৫ মিটার
খ. ৩ মিটার
গ. ২.৫ মিটার
ঘ. ৪ মিটার
উ. গ
৩৫. কোন সমান্তর ধারার n তম পদ q এবং q তম পদ p হলে (p+q) তম পদ কত?
ক. pq
খ. p + q
গ. pq(p+q)
ঘ. 0 → ৭১৩
উ. ঘ।
৩৬, ১৮ ফিট উচু একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করলাে। খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙ্গে গিয়েছিল?
ক. ১৫ ফুট
খ. ১২ ফুট
গ. ৯ ফুট
ঘ. ৬ ফুট
উ. ঘ।
৩৭. ‘ক’ প্রথমে তিন মাইল উত্তরে, পরে ৯ মাইল পূর্বে তারপর আবার ৯ মাইল উত্তরে যায়। শুরু স্থান হতে তার দূরত্ব কত মাইল?
ক. ২০ মাইল
খ. ২৫ মাইল
গ. ১৫ মাইল
ঘ, ৩০ মাইল
উ. গ।
৩৮, ২, ৩, ৫, ৯, ১৭ এর পরবর্তী সংখ্যা কত?
ক. ৩৩
খ.৩২
গ. ৪৮
ঘ, ৩০
উ. ক।
৩৯. কোন সংখ্যার ৭০% থেকে ৭০ বিয়ােগ করলে ফলাফল হয় ৭০। তবে সংখ্যাটি কত?
ক. ৩০০
খ. ২০০
গ. ১০০
ঘ, ১৮০
উ. খ।
৪০. কোনাে শহরের বর্তমান জনসংখ্যা ৬৪ লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ২৫ জন হলে, ২ বছর পর ঐ শহরের জনসংখ্যা কত হবে?
ক. ৬৭,২৪,০০০ জন
খ, ৬৮,০০,০০০ জন।
গ, ৬৭, ০০,০০০ জন
ঘ, ৬৭, ০০, ২৪০ জন
উ. ক।
৪১. নীচের কোন ভগ্নাংশটি থেকে ২/৩ ছােট?
ক.৩/৫
খ.৭/৮
গ.৫/৬
ঘ.৩/৪
উ. ক।
৪২. ত্রিভুজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির যােগফল কত?
ক. 270 Degree
খ. 360 Degree
গ. 180 Degree
ঘ. 150 Degree
উ. খ।
৪৩. শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে?
ক. ৫%
খ. ১৫%
গ. ২০%
ঘ, ১০%
উ. ঘ।
৪৪. cos(120°) এর মান কত?
উ. ঘ।
৪৫. x+1/x=2 হলে, (x-1/x)2 এর মান কত?
ক. 0.
খ.1
গ. 2
ঘ. 4
উ. ক।
৪৬. ৫টি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৫, ১০, ১৫, ২০ ও ২৫সেকেন্ড অন্তর আবার বাজতে লাগলাে। কতক্ষণ পর ঘণ্টাগুলাে আবার একত্রে বাজবে।
ক. ১০ মিনিট
খ. ৫ ঘণ্টা
গ, ৫ মিনিট
ঘ. ৬ মিনিট
উ, গ
৪৭. am .a” = am + কখন হবে?
ক. m ধনাত্মক ও n ঋণাত্মক হলে
খ. m ধনাত্মক হলে
গ. n ধনাত্মক হলে।
ঘ. m ও n ধনাত্মক হলে
উ. ঘ।
৪৮. সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে?
ক, ট্রাপিজিয়াম
খ. আয়তক্ষেত্র
গ. বর্গক্ষেত্র
ঘ. রম্বস
উ. খ।
৪৯. X+Y, X-Y, X-Y’ এর গ.সা.গু কত?
ক. 1
খ. X -Y
গ. X – Y.
ঘ. 0 .
উ. ক
৫০. একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের গুণ। এর ক্ষেত্রফল 384 বর্গমিটার হলে পরিসীমা কত?
ক. 60 metre
খ. 50 metre
গ. 70 metre
ঘ, 80 metre
উ. ঘ।
৫১. দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ৪৫ হলে সংখ্যা দুইটি কত?
ক. ২০,২১
খ, ২১,২২
গ, ২২,২৩
ঘ. ২৩,২৪
উ. গ
৫২. একটি সােনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সােনা ও তামার অনুপাত ৩:১। এতে কী পরিমাণ সােনা মিশালে অনুপাত ৪:১ হবে?
ক. ৪.৫ গ্রাম।
খ, ৬ গ্রাম
গ. ৫ গ্রাম
ঘ, ৪ গ্রাম
উ. ঘ।
৫৩, একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সেন্টেমিটার ছােট, কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা ২ সেন্টিমিটার বড়। অতিভুজের দৈর্ঘ্য কত?
ক. ৬ সেন্টিমিটার
খ. ১০ সেন্টিমিটার
গ, ৮ সেন্টিমিটার
ঘ. ৪ সেন্টিমিটার
উ. খ।
৫৪. ASIAN এর সদস্য নয় কোন দেশটি?
ক. নেপাল
খ, থাইল্যান্ড।
গ, ক্রোয়েশিয়া।
ঘ. ফিলিপাইন।
উ. গ।
৫৫. ২০২১ অর্থবছরে মােট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয়?
ক, দুই লাখ আঠানব্বই হাজার কোটি টাকা
খ, ছয় লাখ তিন হাজার ছয়শত একাশি কোটি টাকা
গ, তিন লাখ ঊননব্বই হাজার কোটি টাকা
ঘ. তিন লাখ ত্রিশ হাজার কোটি টাকা।
উ. গ
৫৬.. FTP stands for?
ক.File Text Protocol
খ.File Transfer Protocol
গ.Folder Transfer Protocol
ঘ.File Transfer Process
উ. খ।
৫৭. ‘একাডেমি অব সায়েন্স’ কোন দেশের বিখ্যাত লাইব্রেরী?
ক. যুক্তরাজ্য
খ, ফ্রান্স
গ. রাশিয়া
ঘ, জার্মানি
উ. গ।
৫৮. বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশােধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়?
ক, একাদশ
খ, অষ্টম
গ, নবম ।
ঘ, দ্বাদশ
উ. ঘ।
৫৯, বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে কোনটি?
ক. সুন্দা প্রণালী
খ. মালাক্কা প্রণালী
গ. মেলিনা প্রণালী
ঘ. বেরিং প্রণালী
উ. ক।
৬০. ‘Blue Economy কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
ক. সমুদ্র অর্থনীতি
খ. সবুজ বিপ্লব।
গ, বিশ্বায়ন |
ঘ, নীল চাষ
৬১. সার্কভুক্ত দেশগুলাের মধ্যে সাক্ষরতার হারে শীর্ষ দেশ কোনটি?
ক. মালদ্বীপ
খ, মালয়েশিয়া
গ, নেপাল
ঘ, শ্রীলংকা
উ. ক।
৬২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন কবে?
ক. ২২ সেপ্টেম্বর, ১৯৭৪
খ. ২৪ সেপ্টেম্বর, ১৯৭৩
গ. ২৩ সেপ্টেম্বর, ১৯৭২
ঘ, ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪
উ. ঘ
৬৩, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোনটি?
ক. পদ্মা ভবন
খ. বঙ্গভবন।
গ. গণভবন
ঘ. উত্তরা ভবন
উ. গ
৬৪, জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি?
ক. ম্যাকাও
খ, পূর্ব তিমুর
গ, প্যালেস্টাইন
ঘ. মােনাকো
উ. গ
৬৫. যুক্তরাজ্যের রাজা বা রাণী অন্য কোন দেশের রাষ্ট্র প্রধান?
ক. কানাডা
খ. সাইপ্রাস
গ. জিম্বাবুয়ে
ঘ, অস্ট্রেলিয়া
উ, ক,ঘ
৬৬. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কবে উৎক্ষেপণ করা হয়?
ক, ১৭ই মে, ২০১৮
খ, ১২ই মে, ২০১৮
গ, ২৬ শে মার্চ, ২০১৮
ঘ. ১৬ই ডিসেম্বর, ২০১৭
উ. খ
৬৭. ১৯৭০ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন লাভ করে?
ক. ২৮৮
খ. ২৯০
গ. ২৮০
ঘ, ১৬০
উ. ক
৬৮. ‘মজলিশ’ কোন দেশের আইন সভার নাম?
ক. পাকিস্তান
খ. ইরান
গ. ইরাক।
ঘ, আফগানিস্তান
উ. খ
৬৯, কোনটি নিরস্ত্রীকরণের সাথে সম্পৃক্ত নয়?
ক. SALT
খ, CTBT
গ. NPT
ঘ, NATO
উ. ঘ
৭০. “ফেয়ার ফ্যাক্স” কী?
ক. গােয়েন্দা সংস্থা
খ. মানবাধিকার সংস্থা
গ. পরিবেশবাদী আন্দোলন
ঘ. বিশেষ ধরনের ফ্যাক্স
উ. ক
৭১. Bandwidth কি?
ক. Bit per second
খ. Cycle per second
গ. Bit per minute
ঘ. Range of Frequencies
উ. ক
৭২.বাংলাদেশের শাসন বিভাগের সর্ব্বোচ ব্যাক্তি কে?
ক. প্রধান বিচারপতি
খ. সেনা প্রধান
গ. প্রধানমন্ত্রী
ঘ. রাষ্ট্রপতি
উ. ঘ
৭৩. Bangladesh and France have signed a letter of intent … defense cooperation-
ক. in
খ.of
গ.on
ঘ.for
উ. গ
৭৪. “The Protagonist’ means?
ক.The central figure of a drama
খ.The down in a play
গ. The stage director of play
ঘ. The villain in play
উ. ক
৭৫. ‘A little learning is a dangerous thing’ is a quotation from
ক. Oscar wilds Voltaire
খ. Altered Tennyson
গ.Alexander Pope
উ. গ
৭৬. If were you, I ……. for the just cause. Choose the correct verbs
ক. should fight
খ. will fight
গ. would fight
ঘ. must fight
উ. গ
৭৭.’Hold Water’ means
ক.Bear Examination
খ. Keep Water
গ. Clean Water
ঘ.Drink Water
উ. ক
৭৮. An intrapersonal conflict is a conflict-
ক.between two individuals of same group
খ. within an individual
গ. between two individuals
ঘ.between two groups
উ. খ
৭৯. ‘আমার ক্ষুদা নেই’ Translate into English
ক.I have no appetite
খ. I have no hunger
গ. I am not hungry
ঘ.I am full
উ. ক
৮০.This is …. useful book for research.
ক.a
খ. the
.গ none
উ. খ
৮১.. A serious play with a sad ending is called a …
ক. Farce
খ. Melodrama
গ. Tragedy
ঘ.Comedy
উ. গ
৮২. What is the meaning of ‘Dead letter’?
ক.Bad letter
খ. Old letter
গ. Law not in force
ঘ. Letter written by unknown person
উ. গ
৮৩.I am looking forward to……. you.
ক. see
খ.seeing
গ. how to see
ঘ. be able to
উ. খ।
৮৪. “Killing the bird, the old man brought bad luck to the crew” is a-
ক. Simple sentence
খ. Complex sentence
গ. None of them
ঘ. Compound sentence
উ. ক।
৮৫.. Mathematics (to be) my favourite subject
ক. is
খ.are
গ. will be
ঘ. be
উ. ক।
৮৬.”To read between the lines” means
ক.To read carefully
খ. To read only sometimes
গ. To read quickly to save time
ঘ. To read carefully to find out any hidden meaning
উ. ঘ।
৮৭. ‘Needle : Thread’- Find out the correct analogy.
ক. Prick : Sew
খ. Leader: Follow
গ. Pin : Cushion .
ঘ.Bat : Ball
উ. খ।
৮৮. What is a “Sonnet”?
ক.A prose of special nature
খ. A poem of fourteen lines
গ. A criticism of a poet
ঘ.A sad poem about nature
উ. খ।
৮৯. The phrase “Achilles’ heel” means:
ক. A strong point
খ. A weak point
গ. A permanent solution
ঘ.A serious idea
উ. খ।
৯০.।What is the meaning of the word ‘Belated”?
ক.Complaining
খ.Off hand
গ. Weak
ঘ.Tardy
উ. ঘ।
৯১. He said to me, “Why have you beaten my dog?” (make it indirect).
ক. He enquired me why had I had beaten his dog
খ. He demanded me why had I beaten his dog.
গ He demanded of me why I had beaten his dog?
ঘ. He asked me why I have had beaten his dog
উ. গ।
৯২.My teacher embodies all the good qualities- (Make it passive)
ক. All the good qualities are embodied on my teacher.
খ. All the good qualities are embodied by my teacher.
গ. All the good qualities are embodied in my teacher
ঘ. All the good qualities are embodied to my teacher
উ. গ।
৯৩. What is the antonym of “Egalitarian”?
ক. Level
খ.Even
গ. Elitist
ঘ.Equal
উ. গ।
৯৪.. Synonym of “Camouflage” is……
ক.heavy
খ.dangerous
গ. difficult
ঘ.disguise ac.
উ. ঘ।
৯৫.Identify the incorrect one.
ক. He resembles his father
খ. Either you or I am wrong?
গ. Two thirds of this milk is lost
ঘ. I am usually feeling tired after lunch
উ. ঘ।
৯৬. Who wrote the short story. “The Gift of the Magi”?
ক.T.S. Eliot
খ.O’ Henry
গ. Shakespare
ঘ. Robut Frost
উ. খ।
৯৭. Which is an example of verbal noun?
ক.Writing a good letter is difficult.
খ. The writing of a good letter is difficult.
গ. Good letter writing is difficult.
ঘ. It is very difficult to write a good letter..
উ. ক।
৯৮. Runa wants to go home and………..
ক.So want we
খ. So do we
গ.We do so
ঘ. So we are .
উ. খ।
৯৯. Trees are considered one of our best friends (Make it active) .
ক.It is tree which is our best friend.
খ.Trees are our best friend.
গ. We considered trees one of our best friends
ঘ. We consider trees are of our best friends
উ. খ।
১০০. I can’t help……..
ক. for smoking
খ. to smoke
গ. but smoke
ঘ.smoking
উ. ঘ।