বিশেষ আয়োজন
কার্য সহকারী পদের কাজ কি ও বেতন
কার্য সহকারী পদের কাজঃ কার্য সহকারী প্রশাসনসহ দাপ্তরিক কাজে সহায়তা প্রদানই মূল কাজ। মন্ত্রণালয়ের আদেশ নির্দেশ সংরক্ষণ করাও কার্য সহকারীদের কাজ। উপ-সহকারী প্রকৌশলীগণের সাথে সাইটে কাজ করতে হয়। মাঠ পর্যায়ে কাজ তদারকি, মাণ নির্ণয়, পরিমাপ, ঊর্ধতন কর্তৃপক্ষকে তথ্য দেওয়া ও নির্দেশনা মোতাবেক ঠিকাদারকে কাজ বাস্তবায়নে সহযোগিতা সহ অন্যান্য কাজ। এটি মাঠ পর্যায়ের পদ হওয়াতে সারাদিন বাহিরে থাকতে হয়। সাপ্তাহিক বন্ধের দিনেও কাজ থাকতে পারে। পরিশ্রম বেশি, সেই তুলনায় মূল্যায়ণ কম।
পদোন্নতিঃ পদোন্নতি খুবই সামান্য, হয়না বললেই চলে। কপাল ভালো থাকলে (২০/২২ বছর) শেষ বয়সে এসে নক্সাকার/উপ-সহকারী প্রকৌশলী হতে পারেন।
এই পদের আবেদন যোগ্যতা: উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ।
বেতন ও পদমর্যাদা: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) ।