কমিউনিটি অর্গানাইজার পদের কাজ
কমিউনিটি অর্গানাইজার পদের কাজ: কমিউনিটি অর্গানাইজার এর কাজ হল অফিসের যাবতীয় আসবাবপত্রের রেজিষ্টার্ড সংরক্ষন করন। মটর সাইকেল/বাইসাইকেল এর রেজিষ্টার্ড সংরক্ষন করন। মহিলা কর্মী(এলসিএস) দ্বারা রাস্তা মেরামত করন কাজ বাস্তবায়নে পরিদর্শন করিবেন ও বিল প্রস্ত্তত করন পূর্বক উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করা। মহিলা কর্মী(আরইআরএমপি) দ্বারা রাস্তা মেরামত করন কাজ কাজ বাস্তবায়নে পরিদর্শন করিবেন ও বিল প্রস্ত্তত করন পূর্বক উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করন।ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সমিতির মাধ্যমে উপকারভোগীদের কাজে সহায়তা করন। সময়ে সময়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের দেয় যে কোন দাপ্তরিক দায়িত্ব পালন।
এই পদের শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান হতে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতনঃ ১০২০০-২৪৬৮০/- (গ্রেড-১৪)