এসিআই তে চাকরির সুযোগ
এসিআই প্রিমিও তে সেলস বিভাগে চাকরির সুযােগ । এসিআই প্রিমিও তে আকর্ষণীয় বেতন কাঠামােয় কিছু সংখ্যক উদ্যমী ও পরিশ্রমী সেলস অফিসার পদে নিয়ােগ দেয়া হবে।
পদের নামঃ সেলস অফিসার
শিক্ষাগত যােগ্যতাঃ ন্যূনতম এইচ এস সি পাস।
অভিজ্ঞতাঃ সেলসে কমপক্ষে ৬ মাসের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বয়সঃ বয়স ১৮ থেকে ৩২ বছর।
শারীরিক যোগ্যতাঃ উচ্চতা ও শারীরিক গঠন ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি, সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বেতন-ভাতা ও অন্যান্য সুযােগ-সুবিধাঃমাসিক বেতন, যাতায়াত ভাতা, বিক্রয়ের উপর ইনসেন্টিভ, কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি, বহুৱান্তে বেতন বৃদ্ধি সহ আরাে অন্যান্য সুবিধা রয়েছে।
আবেদনের নিয়মঃ আগ্রহী প্রার্থীগণকে সদ্য তােলা পাসপাের্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র এবং জীবনবৃতান্ত সহ নিম্ন বর্ণিত সময়ের মধ্যে উপস্থিত থাকার জন্যে আহবান জানানাে যাচ্ছে।
উপস্থিতির সময়ঃ ১০ টা- ১২ টা (শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি ২০২২)। উপস্থিতির ঠিকানাঃ এসিআই সেন্টার ২৪৫, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।