এনআরবিসিতে ব্যাংকিং শেখার সুযোগ, মিলবে প্রতি মাসে সম্মানী
এনআরবিসি ব্যাংক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার, স্বকীয় উম্ভাবনী ব্যাংকিং সেবার প্রসারে অপ্রতিদ্বন্দ্বী একটি ব্যাংক। তারুণ্যের স্বপ্ন পূরণে বর্ণিল ব্যাংকিং ক্যারিয়ার গঠনে এ ব্যাংক এনেছে নতুন ভাবনা। এনআরবিসি ব্যাংকে ইন্টার্নশিপ করার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। এই ৩ মাস মেয়াদী এই ইন্টার্নশিপে দেওয়া হবে সম্মানী। স্নাতক এবং স্নাতকোত্তর শ্রেণির ফলের জন্য অপেক্ষমাণ বা শেষবর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
পদের নামঃ ইন্টার্নশিপ
শিক্ষাগত যােগ্যতা বিএসসি/বিবিএ/বিএ/বিএসএস/বিকম/অনার্স(ফলাফল অপেক্ষমান)। এসএসসি এবং এইচ-এস-সি তে সিজিপিএ ৫.০০ এর স্কেলে ন্যূনতম ৪.০০ অর্জন।
সম্মানীঃ ১০,০০০/-
মেয়াদঃ ৩ মাস
আবেদনের নিয়মঃ সকল প্রার্থীকে অনলাইনে https://www.nrbcommercialbank.com/career ওয়েব সাইটের মাধ্যমে আগামী ১৫ মার্চ ২০২২ রাত ১১:৫৯ মিনিট এর মধ্যে আবেদন করতে হবে। আবেদনের সময় সম্প্রতি তোলা রঙ্গিন ছবি দিতে হবে। ফাইল সাইজ ১৫৬.৮ কেবি এর বেশি হবে না। যােগ্যতার মাপ অনুযায়ী সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনকারীদের পরীক্ষার জন্য ডাকা হবে।