শিক্ষা প্রকৌশল অধিদপ্তর অফিস সহায়ক পদের সমাধান
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পদের নামঃ অফিস সহায়ক ।
সময়ঃ ৬০ মিনিট
তারিখঃ ২৬.১১.২০২১
১.What did you eat for ….. breakfast this 1 morning?
ক. a
খ. an
গ. the
ঘ. none
উঃ ঘ
২. Iron is….. useful metal.
ক. a
খ. an
গ. the
ঘ. none
উঃ ক
৩.Water has no colour. এখানে Water কোন ধরনের Noun?
ক. Abstract
খ. Material
গ. Proper
ঘ. Common
উঃখ
৪. The bell has already been—
ক. rang
খ. ranged
গ. rung
ঘ. ringed
উঃগ
৫. নিচের কোন শব্দটি Plural?
ক. Actress
খ. News
গ. Princes
ঘ. Princess
উঃগ
৬. We need as …. people as possible.
ক. many
খ. much
গ. more
ঘ. few
উঃক
৭. Which one is the opposite gender of। Poet’?
ক. Poetress
খ.Poetess
গ. Female poet
ঘ Poet r.
উঃখ
৮.”She has been sick since last week এটি কোন Tense এর উদাহারণ?
ক. Present indefinite tense
খ. Past tense
গ. Present perfect tense
ঘ. Present perfect continuous tense
উঃগ
৯।. The greater the demand ….., the price.
ক. high
খ. higher
গ. the higher
ঘ. the highest
উঃগ
১০.নিচের কোন টি Adverb?
ক. ugly
খ. holy
গ. friendly
ঘ. wisely
উঃঘ
১১. The teacher is popular ……. his students.
ক. of
খ. to
গ.at
ঘ . with
উঃঘ
১২. The mother was anxious …… the safety of her son.
ক. about
খ. for
গ.al
ঘ. with
উঃক
১৩. I always take an umbrella …. it rains.
ক.in case for
খ. in case
খ. in case
ঘ unless
উঃখ
১৪. Our boss makes us ….. very hard.
ক. working
খ. worked
গ. Work
ঘ. to work
উঃখ
১৫. Singular form of ‘agenda’ is-
ক. agendom
খ. agendam
গ. agendum
ঘ. agendem
উঃগ
১৬. ‘আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব’ অনুবাদ কোনটি?
ক.We shall discuss the matter.
খ. We shall discuss to the matter
গ. We shall discuss on the matter.
ঘ. We shall discuss about the matter.
উঃক
১৭. Provoke এর বিপরীত শব্দ নিচের কোন টি?
ক. Anger
খ. Soothe
গ. Encourage
ঘ. Express
উঃখ
১৮. “Emancipate’ অর্থ-
ক.Neglect
খ. Bondage
গ. To set free
ঘ. To set on fire
উঃগ
১৯. ‘Bounce back’ অর্থ-
ক. get back
খ.fail back
গ. recover
ঘ. overcome
উঃগ
20. “Obligate” এর Adjective form কোন টি?
ক. Obligative
খ. Obligation
গ. Obligated
ঘ. Obligatory
উ.ঘ
২১. ঢাকা-জলপাইগুড়ি রুটে চালু হওয়া ট্রেনের নাম কী?
ক. সােনালী এক্সপ্রেস
খ. মিতালী এক্সপ্রেস
গ. মৈত্রী এক্সপ্রেস
ঘ.সূবর্ণজয়ন্ত্রী এক্সপ্রেস
উ. খ
২২. ২২তম ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ সালের কত তারিখে অনুষ্ঠিত হবে।
ক. ২ আগস্ট- ১৮ সেপ্টেম্বর
খ.২১ সেপ্টেম্বর- ১৮ অক্টোবর
গ. ২১ অক্টোবর- ১৮ নভেম্বর।
ঘ ২১ নভেম্বর- ১৮ ডিসেম্বর
উ. ঘ
২৩. বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
ক.শীতলক্ষ্যা
খ. বুড়িগঙ্গা
গ. যমুনা
ঘ. আড়িয়াল খাঁ
উ.খ
২৪. NAM প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৫১
খ. ১৯৬১
গ. ১৯৭১
য. ১৯৮১
উ.খ
২৫. জাপানের পতাকার রং কী?
ক. সাদা ও কালাে
খ. লাল ও সবুজ
গা. সাদা ও লাল
ঘ. গাঢ় লাল ও হলুদউ,
উ. গ
২৬. স্যাটেলাইট সমৃদ্ধ দেশগুলাের মধ্যে বাংলাদেশ কততম?
ক.৪৬ তম
খ. ৪৭ তম
গ. ৫৭ তম
ঘ. ৬৭তম।
উ. গ
২৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে কেন্দ্র করে নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচিত্র?
ক. তর্জনী
খ. গর্জন
গ. স্বাধীনতা
ঘ. মুক্তি
উ. ক
২৮. বাংলাদেশের সংবিধানের মােট অনুচ্ছেদ কয়টি?
ক. ১৬৪টি
খ. ১৬৩টি
গ. ১৫৩টি
ঘ. ১৫৪টি
উ. গ
২৯. কোন আমলে প্রাচীন বাংলার গৌরব মসলিন কাপড় ঢাকায় তৈরি হত?
ক. পাল আমলে
খ. মুঘল আমলে
গ. সেন আমলে
ঘ. ইংরেজ আমলে
উঃ গ
৩০. নৃশংস ঐতিহাসিক জেলহত্যার ঘটনা ঘটে কোন সালের কত তারিখে?
ক. ১৯৭১ সালের ৩ সেপ্টেম্বর
খ. ১৯৭৫ সালের ৩ নভেম্বর
গ. ১৯৭১ সালের ৩ নভেম্বর
উঃ খ
৩১.১ মিটার = কত?
ক. ১,৬১ ইঞ্চি
খ. ২.৫৪ ইঞ্চি
গ. ১০.৭৬ ইঞ্চি
ঘ. ৩৯.৩৭ ইদ্ধি।
উঃ ঘ
৩২. ১৫২১ এর বর্গমূল কত?
ক. ২৯
খ.৩৯
গ. ৪৯
ঘ. ৫৯
উঃ খ
৩৩.৯৭২ কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে?
ক.৩
খ.৪
গ.৫
ঘ.৬
উঃ ক
৩৪. তামা, দস্তা ও রূপা মিশিয়ে তৈরি একটি গয়নায় তামা ও দস্তার অনুপাত ১: ২ এবং দস্তা ও রূপার অনুপাত ৩: ৫। ১৯ গ্রাম ওজনের গয়নায় কত গ্রাম রূপা আছে?
ক. ৮ এমি।
খ.১০ গ্রাম
গ. ১২ গ্রাম
উ. খ
৩৫. নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
ক. ৩১
খ. ৪১
গ. ৫১
ঘ. ৬১
উঃ গ
৩৬. একজন মাছ বিক্রেতা প্রতি হালি ইলিশ ১৬০০ টাকায় কিনে প্রতিটি মাছ ৩৫০ টাকায় বিক্রয় করলো। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলাে?
ক.৬x১/২% ক্ষতি
খ.৪x১/২% লাভ
গ. ১২x১/২ ক্ষতি
ঘ. ৭x১/২ % লাভ।
উ. গ।
৩৭.। ৬০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৪৮ কি.মি.। রেল লাইনের পাশে একটি খুঁটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
ক. ৪,৫ সেকেন্ড
খ. ৬ সেকেন্ড
গ. ৭.৫ সেকেন্ড
ঘ. ৯ সেকেন্ড
উ. ক
৩৮, -36az’কে-4ayz দিয়ে ভাগ প্রলে ভাগফল কত হবে?
ক. -9ayz
খ. 9ayz
গ. -9aya
ঘক. 9ayz
উ. ঘ
৩৯. p- 1/p=8 হলে p+1/p এর মান কত?
ক. 64
খ. 66
গ. 72.
ঘ. 84
উ. খ
৪০. গ.সা.গু দ্বারা কী বােঝায়।
ক. গঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক
খ. গঘিষ্ঠ সাধারণ গুণিতক
গ. গঘিষ্ঠ সাধারণ গুণ।
ঘ. লঘিষ্ঠ সাধারণ শুণ্যতে
উ. ক
৪১. 6abe এবং 9a’bd* এর লসাগু কত?
ক. 3ab
খ. 36ab
গ. 1Sabcd
ঘ. 36abd
উ. গ
৪২. ক্রিকেট খেলায় নাঈম ও আফিফের মােট রান সংখ্যা 58। নাঈমের রান আফিমের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 কম। ঐ খেলায় আফিমের রান সংখ্যা কত?
ক. 21
খ.26
গ. 33
ঘ. 37 —
উ. ক
৪৩. a-a/a=5 হলে a-১/a এর মান কত?
ক.110
খ. 125
গ. 130
ঘ. 140.
উঃ ঘ
৪৪. শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকায় ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে?
ক. ৫%
খ. ১০%
গ. ১৫%।
ঘ. ১৮%
উঃ খ
৪৫. একটি ত্রিভুজক্ষেত্রের তুমি ও উচ্চতা যথাক্রমে ৪ সে.মি. ও ৭ সে.মি.। ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল কত?
ক. ৫৬ , সে,মি,
খ. ২৮ বগ, সেমি,
গ. ১৪ ব, সে.মি.।
ঘ. ১২.৫ ব, সে.মি.
উ. গ।
৪৬. একটি ত্রিভুজের দুটি কোণের মান 45° ও 60° হলে। ত্রিভুজটির অপর কোণের মান কত?
ক. 55°
খ. 65
গ. 75°
ঘ. 85°
উ. গ।
৪৭. 65° এর পূরক কোন কত?
ক. 159
খ.250
গ. 35°
ঘ.15°
উ. খ।
৪৮. একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক?
ক. তিনটি কোণই সূক্ষ্মকোণ
খ.একটি কোণ স্থূলকোণ ও অপর দুটি সূক্ষ্মকোণ
গ. একটি কোণ সমকোণ ও অপর দু’টি সূক্ষ্মকোণ
ঘ. একটি কোণ সমকোণ বা স্থূলকোণ, অপর দুটি
উ. ক।
৪৯. নিচের কোনটি সামন্তরিক নয়?
ক.আয়তক্ষেত্র
খ. বর্গক্ষেত্র
গ. রম্বস
ঘ. ট্রাপিজিয়াম
উ. ঘ।
৫০. বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের
ক. চাপ
খ. ব্যাসার্ধ
গ. ব্যাস
ঘ. পরিধি
উ. গ।
৫১. সমাস নিষ্পন্ন পদকে কি বলা হয়?
ক. সমস্যমান পদ
খ. সমস্তপদ।
গ. পূর্বপদ
ঘ. উত্তর পদ
উ. খ।
৫২. বসন্তে কোকিল ডাকে- এ বাক্যে বসন্তে কোন কারক?
ক.অধিকরণ কারক
খ. অপাদান কারক
গ. কর্মকারক
ঘ. রুণ কারক
উ. ক।
৫৩. ক্ষুধার্ত এর সন্ধি বিচ্ছেদ ?
ক. ক্ষুধা + আর্ত
খ.ক্ষুধা + ঋত
গ. ক্ষুধ + ঋত
ঘ. ক্ষুধ + আর্ত
উ. খ।
৫৪. সঞ্চয়” এর সন্ধি বিচ্ছেদ কী?
ক. সনু + চা।
খ. সম + চয়।
গ. সদা + চয়।
ঘ. সং + চম।
উ. খ।
৫৫. যে উপকারীর উপকার স্বীকার করে না এর এক কথায় প্রকাশ
উ. অকৃতজ্ঞ
৫৬. “চকের কাঠি’ বাগধারার অর্থ হলাে
ক. তােষামুদে
খ. নির্মা
গ. নিতান্ত অলস
ঘ. মােটাবুদ্ধি
উ. ক
৫৭. তিমির’ শব্দের বিপরীত শব্দ কী?
ক. অন্ধকার।
খ. আলাে
গ. গম্ভীর
ঘ. মসৃণ
উ. খ
৫৮. ‘দেহ’ শব্দের প্রতিশব্দ কী?
ক. অহ
খ.মর্দ
গ. তনু
ঘ. বিভব
উ. গ
৫৯. কর্তা’ শব্দের স্ত্রী লিঙ্গ কী?
ক.কতৃ
খ. কর্ত্রী।
গ. কর্তানী
ঘ. কর্তান
উ. খ
৬০. নিচের কোন বানানটি অশুদ্ধ?
ক. কার্য
খ. অতঃপর
গ. লজ্জাকর
ঘ. উজ্জল
উ. ঘ
৬১. চাদ, দই, হাতি- এগুলাে কোন প্রকারের শব্দ?
ক.অর্ধ-তৎসম
খ.তৎসম
গ. তয়ব।
ঘ. বিদেশি
উ. গ
৬২. মহাপ্রাণ ধ্বনির উদাহরণ কোনটি?
ক.চ
খ. ছ
গ. জ
ঘ. গ
উ. খ
৬৩. নিচের কবিতাগুলাের মধ্যে কোনটি কাজী নজরুল ইসলাম। রচিত নয়?
ক. মানুষ
খ. খেয়াপারের তরুণী
গ.আসমানী
ঘ.কুলি-মজুর
উ, গ
৬৪. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ কোনটি?
ক. ২৫ বৈশাখ
খ.১১ জ্যৈষ্ঠ
গ. ২২ শ্রাবণ
ঘ. ১২ ভাদ্র
উঃ ক
৬৫. পল্লীকবি জসীম উদ্দীন রচিত কাব্যগ্রন্থ কোনটি?
ক. অভিযাত্রিক
খ. সাঁঝের মায়া
গ. বিমুখ প্রান্তর
ঘ. রাখালী
উঃ ঘ
৬৬. মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ‘হাঙ্গর নদী গ্রেনেড কে লিখেছেন?
ক. সেলিনা হােসেন
খ.শওকত ওসমান
গ. হুমায়ুন আহমেদ
ঘ. জাহানারা ইমাম
উঃ ক
৬৭.বাংলাদেশ স্বপ্ন দ্যাখে কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক. সৈয়দ শামসুল হক
খ. হাসান হাফিজুর রহমান।
গ.শামসুর রাহমান
ঘ.নির্মলেন্দু গুণ
উ. গ।
৬৮. ভাষা আন্দোলনভিত্তিক নাটক ‘কবর’ এর রচয়িতা কে?
ক. সেলিম আল দীন
খ. জহির রায়হান
গ. মুনীর চৌধুরী
ঘ. শহীদুল্লা কায়সার।
উ. গ।
৬৯.শিশুতোষ গ্রন্থ ‘ইতল বিতল’ কে লিখেছেন?
ক. রাবেয়া খাতুন
খ. নীলিমা ইব্রাহীম
গ. সুকুমার রায়
ঘ. সুফিয়া কামাল
উ. ঘ
৭০. সাহিত্য সম্রাট বলা হয় কাকে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উঃ খ