সুইচ বাের্ড এ্যাটেনডেন্ট পদের পরীক্ষার সমাধান
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কো. লি
পদের নাম: সুইচ বাের্ড এ্যাটেনডেন্ট | সময় : (৩০+৩০) মিনিট | পূর্ণমান : ৫০+৫০ | পরীক্ষার তারিখ:০৫-১১-২০২১
১.. ভাষার মৌলিক উপাদান কয়টি?
ক. চারটি
খ. তিনটি
গ. পাঁচটি
ঘ. ছয়টি
উত্তর: ক
২. ধ্বনির লিখিত রূপকে কী বলা হয়?
ক. ধ্বনি
খ. পদ
গ. ফলা
ঘ. বর্ণ
উত্তর: ঘ
৩.কোনটি পারিভাষিক শব্দ?
ক. স
মাস
খ. লিঙ্গ
গ. কারক
ঘ. বচন
উত্তর: ঘ
৪.‘অকূল পাথার’ বাগধারাটির অর্থ কী?
ক. মহা সমস্যা
খ. ভীষণ ভয়।
গ. ভীষণ বিপদ
ঘ. মহা ঝামেলা
উত্তর: গ
৫. ‘নেত্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. জীবন
খ. নেতা
গ. নয়ন
ঘ. নীর
উত্তর: গ
৬.‘সােজন বাদিয়ার ঘাট’ কোন জাতীয় রচনা?
ক. উপন্যাস
খ. গল্প
গ. কাব্যগ্রন্থ
ঘ. ছােটগল্প
উত্তর: গ
৭. বাংলায় উপসর্গ রয়েছে কয়টি?
ক. বিশটি
খ. একুশটি
গ. বাইশটি
ঘ. তেইশটি
উত্তর: খ
৮. An ideal city should be crisscrossed _ _ canals.
ক. by
খ. through
গ. with
ঘ. along
উত্তর: গ
৯.Which of the following is an example of a correct tense?
ক. Before I had worked on the project, i drew its preliminary drafts
খ. Before I worked on the project, I had drawn its preliminary drafts
গ. After I started working for the team, the team won.
ঘ. After I started working for the team, the team had won.
উত্তর: খ
১০. Find out the correct use of articles.
ক. I love the nature.
খ. I devote all of my time to the care of the poor.
গ. I devote all of my time to the care of the poor.
ঘ. I never look down upon poor.
উত্তর: গ
১১.Find out the best antonym for the underlined word in the sentence; “We should have unqualified love for nature.”
ক. managerial
খ. skilled
গ. complete
ঘ. limited
উত্তর: খ
১২.Which of the following words is correctly spelt?
ক. bellweather
খ. changeabl
গ. cemetery
ঘ. dumbell
উত্তর: গ
১৩. Choose the best translation of the sentence “ আমার শরীর ম্যাজ ম্যাজ
করছে”
ক. I am felling unwell.
খ. I am not feeling well.
গ. I am felling out of sorts.
ঘ. I am feeling out of good.
উত্তর: গ
১৪. ৫০০ টাকার ৫ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৭৫০ টাকা হলে সুদের হার কত?
ক. ১০%
খ. ১২%
গ. ১৪%
ঘ. ১৫%।
উত্তর: ঘ
১৫. 3x-x-14 কে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হয়?
ক. (3x+7)(x+2) |
খ. (3x-7)(x+2)
গ. (3x+7)(x-2)
ঘ. (3x-7)(x-2)
উত্তর: খ
১৬. ১, ৫, ৯ …… ৮১ ধারাটির সংখ্যাগুলাের গড় কত?
ক. ৪১
গ. ৩৯
ঘ. ৪০
উত্তর: ক
১৭.শতকরা বার্ষিক ৭ টাকা হার মুনাফায় ৬৫০ বছর পর মূলধন কত?
ক. 723
খ. 823.
গ. 923
ঘ. 1023
উত্তর: গ
১৮. তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত যােগ করলে যােগফল ৫ ও ৭ দ্বারা নিঃশেষে
বিভাজ্য হবে?
ক. ৫
খ. ৭
গ. ৯
উত্তর: ক
১৯, P এবং Q একটি কাজ ৮০ দিনে ৬৪০০০ টাকা নির্মাণ করে দিবে বলে চুক্তি করল এবং ৫০ দিন পর P চলে গেল। বাকী কাজ Q একাকী ৬০ দিনে শেষ করল। P মুজরী বাবদ কত টাকা পাবে?
ক. ৩৬,০০০
খ. ৩২,০০০
গ. ২৪,০০০
ঘ. ২০,০০০
উত্তর: ঘ
২০.. একজন কলা বিক্রেতা প্রতিটি ৫ টাকা দরে ক্রয় করে অংশ কলা ১০% ক্ষতিতে বিক্রয় করে। অবশিষ্ট কলা কি দরে বিক্রয় করলে কেবল লাভ বা ক্ষতি হবে না? ক. ৫.২৫ টাকা।
খ. ৫.৫০ টাকা
গ. ৬.২৫ টাকা
ঘ, ৭.৫০ টাকা
উত্তর: ক
২১.২৯২ জন সৈন্যকে এমনভাবে সাজানাে হল যাতে সারির সংখ্যা ও সদস্য সংখ্যা সমান হয়। এতে কতজন সৈন্য বাদ দিতে হবে?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
উত্তর: খ
২২. মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
ক. ২নং
খ. ৩নং
গ. ৪নং
ঘ. ৫নং
উত্তর: ক
২৩. বিশ্ব সাক্ষরতা দিবস কবে?
ক. ৬ আগস্ট
খ. ৮ সেপ্টেম্বর
গ. ৬ জুলাই
ঘ. ২ অক্টোবর
উত্তর: খ
২৪.. যক্ষ্মার প্রতিষেধক কোনটি?
ক. বি. সি. জি.
খ. আর. ভি, ওয়ান
গ. এ. জি. এ ঘ. এম. এম. আর.
উত্তর: ক
২৫. নিচের কোনটি কম্পিউটারের একটি মার্কআপ ভাষা?
ক. HTML
খ. PHP
গ. JAVA
ঘ. PYTHON
উত্তর: ক
২৬. নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়?
ক. কি- বাের্ড
খ. মাউস
গ. স্ক্যানার
ঘ. প্রিন্টার
উত্তর: ঘ
২৭. ১ টেরা = গিগাবাইট?
ক. ১২০০
খ. ১১০০
গ. ১০০০
ঘ. ২১০০
উত্তর: গ
২৮. রক্তে কোলেস্টোরলের স্বাভাবিক পরিপাণ কত?
ক. ৮-৬ mg/dL
খ. ৮০-১২০ mg/dL
গ. ১০০-২০০ mg/dL
ঘ. ১৭০-৩০০ mg/dL
উত্তর: গ
২৯. কারেন্টের একক পরিমাপের মাধ্যম হলাে
ক. অ্যামিটার।
খ. রাডার
গ. ব্যারােমিটার
ঘ. ভােল্টেজ
উত্তর: ক
৩০. টি-২০ ক্রিকেট ম্যাচে একজন বােলার সর্বোচ্চ কত ওভার বল করতে পারে? ক. ৪
খ. ৫
গ. ৬
ঘ. ৭
উত্তর: ক
৩১.6Q রােধের একটি তারকে টেনে ৮ গুণ লম্বা করা হলে তারটির বর্তমান রােধ কত? ক. 3842
খ. 7852
গ. 48 2
ঘ. 14 2
উত্তর: গ
৩২.নিচের কোনটি সরকারি তথ্য ও সেবায় জরুরি হটলাইন মাধ্যম?
ক. ৯৯৯
খ. ১০৯
গ. ১০৬
ঘ. ৩৩৩
উত্তর: ঘ
৩৩. একটি কোষের তড়িচ্চালক শক্তি 1.5V এবং অভ্যন্তরীণ রােধ 2Q । এর প্রান্তদ্বয় ১০Q রােধের সাথে যুক্ত থাকলে কতটুকু তড়িৎ প্রবাহিত হবে?
ক. 0.225A
খ. 0.125A
গ. 0.8A
ঘ. 8A
৩৪. দুটি কোষের তড়িচ্চালক বল পরিমাণে নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা যায়?
ক. গ্যালভানেমিটার।
খ. ভােল্টমিটার
গ. পােটেনপিওমিটার
ঘ. হইটস্টোব্রীজ
উত্তর: গ
৩৫.একটি 220v এ হিটার 110v এ চালালে উৎপাদিত তাপ কত হবে?
ক. অর্ধেক
খ. দ্বিগুণ
গ. এক চতুর্থাংশ
ঘ. একই পরিমাণ
উত্তর:
৩৬.যে পরিমাণ ভােল্ট বহিঃবর্তনীতে কোন কাজে আসে তাকে কী বলা হয়?
ক. অভ্যন্তরীণ রােধ
খ. নষ্ট ভােল্ট
গ. প্রান্তীয় ভােল্টেজ
ঘ. বিভব পার্থক্য
উত্তর:
৩৭.140v একটি ডায়নামাে 65Q রােধের একটি বাতির মধ্যে দিয়ে 2A তড়িৎ প্রবাহ ঘটায়। বাতির ক্ষমতা কত ওয়াট?
ক. 280w
খ. 9100w
গ. 130w
ঘ. 2800w
উত্তর: ৩৮.
কোন পরিবাহীর রােধ কিসের উপর নির্ভরশীল নয়?
ক. তাপমাত্রা
খ. উপাদান
গ. তাপমাত্রা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল
ঘ. চাপ।
উত্তর: ঘ
৩৯. বিদ্যুৎ পরিবাহী পদার্থ নয় কোনটি?
ক. রূপা
খ. দস্তা
গ. ইস্পাত
ঘ. শুকনাে কাঠ
উত্তর: ঘ
৪০. ধনাত্মক আধান কোন দিকে বল লাভ করে?
ক. অবল্যের বিপরীতে
খ. প্রাবল্যের দিকে
গ. উভয় দিকে
ঘ. কোনটিই নয়
বি:দ্র: টেকনিক্যাল প্রশ্ন ছাড়া সমাধান দেয়া হয়েছে।
One Comment