বিভিন্ন পরীক্ষার সমাধান

খাদ্য অধিদপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক পরীক্ষার সমাধান

পদের নাম: সহকারী উপ-খাদ্য পরিদর্শক | পরীক্ষার তারিখ: ০৩-১১-২০২১]

পরীক্ষার নাম: খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা ২০২১ ।পদের নাম: সহকারী উপ-খাদ্য পরিদর্শক।সময় : ৯০ মিনিট | | পূর্ণমান : ১০০ |

১. Did you have any difficult _a visa?

ক. in getting

খ.. to have got

গ. Having

ঘ. get

উত্তর: ক।

২.In data communication, which device converts digital data to analogue signal?

ক. Router

খ. Modem

গ. Switch

ঘ. Hub

উত্তর: খ

৩. দুইটি চাকার পরিধি যথাক্রমে ৩১.৪১৬ সে.মি. ও ৬২.৮৩২ সে.মি. হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত?

ক. ৩ : ৪

খ. ৪ : ৫

গ. ১ : ২

ঘ. ২ : ৩

|উত্তর: গ

৪.Which of the following memory is non-volatile?

ক. RAM

খ. None of these

গ. ROM

ঘ. SORAM

উত্তর: গ

৫. রাইডার কাপ ট্রফি কোন খেলার সাথে জড়িত?

ক. গলফ

খ. ঘােড়দৌড়

গ. ইয়ট রেস

ঘ. কার রেসিং

উত্তর: ক

৬. শুদ্ধ বানান কোনটি?

ক. আনুসাঙ্গিক

খ. আনুস্বাঙ্গিক

গ. আনুষঙ্গিক

ঘ. আনুষাঙ্গিক

উত্তর: গ

৭. Antonym of “dogma” is

ক. principle

খ. tenet

গ. unbelief

ঘ. doctrine

উত্তর: গ

৮. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?

ক. তাজউদ্দিন আহমেদ।

খ. এ. কে. খন্দকার

গ. এম. এ. জি. ওসমানী

ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।

উত্তর: ঘ

৯.নিচের কোনটি প্রত্যয় যােগে গঠিত স্ত্রীবাচক শব্দ?

ক. পেত্নী

খ. বাদী।

গ. সভানেত্রী

ঘ. জেলেনী

উত্তর: ঘ

১০. ‘মুজিব-লেলিন-ইন্দিরা’ – কাব্যগ্রন্থের লেখক কে?

ক. নির্মলেন্দু গুণ

খ. আসাদ চৌধুরী

গ. শওকত আলী

ঘ. মহাদেব সাহা

উত্তর: ক

১১. The synonym of ‘cryptic’

ক. obscure

খ. Impromptu

গ. horrible

ঘ. indolence

উত্তর: ক

১২. কবি সুফিয়া কামালের জন্মস্থান কোন জেলায়?

ক. কোলকাতা

খ. বরিশাল

গ. কুমিল্লা

ঘ. যশােহর

উত্তর: খ

১৩.. “হাঁড়ি হাঁড়ি সন্দেশ” – এখানে কোন কোন পদযােগে বহুবচন হয়েছে?

ক. বিশেষ্য ও বিশেষ্য

খ. বিশেষণ ও বিশেষণ

গ. বিশেষ্য ও বিশেষণ

ঘ. বিশেষণ ও ক্রিয়া

উত্তর: গ

১৪. নিচের কোন বানান গুচ্ছ সঠিক?

ক. মূহমূহু, ব্যাত্যয়, মৃত্যুত্তীর্ন

খ. মুহুর্মুহু, ব্যত্যয়, মৃত্যুত্তীর্ণ

গ. মুহর্মুহু, ব্যত্যয়, মৃত্যুত্তীর্ন

ঘ. মূহুর্মুহু, ব্যায়, মৃতুত্তীর্ন

উত্তর: খ

১৫. VIRUS এর পূর্ণরূপ কী?

ক. Vital Information Resources Under Seize

খ. Various Information Resources Under Seal

গ. Vital Information Resources Under Seal

জ্ঞহ. Various Information Resources Under Stack

উত্তর: ক

১৬. ২০৫ কোন সংখ্যার ০.৫%?

ক. ২৫

খ. ৫০

গ. ৫০০

ঘ. ২৫০

উত্তর: গ

১৭. “Rennaissance” means

ক. Regain

খ. Rearrange

গ. Reborn

ঘ. Rebirth

উত্তর: ঘ

১৮.সমকোণী ত্রিভুজের একটি কোণ ৩০ ডিগ্রী হলে অপরটি কত?

ক. ৫০ ডিগ্রী

খ. ৬০ ডিগ্রী

গ. ১২০ ডিগ্রী

ঘ. ৩০ ডিগ্রী

উত্তর: খ [

১৯.নিম্নে কোনটি মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর ছিল?

ক. চট্টগ্রাম

খ. রাজশাহী

গ. সিলেট

ঘ. ঢাকা।

উত্তর: ক

  1. A group of lines placed together to create poem is called a _

ক. Form

খ. Poem

গ. Stanza

ঘ. Paragraph

উত্তর: গ

২১. “ছােটটি কোথায়?” বাক্যে ছােট শব্দের শেষে ‘টি – এর ব্যাকরণিক পরিচয় কী?

ক. পদাশ্রিত নির্দেশক

খ. অনুসর্গ

গ. বিভক্তি

ঘ. শব্দ প্রত্যয়

উত্তর: ক

২২. ১৯৭২ সালের বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রীয় মূলনীতি কয়টি?

ক. ৫টি

খ. ৪টি।

গ. ৩টি

ঘ. ১০টি

উত্তর: খ

২৩. কোন বাক্যাংশটি গুরুচণ্ডালী দোষযুক্ত?

ক. মড়াপােড়া

খ. ঘােড়ার গাড়ি

গ. শবদাহ।

ঘ. ঘটকের গাড়ি

উত্তর: ঘ।

২৪. Fill in the blank. He had his hair ……

ক. cut

খ. cutting

গ. to cut

ঘ. to be cut

উত্তর: ক।

২৫.সাহিত্যের কোন বিশেষ শাখাটি জীবনের কোন বিশেষ মুহূর্তের রূপায়ণ?

ক. ভ্রমণকাহিনী

খ. উপন্যাস

গ. নাটক

ঘ. ছােটগল্প

উত্তর: ঘ।

২৬. মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন কতজন?

ক. ৪ জন

খ. ৬ জন

গ. ১০ জন

ঘ. ৮ জন

উত্তর: খ

২৭.বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তভূক্তির সাল এবং উন্নয়নশীল দেশে উত্তরণের সাল কোনটি?

ক. ১৯৭২, ২০২৬

খ. ১৯৭৫, ২০২১

গ. ১৯৭৫, ২০২৬

ঘ. ১৯৭২, ২০২১

উত্তর: গ

২৮. বিট কয়েন কী?

ক. ডিজিটাল মুদ্রা

খ. কম্পিউটার যন্ত্রাংশ

গ. কোনটিও নয়

ঘ. তামার মুদ্রা

উত্তর: ক

২৯.জাতিসংঘভূক্ত রাষ্ট্রসমূহের সৰ্ব্বোচ কূটনীতিকদের বলা হয়?

ক. অ্যাম্বাস্যাডার

খ. হাইকমিশনার

গ. সেক্রেটারি

ঘ. অ্যাটাশে।

উত্তর: ক

৩০. What is the correct antonym of “Honorary”?

ক. Honourable

খ. Unpaid

গ. Literary

ঘ. Paid_

উত্তর: ঘ।

৩১. How many affixed are there in the word ‘atheist’?

ক. one

খ. two

গ. three

ঘ. four

উত্তর: ক

৩২. ‘ছড়া’ কোন ছন্দে রচিত হয়?

ক. অমিত্রাক্ষর

খ. ত্রিপদী

গ. স্বরবৃত্ত

ঘ. পয়ার

উত্তর: গ

৩৩. Which of the following is correct?

ক. He is tired by the job

খ. He is tired with the job

গ. He is tired of the job

ঘ. He is tired to his job

উত্তর: গ

৩৪. ‘প্রাতরাশ’ এর সন্ধি কি?

ক. প্রাতঃ + রাশ।

খ. প্রাতঃ + আশ

গ. প্রাতােঃ + রাশ

ঘ. প্রাত + রাশ।

উত্তর: খ।

৩৫. কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য?

ক. ব্রজাঙ্গনা

খ. বিলেতের পত্র

গ. বীরাঙ্গনা

ঘ. হিমালয় ।

উত্তর: গ

৩৬.Choose the correct affirmative

ক. Everyone must submit to one’s fate

খ. Everyone cannot escape his fate

গ. Everyone accept his fate

ঘ. Everyone can escape his fate

উত্তর: ক

৩৭. একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করতে পারে?

ক. ১

খ. ২

গ. ৩

ঘ. ৪

উত্তর: খ

৩৮. একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, সংখ্যাটি কত?

ক. ৩০

খ. ৪৩

গ. ১২

ঘ. ২৪

উত্তর: খ

৩৯.Who wrote the novel “Great Expectations”?

ক. Shakespeare

খ. Charles Dickens

গ. John Milton

ঘ. G.B. Show

উত্তর: খ ।

৪০. পদ্মা সেতুতে স্প্যানের সংখ্যা কত?

ক. ৪১

খ. ৪২

গ. ৭১

ঘ. ৪০

উত্তর: ক

৪১. When you think someone is “introspective”, you think she/he is —–

ক. rude

খ. reserved

গ. selfish

ঘ. thoughtful

উত্তর: ঘ

৪২.হাইফেন (-) এর পর কতক্ষণ থামতে হয়?

ক. ১ সেকেন্ড।

খ. ২ সেকেন্ড।

গ. ১.৫ সেকেন্ড

ঘ. থামার প্রয়ােজন নেই।

উত্তর: ঘ

৪৩. Sujan had been —– the run ever since the slain councillor’s brother filed the case.

ক. after

খ. in

গ. on

ঘ. to

উত্তর: গ

৪৪. Identify the correct sentence.

ক. Fortunately, the explosion killed person one only

খ. Fortunately, the explosion killed only one person

গ. Only fortunately, the explosion killed one person

ঘ. Fortunately, only the explosion killed one person

উত্তর: খ ‘

৪৫.লুঙ্গি’ শব্দটি এসেছে কোন ভাষা থেকে?

ক. উর্দু।

খ. কামরূপী

গ. বর্মি

ঘ. বিহারী

উত্তর: গ

৪৬.. What is the plural of “Stimulus”?

ক. stimuliae

খ. stimulaes

গ. stimuluses

ঘ. stimuli

উত্তর: ঘ

৪৭. যে নারী প্রিয় কথা বলে- এক কথায় প্রকাশ করুন।

ক. সুহাসিনী

খ. প্রিয়া

গ. প্রিয়ংবদা

ঘ. শ্রীমতি

উত্তর: গ

৪৮. —– AIDS virus infection is incurable.

ক. an

খ. One

গ. the

ঘ. no article

উত্তর: ক

৪৯. Which is the correct spelling? |

ক. Equilibrium

খ. Equalibrium

গ. Equallibrium

ঘ. Equillibrium

উত্তর: ক।

৫০. Identify the part of speech “seldom”.

ক. Noun

খ. Adjective

গ. Verb

ঘ. adverb

উত্তর: ঘ

৫১. Indentify the correct noun?

ক. Cute

খ. Mute

গ. Acute

ঘ. Flute

উত্তর: ঘ

৫২. বাংলা সাহিত্যের চলতি রীতির প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা?

ক. সবুজপত্র

খ. কালি ও কলম

গ. সংবাদ প্রভাকর

ঘ. বঙ্গদর্শন

উত্তর: ক

৫৩. Study of religion’ is called

ক. Theology

খ. Anthropology

গ. Region logy

ঘ. Apology

উত্তর: ক

৫৪. একটি সমান্তরাল ধারায় ১২ তম পদ ৭৭ হলে তার প্রথম ২৩ পদের সমষ্টি কত?

ক. ১০৫৬।

খ. ২০২৫

গ. ১৭৭১

ঘ. ১১৭৬

উত্তর: গ

৫৫.‘নদী ও নারী’ উপন্যাসের রচয়িতা কে?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. সৈয়দ আবুল ফজল

গ. হুমায়ুন কবির

ঘ. মীর মশাররফ হােসেন

উত্তর: গ

৫৬. a সংখ্যক আমের দাম b টাকা হলে a টাকায় কতটি আম কেনা যায়? ক. ab

খ. a/b

গ. a/ab

ঘ. a/b

উত্তর: ঘ

৫৭. What is the meaning of the idiom “The salt of the Earth?”

ক. Best salt

খ. Best soil

গ Best people

ঘ. Best place

উত্তর: গ

৫৮. চর্যাপদ কোন ছন্দের লেখা?

ক. অমিত্রাক্ষর ছন্দ

খ. অক্ষরবৃত্ত

গ. মাত্রাবৃত্ত

ঘ. স্বরবৃত্ত

উত্তর: গ

৫৯. Identify the correct sentence

ক. The scenery of Cox’s Bazar is attractive

খ. The scenaries of Cox’s Bazar are attractive

গ. The sceneries of Cox’s Bazar are attractive

ঘ. The scenary of Cox’s Bazar is attractive

উত্তর: ক।

৬০. নিচের কোনটি পর্বত’ এর সমার্থক শব্দ নয়?

ক. অবনি

খ. অদ্রি

গ. অচল

ঘ. ভূধর।

উত্তর: ক

৬১. কোন আলােক রশ্মি ত্বকে ভিটামিন তৈরিতে সাহায্য করে?

ক. বেটা রশ্মি

খ. আন্ট্রাভায়ােলেট রশ্মি

গ. আলফা রশ্মি

ঘ. এক্সরে রশ্মি

উত্তর:গ

৬২. কোন সামান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১০ সে.মি. ও ৮ সে.মি. এবং এদের অন্তর্ভুক্ত কোণ ৩০ ডিগ্রি হলে সামান্তরিকটির ক্ষেত্রফল নীচের কোনটি হবে?

ক. ১০০

খ. ২০

গ. ৪০

ঘ. ৮০

উত্তর: গ।

৬৩.“আমার ঘরের চাবি পরের হতে”- গানটির রচয়িতা কে?

ক. হুমায়ূন আহমেদ।

খ. লালন শাহ।

গ. হাছন রাজা

ঘ. পাগলা কানাই

উত্তর: খ

৬৪. আগরতলা ষড়যন্ত্র মামলার আসামীর সংখ্যা কত জন ছিল?

ক. ৩৪ জন।

খ. ৩৫ জন

গ. ৩৬ জন

ঘ. ৩২ জন

উত্তর: খ

৬৫. বাংলাদেশ খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর সদস্য পদ লাভ করেন কত তারিখে?

ক. ৯ মে ১৯৭৭

খ. ৬ নভেম্বর ১৯৭২

গ. ১২ নভেম্বর ১৯৭৩

ঘ. ১২ অক্টোবর ১৯৭৩

উত্তর: গ

৬৬. রহিম ২৪০ টাকায় কতগুলাে কলম কিনল। সে যদি ঐ টাকায় ১টি কলম বেশি পেত তার

১টি কলমের দাম গড়ে ১ টাকা কম পড়তাে। রহিম কতগুলাে কলম কিনল?

ক. ২০

খ.১০

গ. ১২

ঘ. ১৫

উত্তর: ঘ।

৬৭. ‘মার্সিয়া’ শব্দের অর্থ কী?

ক. সাহিত্য

খ, সাগর।

গ. গান।

ঘ. শােক

উত্তর: ঘ।

৬৮.কোনটি খাটি বাংলা শব্দ?

ক. জোছনা

খ. চামার

গ. চাকু

ঘ. চেঁকি

উত্তর: ঘ।

৬৯. কর্মবাচ্যে কর্তার কোন বিভক্তি হয়?

ক. দ্বিতীয়া

খ. তৃতীয়া

গ. ষষ্ঠী

ঘ. প্রথমা

উত্তর: খ

৭০. যদি কোন বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ১০% বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল কত বৃদ্ধি

পাবে?

ক. ২০%

খ. ২১%

গ. ২১

ঘ. ৪০%

উত্তর: খ

৭১. ১০,০০০ টাকার পণ্যের উপর এককালীন ৪০% কমতি এবং পর পর ৩৬% ও ৪%।

কমতির পার্থক্য কত?

ক. ২৫৬

খ. ৪০০

গ. শূন্য

ঘ. ১৪৪

উত্তর: ঘ

৭২. দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোন স্বরধ্বনির ললাপকে কী বলা হয়?

ক. অপিনিহিত

খ. স্বরসঙ্গতি

গ. সম্পকর্ষ।

ঘ. অভিশ্রুতি |

উত্তর: গ

৭৩.ব্রিটিশ উপনিবেশ ছেড়ে বিশ্বের বুকে প্রজাতন্ত্র হিসাবে সর্বশেষ আত্মপ্রকাশ করেছে কোন দেশ?

ক. তাইওয়ান।

খ. আয়ারল্যান্ড

গ. হংকং

ঘ. বার্বাডােস

উত্তর: ঘ

৭৪. Choose the pair that corresponds to- Sketch : Artist

ক. chisel : sculptor

খ . bird : egg

গ. draft : writer

ঘ. cell : prisoner

উত্তর: গ ।

৭৫. দুইটি বৃত্ত বহিঃস্থভাবে স্পর্শ করেছে, এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব ৭ সে.মি.। একটি

বৃত্তের ব্যাসার্ধ ৪ সে.মি. হলে অপর বৃত্তের ব্যাসার্ধ কত সে.মি.?

ক. ৮

খ.৩

গ. ৪

ঘ. ৭

উত্তর: খ

৭৬. ১০ জন বালক ও ৪ জন বালিকা থেকে ২ জন বালক ও ২ জন বালিকা কত উপায়ে বেছে নেওয়া যায়?

ক. ১২৬০

খ. ৩০৬০

গ. ৫০৬০

ঘ. ৭৩

উত্তর: ব্যাখ্যা: ৪ জন বালিকা’ এর পরিবর্তে ৮ জন বালিকা’ হলে উত্তর হত ১২৬০।

 

৭৭. “শােনাে একটি মুজিবুরের কণ্ঠস্বরের ধ্বনি”-গানটির রচয়িতা কে?

ক. আপেল মাহমুদ |

খ. মুকুন্দ দাস।

গ. গৌরীপ্রসন্ন মজুমদার

ঘ. গােবিন্দ হালদার।

উত্তর: গ

৭৮. তিনটি ক্রমিক সংখ্যার যােগফল ১২৩। মধ্যম সংখ্যাটি কত?

ক. ৪১

খ. ৩০

গ. ৩১

ঘ. ৫২

উত্তর: ক

৭৯. (x – 5) (x + a) = 0 হলে x এর মান কত?

ক. কোনটি না।

খ. -5, a

গ. – a, 5

ঘ. a, 5.

উত্তর: গ

৮০. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘােরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? ক. ১৮০ ডিগ্রি

খ. ৩৬০ ডিগ্রি।

গ. ৫৪০ ডিগ্রি

ঘ. ৫১০ ডিগ্রি

উত্তর: গ |

৮১.. “Green eye” Means

ক. Jealousy

খ. Green movement

গ. Good eyesight

ঘ. Green garden

উত্তর: ক

৮২. ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৬, ৮ ও ১০ মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দুটির দূরত্ব কত মিটার?

ক. ৬

খ. ৭

গ. ৪।

ঘ. ৫

উত্তর: গ

৮৩. Who wrote “The Excursion”?

ক. Thomas Gray

খ. Dr. Samuel Johnson

গ. Samuel Richardson

ঘ. William Wordsworth

উত্তর: ঘ।

৮৪. ঢাকা গেট নির্মাণ করেন কে?

ক. মীর জুমলা

খ. শায়েস্তা খান

গ. ইসলাম খান

ঘ. শাহ সুজা

উত্তর: ক

৮৫. বাংলা সাহিত্যের চলতি রীতির প্রবর্তক কে?

ক. প্যারীচাঁদ মিত্র।

খ. প্রমথ চৌধুরী

গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর।

উত্তর: খ

৮৬. Find the correct spelling

ক. Comittee

খ. Lietenant

গ. Lieutenant

ঘ. Commite

উত্তর: গ

৮৭. নাগার্নো-কারাবাখ যুদ্ধের অবসানে কোন দেশ মধ্যস্থতা করে?

ক. উজবেকিস্তান

খ. তুরস্ক।

গ. রাশিয়া।

ঘ. যুক্তরাষ্ট্র

উত্তর: গ

৮৮. শতকরা বার্ষিক ৭ টাকা হার সরল মুনাফায় ৬৫০ টাকার ৬ বছরের মুনাফা কত?

ক. ২৭৩ টাকা

খ. ২৮৫ টাকা

গ. ২৩৭ টাকা

ঘ. ২৭০ টাকা

উত্তর: ক

৮৯, “রজুতে সর্পজ্ঞান” বাগধারাটির অর্থ কী?

ক. যাদুকরী বিদ্যা অর্জন করা

খ. বিভ্রম

গ. আচমকা বিপদ

ঘ. সাপকে দড়ি দিয়ে বাধা

উত্তর: খ

৯০. মুক্তিযুদ্ধবিষয়ক উপন্যাস কোনটি?

ক. পিঙ্গল আকাশ

খ. পলাশী ব্যারাক

গ. দোযখের ওম।

ঘ. নেকড়ে অরণ্য

উত্তর: ঘ

৯১. x- 0.001 = 0 হলে x এর মান কত?

ক. 1

খ. কোনটি না

গ. 10

ঘ. 100

উত্তর: খ ব্যাখ্যা: ‘x” এর পরিবর্তে ‘x3 হলে উত্তর হত 100।

 

৯২. Select the correct passive form of “ We insist on punctuality in this office.”

ক. Punctuality is insisted on in this office

খ. Punctuality be insisted in this office

গ. It is to be insisted that punctuality should be in this office

ঘ. Punctuality should be insisted in this office.

উত্তর: ক ।

৯৩. “কাননে কুসুম কলিসকলি ফুটিল”-বাক্যে ‘কুসুমকলি’ কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্মে শূন্য ।

খ. অধিকরণে শূন্য।

গ. অপাদানে প্রথমা।

ঘ. কর্তায় শূন্য।

উত্তর: ক

৯৪.. A question mark in parentheses can be used to

ক. express uncertainty

খ.. writer’s expectation

গ. the end of any sentence

ঘ. express writer’s interest

উত্তর: ক

৯৫.নিচের কোনটি উপসর্গের বৈশিষ্ট্য নয়?

ক. বিভক্তি বা প্রত্যয় যুক্তকরণ

খ. শব্দের অর্থ সম্প্রসারণ

গ. নতুন অর্থবােধক শব্দ সৃষ্টি

ঘ. শব্দের অর্থের পবির্তন

উত্তর: ক

৯৬. a + b = 7 এবং a2+b2 = 25 হলে 5ab এর মান কত?

ক. কোনটি নয়

খ. 12

গ. 60.

ঘ. 35

উত্তর: গ।

৯৭.Dialect-এর পরিভাষা কোনটি?

ক. সংলাপ।

খ. উপভাষা

গ. রােগ নির্ণয়

ঘ. দলিল।

উত্তর: খ

৯৮. The saying “enough is enough” is used when you want

ক. To tell instructions are clear

খ. To express anger

গ. Something to stop

ঘ. To say enough

| উত্তর: গ

 

৯৯.He said, “Would that I were rich.” The correction indirect form is

ক. He said would that he were rich

খ. He wished he would be rich

গ. He said that he were rich

ঘ. He wished that he had been rich

উত্তর: ঘ।

১০০. কোন ভেরিয়েন্ট বিশ্বে সবচেয়ে বেশি মানুষ করােনা আক্রান্ত হয়েছে?

ক. B.1.351

খ. B.1.617.2

গ. B.1.1.529

ঘ, B.1.1.7

উত্তর: খ

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Deactive You Browser Adblocker (অনুগ্রহ করে আপনার ব্রাউজারের অ্যাডব্লক বন্ধ করুন)