প্রাইমারি সহকারী শিক্ষক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
বান্দরবান পার্বত্য জেলা পরিষদে ন্যন্ত প্রাথমিক শিক্ষা বিভাগের আওতাধীন বিভিন্ন উপজেলার সরকারি
প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভূক্ত সহকারী শিক্ষকের শূন্য পদে এবং জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক
বিদ্যালয়ে পিইডিপি-৪ এর আওতায় প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য রাজস্বখাতে সৃষ্ট। সহকারী শিক্ষক পদে
অস্থায়ীভাবে নিয়ােগের জন্য বাংলাদেশের নাগরিক ও বান্দরবান পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাদের (পুরুষ/
মহিলাদের) নিকট হতে নিম্নলিখিত নির্দেশনা/শর্তানুযায়ী স্ব-হস্তে লিখিত দরখাস্ত পুনরায় আহবান করা যাচ্ছে।
১. পদের নামঃ সহকারী শিক্ষক
মোট পদের সংখ্যাঃ ২৮১
১। রাজস্ব খাত ভূক্ত সহকারী শিক্ষক পদ : ৯৫ টি
২। প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য রাজস্বখাত ভূক্ত সৃষ্ট সহকারী শিক্ষক পদ : ১৮৬ টি
শিক্ষাগত যােগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-সহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী।
বেতনঃ ১১,০০০-২৬,৫৯০/ গ্রেড ১৩
বয়সঃ সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযােদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর ।
১) চেয়ারম্যান, বান্দরবন পার্বত্য জেলা পরিষদ বরাবর স্ব-হস্তে লিখিত/পূরণকৃত সরকারি চাকরি আবেদনপত্র আগামী ১২/০৫/২০২২ খ্রিঃ তারিখের বিকাল : ৫.০০ টার মধ্যে অফিস চলাকালীন সময়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে পৌছাতে হবে। উক্ত তারিখ/সময়ের পরে সরাসরি, ডাকযােগে বা অন্যকোন উপায়ে প্রাপ্ত দরখাস্ত গ্রহণ করা হবেনা।
২। আবেদনকারী যে উপজেলার স্থায়ী বাসিন্দা তার প্রার্থীতা উক্ত উপজেলার অনুকূলে নির্ধারিত হবে এবং তার নিয়ােগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম তদানুযায়ী নিয়ন্ত্রিত হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়ােগ বিধিমালা, ২০১৯- এ বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলায় নিয়ােগের অগ্রাধিকার দেয়া হবে।
৩) এ পরিষদের স্মারক নং : ২৯.৩৫.০৩০০.০০৩.৩৬.২৯৫.১৯-১৩২, তারিখ : ২৭/০১/২০২১ খ্রিঃমূলে যারা ইতােপূর্বে নির্ধারিত শিক্ষাগত যােগ্যতা সনদসহ আবেদন করেছে তাদের পুনরায় আবেদন করা প্রয়ােজন নেই। কোভিড-১৯ এর কারণে শিক্ষা প্রতিষ্ঠান/বাের্ড বন্ধ থাকায় পরীক্ষার ফলাফল প্রকাশ না হওয়ার কারণে যারা ঐসময় শিক্ষাগতযােগ্যতা সনদ পায়নি এবং বর্তমানে সনদ প্রাপ্ত হয়েছে তাদেরকে পুনরায় আবেদন করতে হবে।’
৪) আবেদনপত্রে স্পষ্টাক্ষরে- (ক) আবেদনকারীর নাম, (খ) পিতা/স্বামীর নাম, (গ) মাতার নাম, (ঘ) বর্তমান ঠিকানা, (ঙ) পূর্ণাঙ্গ স্থায়ী ঠিকানা,(চ) শিক্ষাগত যােগ্যতা, (ছ) অভিজ্ঞতা (যদি থাকে), (জ) জন্ম তারিখ, (ঝ) বয়স (২৫/২/২০২১ তারিখে), (ঞ) ধর্ম, (ট) জাতীয়তা,(ঠ) বৈবাহিক অবস্থা, ড) পুরুষ/মহিলা, ঢ) মােবাইল নম্বর ইত্যাদি উল্লেখ করতে হবে।
৫) প্রত্যেক আবেদনকারীকে আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত সত্যায়নকৃত কাগজপত্রাদি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে
ক) সদ্যতােলা পাসপাের্ট সাইজের ৪ কপি সত্যায়িত রঙিন ছবি।
খ) বান্দরবান পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দার স্বপক্ষে বােমাং সার্কেল চীফ/জেলা প্রশাসক এর প্রদত্ত সত্যায়িত স্থায়ী বাসিন্দা সনদপত্র।
গ) শিক্ষাগত যােগ্যতা সম্পর্কিত সকল প্রকার সত্যায়িত সনদপত্র/ সাময়িক সনদপত্র।
ঘ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত সত্যায়িত নাগরিক সনদপত্র।
ঙ) জাতীয় পরিচয়পত্রের উভয় পৃষ্ঠার সত্যায়িত ফটোকপি এবং জন্ম নিবন্ধনের সত্যায়িত কপি।
চ) পােষ্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক প্রদত্ত (০১/০১/২০২২ খ্রি: পূর্বে স্বাক্ষরিত নয়) পােষ্য সনদপত্র।
ছ) সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছরের কোটার প্রার্থীদের প্রমাণের ক্ষেত্রে: –
১) মুক্তিযােদ্ধার সন্তান প্রার্থীদের জন্য সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে প্রয়ােজনীয় কাগজপত্র (সত্যায়িত) এবং
২) শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের অনুকূলে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সত্যায়িত সনদপত্র।
৬) প্রার্থীর ছবি ও সনদপত্র সত্যায়নকারী কর্মকর্তার (৯ম বা তদুর্ধ্ব গ্রেডের গেজেটেড কর্মকর্তা) স্বাক্ষরের এর নীচে নামসহ সীল থাকতে হবে। এ ক্ষেত্রে জালিয়াতি করা হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৭) নিয়ােগের ক্ষেত্রে নিয়ােগ কমিটির ১৮/০১/২০২১ এবং ১২/৪/২০২২ খ্রিঃ তারিখের সভার সিদ্ধান্ত অনুসরণ করা হবে।
৮) আবেদনপত্রের সাথে চেয়ারম্যান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর অনুকূলে যে কোন তফসিলী ব্যাংক হতে ৩০০ (তিনশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে। পােস্টাল অর্ডার গ্রহণযােগ্য নয় ।