বিভিন্ন পরীক্ষার সমাধান

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো চেইনম্যান পদের পরীক্ষার প্রশ্ন সমাধান

পদের নাম: চেইনম্যান | সময়: ৬০ পূর্ণমান: ৪০ | পরীক্ষার তারিখ: ১৬-১০-২০২১

১. ৮ মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের অভ্যন্তরে অঙ্কিত বৃত্তের ব্যাসার্ধ কত?
ক. ২ মিটার
খ. ৪ মিটার
গ. ৮ মিটার
ঘ. ৬ মিটার
উত্তর: খ
২. A বিন্দু থেকে যাত্রা শুরু করে এক ব্যক্তি ১০ কি.মি. উত্তর দিকে যায়, পরে ৩ কি.মি. পশ্চিমে এবং শেষে ৬ কি. মি. দক্ষিণে গিয়ে B বিন্দুতে পৌছায়। A বিন্দু থেকে B বিন্দুর দূরত্ব কত?
ক. ১৯ কি.মি.
খ. ৭ কি.মি.
গ. ৫ কি.মি.
ঘ. ৩ কি.মি.
উত্তর: গ
৩.কোন সংখ্যার ৭৫% = ১৫?
ক. ২০
খ. ২৫
গ. ৩০
ঘ. ৪০
উত্তর: ক |

৪. ঘড়িতে যখন আটটা বাজে তখন ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের পরিমাণ কত?
ক. ১৫০°
খ. ১৩৫°
গ. ৯০°
ঘ. ১২০°
উত্তর: ঘ
৫. ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
ক. ৮
খ. ১২
গ. ১৮
ঘ. ২০
উত্তর: গ
৬.১০০ লিংক বিশিষ্ট একটি চেইনের দৈর্ঘ্য কত?
ক. ৬৬ ফুট
খ. ৬৬ গজ
গ. ৩৩ ফুট
ঘ. ৩৩ গজ
উত্তর: ক
ব্যাখ্যা: ১০০ লিংক = ৭৯২ ইঞ্চি এবং ১২ ইঞ্চি = ১ ফুট। সুতরাং ১০০ লিংক = ৬৬ ফুট।

৭. যে চতুর্ভুজের সবগুলাে বাহু সমান কিন্তু কোন কোণই সমকোণ নয় তাকে কী বলে? ক. বর্গক্ষেত্র
খ. আয়তক্ষেত্র
গ. সামান্তরিক
ঘ. রম্বস।
উত্তর: ঘ
৮. একটি জমির দৈর্ঘ্য ৯০ ফুট এবং প্রস্থ ৮০ ফুট। ঐ জমির পরিমণ কত?
ক. ৫ কাঠা।
খ. ৮ কাঠা
গ. ১০ কাঠা
ঘ. ১২ কাঠা।
উত্তর: গ।

৯. একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ১৬০ বর্গমিটার। এর প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা ৬ মিটার কম। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত?
ক. ১০ মিটার
খ. ১৬ মিটার
গ. ২০ মিটার
ঘ. ২৬ মিটার
উত্তর: খ
১০. (2x+x- 15) এর উৎপাদক কোনটি?
ক. (x + 3)(2x – 5)
খ. (x + 3)(2x + 5)
গ. (x – 3)(2x + 5)
ঘ. (x – 3)(2x -5)
উত্তর: ক
১১. ০.১ X ০.০১ X ০.০০১ এর মান কত?
ক. ১.০০১
খ. ০.১০০০১
গ. ০.০০০০১
ঘ. ০.০০০০০১
উত্তর: ঘ
১২. নিচের কোন ভগ্নাংশটি বড়?
ক.৪/৫
খ.৫/৬
গ.৬/৭
ঘ.৬/৮
উত্তর: গ
১৩. নিচের কোনটি মৌলিক সংখ্যা ?
ক. ২৭
খ. ৩৩
গ. ৪৯
ঘ. ৫৩
উত্তর: ঘ।
১৪. ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাসমূহের গড় কত?
ক. ৪৯
খ. ৫০
গ. ৫১
ঘ. ৫০.৫০
উত্তর: খ
x1x=1 হলে x3-1×3 কত?
ক.2
খ.5
খ. 2
ঘ. 4
উত্তর: ঘ

১৬. ‘তার বাড়ি রাজশাহী’- বাক্যটির সঠিক অনুবাদ কী?
ক. His house is in Rajshahi
খ. He comes from Rajshahi
গ. He lives in Rajshahi
ঘ. He has a home in Rajshahi
উত্তর: খ
১৭. Find the correct spelling.
ক. Navijation
খ. Navitation
গ. Navigation
ঘ. Nevigation
উত্তর: গ
১৮. Which one is verb?
ক. Cloth
খ. Blood
গ. Food
ঘ. Feed
উত্তর: ঘ
১৯. He runs fast. Here the word ‘fast’ is –
ক. Verb
খ. Adjective
গ. Adverb
ঘ. Conjunction
উত্তর: গ
২০. The baby ……. because it is hungry now.
ক. is crying
খ. cries
গ. is
ঘ, are
উত্তর: ক

২১. Which of the following is demonstrative pronoun?
ক. He
খ. Yourself
গ. Those
ঘ. Who
উত্তর: গ

২২. The correct sentence is –
ক. Ten miles are a long distance
খ. Ten miles are more long distance
গ. Ten miles make a long distance
ঘ. Ten miles is a long distance
উত্তর: ঘ
২৩. She will discuss the issue with the officer ……. phone.
ক. over
খ. on
গ. through
ঘ. by
উত্তর: ঘ
২৪.Uneasy lies the head ……..
ক. When wears a crown
খ. Which wear a crows
গ. that wears a crown
ঘ. who wears a crown
উত্তর: গ
২৫. I can give no assurance …… help.
ক. for
খ. of
গ. about
উত্তর: খ
২৬. উপকারীর অপকার করে যে
ক. স্বৈরাচারী
খ. কৃতঘ্ন
গ. অকৃতজ্ঞ
ঘ. দুর্বিনীত
উত্তর: খ
২৭. ক্রিয়ার কাল কত প্রকার?
ক. ৩
খ. ৪
গ. ২
ঘ. ৫
উত্তর: ক
২৮.বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?
ক. বর্ণ
খ. শব্দ
গ. ধ্বনি
ঘ. ভাষা।
উত্তর: খ
২৯. ‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়?
ক. বিকৃত
খ. অভাব।
গ. নিকৃষ্ট
ঘ. বিপরীত
উত্তর: ঘ
৩০. বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক থাকে তাকে কী বলে?
ক. বিভক্তি
খ. কারক।
গ. প্রত্যয়
ঘ. উপসর্গ
উত্তর: খ
৩১.কোনটি শুদ্ধ বানান?
ক. স্বায়ত্তশাসন
খ. স্বায়ত্বশাসন
গ. স্বায়ত্ত্বশাসন
ঘ. সবগুলাে
উত্তর: ক
৩২.‘অন্বেষণ’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ করুন
ক. অণু + এষন।
খ. অনু + এষন
গ. অণু + এষণ।
ঘ. অনু + এষণ
উত্তর: ঘ
৩৩. ‘ব্যাঙের আধুলি’ বাগধারটির অর্থ কী?
ক. অসম্ভব ব্যাপার।
খ. সামান্য অর্থ
গ. প্রাচীন মুদ্রা
ঘ. সুন্দর বস্তু।
উত্তর: খ
৩৪. এক কথায় প্রকাশ করুন। এক মায়ের সন্তান যারা’
ক. ভাই-বােন
খ. ভ্রাতৃ
গ. সহােদর
ঘ. যুগপৎ
উত্তর: গ
৩৫. ‘এ যে আমাদের চেনা লােক’- বাক্যে ‘চেনা’ শব্দটি কোন পদ?
ক. বিশেষ্য
খ. সর্বনাম
গ. অব্যয়
ঘ. বিশেষণ
উত্তর: ঘ
৩৬.. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক রচনা?
ক. বীরঙ্গনা।
খ. তিতাস একটি নদীর নাম
গ. পায়ের আওয়াজ পাওয়া যায়
ঘ. পদ্মানদীর মাঝি
উত্তর: গ
৩৭.‘মৌলভী কোন ভাষার শব্দ?
ক. আরবি
খ. ফারসি
গ. উর্দু
ঘ. পশতু
উত্তর: খ
৩৮. মুনীর চৌধুরীর ‘রক্তাক্ত প্রান্তর কোন শ্রেণির রচনা?
ক. সামাজিক
খ. মুক্তিযুদ্ধভিত্তিক।
গ. রূপক।
ঘ. ঐতিহাসিক
উত্তর: ঘ
৩৯. ‘সপ্তাহ’ কোন সমাস?
ক. দ্বিগু
খ. দ্বন্দ্ব
গ. অব্যয়ীভাব
ঘ. তৎপুরুষ
উত্তর: ক

৪০. কোনটি পর্বত’ শব্দের সমার্থত শব্দ নয়?
ক. অবনি
খ. অচল
গ. পাহাড়
ঘ. গিরি
উত্তর: ক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Deactive You Browser Adblocker (অনুগ্রহ করে আপনার ব্রাউজারের অ্যাডব্লক বন্ধ করুন)