নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর নিয়োগ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগের ২১-০৩-২০২২ খ্রিঃ তারিখের ৪৫.০০.০০০০.১৭২.১১.০০২.২২-৯৩ সংখ্যক স্মারকে শূন্য পদ পূরণের ছাড়পত্র প্রদানের প্রেক্ষিতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, ঢাকার নিয়ন্ত্রনাধীন প্রতিষ্ঠান সমূহে নিম্নেবর্ণিত ৩য় ও ৪র্থ শ্রেণীর (১৩-২০ গ্রেড) কর্মচারী রাজস্ব খাতভুক্ত শূন্য পদে অস্থায়ীভাবে প্রচলিত নিয়ােগ বিধি ও শর্ত অনুযায়ী জনবল নিয়ােগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
০১| পি এ টু অধ্যক্ষ
পদের সংখ্যঃ ০৪ টি
শিক্ষাগত যােগ্যতা/অভিজ্ঞতাঃ কোন স্বীকৃত বাের্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট সহ কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত।
বেতনঃ (গ্রেড: ১৩) ১১,০০০-২৬,৫৯০/=
০২| অফিস তত্ত্বাবধায়ক
পদের সংখ্যঃ ০১ টি
শিক্ষাগত যােগ্যতা/অভিজ্ঞতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক (সম্মান) ডিগ্রী এবং প্রশাসনিক কাজে অন্যূন ০৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা।
বেতনঃ (গ্রেড: ১৩) ১১,০০০-২৬,৫৯০/=
০৩| সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যঃ ০২ টি
শিক্ষাগত যােগ্যতা/অভিজ্ঞতাঃ (ক) কোনাে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রী; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং (গ) সাঁটলিপিতে বাংলায় ও ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৫০ ও ৮০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষর বাংলায় ও ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২৫ ও ৩০শব্দ। (এই বিধিমালা মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়ােগ বিধিমালা, ২০১৯ এর আলােকে)
বেতনঃ(গ্রেড: ১৩) ১১,০০০-২৬,৫৯০/=
০৪| সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যঃ ০২ টি
শিক্ষাগত যােগ্যতা/অভিজ্ঞতাঃ কোন স্বীকৃত বাের্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট সহ কম্পিউটার বিষয় প্রশিক্ষণ প্রাপ্ত।
বেতনঃ (গ্রেড: ১৪) ১০,২০০-২৪,৬৮০/=
০৫| লাইব্রেরিয়ান
পদের সংখ্যঃ ০১ টি
শিক্ষাগত যােগ্যতা/অভিজ্ঞতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে। গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে স্নাতক (সম্মান) ডিগ্রী অথবা স্নাতক (সম্মান) ডিগ্রীসহ কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা এবং কম্পিউটার চালনায় দক্ষতা।
বেতনঃ (গ্রেড: ১৪) ১০,২০০-২৪,৬৮০/=
০৬| ল্যাবরেটরি সহকারী
পদের সংখ্যঃ ০১ টি
শিক্ষাগত যােগ্যতা/অভিজ্ঞতাঃ কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন মেডিকেল । টেকনােলজি সার্টিফিকেট সহ ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা।
বেতনঃ (গ্রেড: ১৪) ১০,২০০-২৪,৬৮০/=
০৭| ডাটা এন্ট্রি অপারেটর
পদের সংখ্যঃ ০১ টি
শিক্ষাগত যােগ্যতা/অভিজ্ঞতাঃ (ক) কোন স্বীকৃত বাের্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা। সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে। (এই বিধিমালা সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়ােগ বিধিমালা, ২০১৯ এর আলােকে)।
বেতনঃ (গ্রেড: ১৬) ৯,৩০০-২২,৪৯০/=
০৮| ল্যাব এ্যাসিসটেন্ট
পদের সংখ্যঃ ১৩ টি
শিক্ষাগত যােগ্যতা/অভিজ্ঞতাঃ কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনােলজি সার্টিফিকেট।
বেতনঃ (গ্রেড: ১৬) ৯,৩০০-২২,৪৯০/=
০৯| | স্টোর কিপার
পদের সংখ্যঃ ০৪ টি
শিক্ষাগত যােগ্যতা/অভিজ্ঞতাঃ কোন স্বীকৃত বাের্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট।
বেতনঃ (গ্রেড: ১৬) ৯,৩০০-২২,৪৯০/=
১০| অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যঃ ১৮ টি
শিক্ষাগত যােগ্যতা/অভিজ্ঞতাঃ কোন স্বীকৃত বাের্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেটসহ কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত।
বেতনঃ (গ্রেড: ১৬) ৯,৩০০-২২,৪৯০/=
১১| ক্যাশিয়ার।
পদের সংখ্যঃ ১১ টি
শিক্ষাগত যােগ্যতা/অভিজ্ঞতাঃ কোন স্বীকৃত বাের্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সাটিফিকেট সহ কম্পিউটার চালনায় দক্ষতা।
বেতনঃ (গ্রেড: ১৬) ৯,৩০০-২২,৪৯০/=
১২| সহকারী লাইব্রেরিয়ান
পদের সংখ্যঃ ০৩ টি
শিক্ষাগত যােগ্যতা/অভিজ্ঞতাঃ কোন স্বীকৃত বাের্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট সহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্সউত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা।
বেতনঃ (গ্রেড: ১৬) ৯,৩০০-২২,৪৯০/=
১৩| লাইব্রেরি সহকারী
পদের সংখ্যঃ ০২ টি
শিক্ষাগত যােগ্যতা/অভিজ্ঞতাঃ কোন স্বীকৃত বাের্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সাটিফিকেটসহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্সউত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা।
বেতনঃ (গ্রেড: ১৬) ৯,৩০০-২২,৪৯০/=
১৪| হাউজ কিপার
পদের সংখ্যঃ ০৯ টি
শিক্ষাগত যােগ্যতা/অভিজ্ঞতাঃ (ক) কোন স্বীকৃত বাের্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট। (খ) প্রার্থীকে অবশ্যই মহিলা হইতে
বেতনঃ (গ্রেড: ১৬) ৯,৩০০-২২,৪৯০/=
১৫| হােম সিস্টার
পদের সংখ্যঃ ০৪ টি
শিক্ষাগত যােগ্যতা/অভিজ্ঞতাঃ (ক) কোন স্বীকৃত বাের্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট। (খ) প্রার্থীকে অবশ্যই মহিলা হইতে
বেতনঃ (গ্রেড: ১৬) ৯,৩০০-২২,৪৯০/=
১৬| আটিস্ট
পদের সংখ্যঃ ০১ টি
শিক্ষাগত যােগ্যতা/অভিজ্ঞতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে ফাইন আর্ট বিষয়ে। স্নাতক ডিগ্রী।
বেতনঃ (গ্রেড: ১৬) ৯,৩০০-২২,৪৯০/=
১৭| রেকর্ড কীপার
পদের সংখ্যঃ ০১ টি
শিক্ষাগত যােগ্যতা/অভিজ্ঞতাঃ কোন স্বীকৃত বাের্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট।
বেতনঃ (গ্রেড: ১৯) ৮,৫০০-২০,৫৭০/=
১৮| অফিস সহায়ক
পদের সংখ্যঃ ৯৮ টি
শিক্ষাগত যােগ্যতা/অভিজ্ঞতাঃ কোন স্বীকৃত বাের্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের সার্টিটিকেট।
বেতনঃ (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০/=
১৯| টেবিল বয়
পদের সংখ্যঃ ১১ টি
শিক্ষাগত যােগ্যতা/অভিজ্ঞতাঃ কোন স্বীকৃত বাের্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতনঃ (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০/=
২০| নিরাপত্তা প্রহরী
পদের সংখ্যঃ ২৯ টি
শিক্ষাগত যােগ্যতা/অভিজ্ঞতাঃ কোন স্বীকৃত বাের্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতনঃ (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০/=
২১| মালী
পদের সংখ্যঃ ০৬ টি
শিক্ষাগত যােগ্যতা/অভিজ্ঞতাঃ কোন স্বীকৃত বাের্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে ২ (দুই) বৎসরের বাস্তব অভিজ্ঞতা।
বেতনঃ (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০/=
২২| বাবুর্চি। সহকারী বাবুর্চি
পদের সংখ্যঃ ৪১ টি
শিক্ষাগত যােগ্যতা/অভিজ্ঞতাঃ কোন স্বীকৃত বাের্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ রান্নার কাজে বাস্তব অভিজ্ঞতা।
বেতনঃ (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০/=
২৩| পরিচ্ছন্নতা কর্মী
পদের সংখ্যঃ ২৫ টি
শিক্ষাগত যােগ্যতা/অভিজ্ঞতাঃ কোন স্বীকৃত বাের্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতনঃ (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০/=
বয়সঃ আবেদন কারীর বয়স ২১-০৪-২০২২ খ্রিঃ তারিখে সর্বনিম্ন ১৮ (আঠার) বছর এবং সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বছর হতে হবে। তবে, শুধু মাত্র মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র/কন্যা এবং এতিম ও শারিরীক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা ৩২ (বত্রিশ) বৎসর পর্যন্ত শিথিল যােগ্য। মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের নাতিনাতনীদের ক্ষেত্রে বয়স সীমা ৩০ (ত্রিশ) বৎসর।
অনলাইন আবেদনের নিয়মাবলীঃ পরীক্ষায় অংশ গ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://dgnm.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের সময়সীমা নিম্নরুপঃ
(i) online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় ২১ এপ্রিল ২০২২ সকাল ১০:০০ ঘটিকা।
(ii)online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১৬ মে ২০২২ দুপুর- ১২:০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
পরীক্ষার ফিঃ User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে ১-১৬ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/(একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২.০০ টাকা মােট ১১২/- (একশত বার) টাকা এবং ১৭২৩ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ০৬.০০ টাকা মােট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “online-এ আবেদন পত্রের সকল অংশপূরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না”।
বিজ্ঞপ্তি টি দেখতে এখানে ক্লিক করুন