বিশেষ আয়োজন
কারারক্ষী পদের কাজ কি
সম্প্রতি কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত কারারক্ষী পদে (পুরুষ ও মহিলা) নিয়োগ দেবে কারা অধিদপ্তর।
কারারক্ষী পদের কাজ কি : জেলে আসা বন্দীদের নিয়েই কারারক্ষীদের কাজ করতে হয়। জেলের ভেতরে থাকা বন্দীরা যেন কোনো ধরনের অপকর্মে লিপ্ত না হয়, এ বিষয়ে কারারক্ষীদের সব সময় খেয়াল রাখতে হয়। তাছাড়া বন্দীদের মধ্যে খাবার বিতরণ, বন্দীদের চিকিৎসা সহ তাদের নানাভাবে সহযোগিতা করেন কারারক্ষীরা। বন্দীদের করা ভুল সংশোধনের জন্য ভালো ব্যবহার ও শিক্ষামূলক তথ্য দিয়ে তাঁদের ভালো মানুষে পরিণত করাই কারারক্ষীদের কাজ।