চাকরির খবর

আনসার নিয়োগ বিজ্ঞপ্তি 2022

বাংলাদেশ আনসার  এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম অনুষঙ্গ সাধারণ আনসার । ৫৩২১৯ জন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম অনুষঙ্গ সাধারণ আনসার । ৫৩২১৯ জন প্রশিক্ষিত সাধারণ আনসার সদস্য বর্তমানে ৪৭৬১ টি সংস্থায় অঙ্গীভূত রয়েছেন । উক্ত সদস্যবৃন্দ বিমানবন্দর, সমুদ্রবন্দর, পাওয়ার ষ্টেশন এর মত গুরুত্বপূর্ণ কেপিআই, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মহানগরীতে ট্রাফিক কন্ট্রোল, নৌ ও অন্যান্য গণ-পরিবহন রেল ষ্টেশন এবং অন্যান্য সরকারী ও বেসরকারী স্থাপনার নিরাপত্তার বিধান করছেন। সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে আপনি হতে পারেন আনসার বাহিনীর একজন গর্বিত সদস্য।

শিক্ষাগত যােগ্যতা: ন্যূনতমJSc/সমমান পাশ।

শারীরিক যােগ্যতা:
উচ্চতা – সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি
বুকের মাপ – ৩০/৩২ ইঞ্চি
দৃষ্টি শক্তি – ৬/৬

বেতনঃ প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক সমতল এলাকায় ১৬,২০০ টাকা এবং পার্বত্য এলাকায় ১৭,৪০০ টাকা ভাতা প্রাপ্য হবেন ।

বয়সঃ বয়স ১৮ হতে ৩০ বছর। (২০/০২/২০২২ খ্রিষ্টাব্দে ন্যনতম বয়স ১৮ বছর এবং ২৮/০২/২০২২খ্রিষ্টাব্দে সর্বোচ্চ বয়স ৩০ বছর)

জাতীয়তাঃ
বাংলাদেশী

সুযােগ-সুবিধাঃ

  • প্রতি বছর দুটি উৎসব ভাতা প্রাপ্য হবেন ৯৭৫০/- টাকা ।
  • ০২ ইউনিট রেশন ভর্তুকি মূল্যে প্রদান করা হবে।
  • কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করলে পাঁচ লক্ষ টাকা এবং স্থায়ী পঙ্গুত্ববরণ করলে দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে ।

অনলাইনে আবেদনের নিয়মঃ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েব সাইট  এ সাধারণ আনসার (পুরুষ) মৌলিক প্রশিক্ষণের আবেদন লিংকে ক্লিক করে আবেদনপত্র পূরণ করে দাখিল করা যাবে।

আবেদন ফিঃ রেজিষ্ট্রেশন ফি বাবদ অফেরতযােগ্য ২০০ (দুইশত) টাকা অন – লাইনে প্রদর্শিত বিকাশ/রকেট/মােবিক্যাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে।টাকা জমাদানের শেষ সময় ২৮/০২/২০২২ খ্রিঃ সন্ধ্যা ০৬.০০ ঘটিকা পর্যন্ত।

আবেদনের সময়সীমাঃ ২০/০২/২০২২ খ্রিঃ রাত ১২ ঘটিকা হতে ২৮/০২/২০২২ খ্রিঃ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত ।

যাচাই-বাছাইয়ের সময় যে সকল প্রয়ােজনীয় কাগজপত্র নিয়ে আসতে হবেঃ

  1. সকল শিক্ষাগত যােগ্যতার মূল সনদপত্র
  2. জাতীয় পরিচয়পত্রের মূল (NID) কপি
  3. চারিত্রিক সনদপত্রের মূল কপি
  4. নাগরিকত্ব সনদপত্রের মূল কপি
  5. অন-লাইন রেজিষ্ট্রেশনের কনফারমেশন ডকুমেন্টের (প্রবেশপত্র) মূল কপি।
  6.  1 থেকে 5 পর্যন্ত সকল প্রথম শ্রেণির কর্মকর্তা  কর্তৃক সত্যায়িত ফটোকপি।
  7. প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্যতােলা ০৪ কপি পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবি
  8. প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম, পেন্সিল, স্কেল ও ক্লিপবাের্ড সঙ্গে আনতে হবে।

বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Deactive You Browser Adblocker (অনুগ্রহ করে আপনার ব্রাউজারের অ্যাডব্লক বন্ধ করুন)