বিভিন্ন পরীক্ষার সমাধান

বাংলাদেশ গ্যাস ফিল্ড সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পরীক্ষার সমাধান

পূর্ণমান: ৬০ | পরীক্ষার তারিখ: ০৮.১০.২০২১ | [বি: দ্র: টেকনিক্যাল প্রশ্ন (৩১-৬০) বাদ রেখে সমাধান দেওয়া হয়েছে|

Questions 1 to 5: For each question, select the word/ phrase that appropriately fills in the gap.

১.Few …… can cause shadows on economies and politicians like a rise in the ……. of fuel.

ক. event- prices
খ. trends – cost
গ. news – supply
ঘ. thing – demand

উত্তর: খ
২.People who delay retirement have ……… of developing Alzheimer’s disease or other types of dementia.
ক. low risk
খ. riskier
গ. less risk
ঘ. riskiness
ঙ. None
উত্তর: ঘ
৩…… with inexperienced climbers and ….. with waste. Mount Everest is in danger.
ক. Full – laden
খ. Visited – brimming
গ. Packed – cover |
ঘ. Overcrowded – polluted
ঙ. None
উত্তর: ঘ
৪. Without ….. a chemical analysis, it is hard to say ….. what is
about the food that caused the school children to fall ill
ক. doing – sure
খ. completion
গ. undertaking – verify
ঘ. performing – exactly
ঙ. None
উত্তর: ঘ .
৫.New research shows, walking may ease chronic low-back pain
just ……. physical therapy.
ক. as like
খ. swiftly
গ. as well as
ঘ. about the same
ঙ. None
উত্তর: ক ‘
৬.আদিষ্ট’ শব্দের বিপরীত কোনটি?
ক. হাজির
খ. নিষিদ্ধ।
গ. উদ্যত।
ঘ. অনাসক্ত
ঙ. কোনােটিই নয়
উত্তর: খ
৭. ‘পৃষ্ঠপ্রদর্শন’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
ক. চুরি করা।
খ. অবজ্ঞা করা।
গ. গর্ব করা
ঘ. পলায়ন করা
ঙ. কোনােটিই নয়
উত্তর: ঘ
৮.বাংলা ব্যঞ্জন বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি?
ক. ৫টি
খ. ৬টি
গ. ৭টি
ঘ. ৮টি
ঙ. কোনােটিই নয়
উত্তর: খ.
৯.নিচের কোন বানানটি শুদ্ধ?
ক. অনুষঙ্গিক।
খ. আনুষঙ্গিক
গ. আনুসঙ্গিক
ঘ. অনুসঙ্গিক
ঙ. কোনােটিই নয়
উত্তর: খ।
১০. ‘ইতর বিশেষ’ প্রবাদটির অর্থ কি?
ক. প্রভেদ করা
খ. দুষ্ট ব্যক্তি
গ. বিশিষ্ট ব্যক্তি
ঘ. চালক
ঙ. কোনােটিই নয়।
উত্তর: ক
১১. ক =২খ =৩গ এবং কখগ = ৩৬ হলে ক =?
ক. ২
খ. ২
গ. ৩
ঘ. ৬
ঙ. কোনটিই নয়
উত্তর: ঘ।
১২.৯, ১৪, ক ও খ এর গড় ১৭ হলে, (ক+৮) ও খ-৫) এর গড় কত?
ক. ৩৪
খ. ২৪
গ. ২১
ঘ. ১৪
ঙ. কোনটিই নয়
উত্তর: খ
১৩. পৃথিবীর বাইরে একটি গ্রহে যদি ১৫ দিনে ১মাস ও ৭ মাসে ১ বছর হয়, তাহলে ঐ গ্রহের ৮৪৫ দিন পেরােলে কত বছর হবে?
ক. ৭
খ. ৮
গ. ৮
ঘ. ৯
ঙ. কোনটিই নয়
উত্তর: খ
১৪.সুজন একা একটি কাজ ৪ ঘন্টায় ও বিজন ঐ কাজটি একা ৫ ঘন্টায় করতে পারে। দুজনে মিলে একসাথে শুরু করে ২ ঘন্টা কাজ করার পর সুজন চলে গেলে, বিজনের কাজটি শেষ করতে কত সময় লাগবে?
ক. ১ ঘন্টা
খ. ৪৫ মিনিট
গ. ৩০মিনিট
ঘ. ২০ মিনিট
ঙ. কোনটিই নয়।
উত্তর: গ |
১৫. একজন বিক্রেতা ৬৫ টাকায় একটি কলম বিক্রয় করে। এতে তার ক্রয়মূল্যের উপর ৩০%
লাভ হয়। যদি সে ক্রয়মূল্যের উপর ১০% মুনাফা অর্জন করতে চায় তাহলে বিক্রয়মূল্য কত টাকা হবে? ক. ৪৫
খ. ৫০
গ. ৫৫
ঘ. ৭০
ঙ. কোনটিই নয়
উত্তর: গ

২৪.বিশ্বের রাজধানী বলা হয় কোন নগরীকে?
ক. লন্ডন।
খ. প্যারিস
গ. সিডনি
ঘ. নিউইয়র্ক
ঙ. কোনটিই নয়
উত্তর: ঘ।
২৫. বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড কোন জেলায় অবস্থিত?
ক. পাবনা
খ. নীলফামারী
গ. নারায়ণগঞ্জ
ঘ. চট্টগ্রাম
ঙ. কোনটিই নয়
উত্তর: খ
২৬. নিচের কোনটি চতুর্থ শিল্প বিপ্লবের উদাহরণ নয়?
ক. জিন প্রকৌশল
খ. ভিডিও-কনফারেন্স
গ. কৃত্তিম বুদ্ধিমত্তা
ঘ. সবগুলােই উদাহরণ
ঙ. কোনটিই নয়
উত্তর: ঘ
২৭.রােহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘ কবে ‘জয়েন্ট রেসপন্স প্ল্যান’ শুরু করে?
ক. ১৯৯২
খ. ২০১২
গ. ২০১৮
ঘ. ২০২০
ঙ. কোনটিই নয়
উত্তর: গ
২৮. এম এস ওয়ার্ডে একটি ডকুমেন্টর শুরুতে যাওয়ার জন্য কীবাের্ডের কোন কী চাপতে হয়?
ক. Start
খ. Home
গ. Insert
ঘ. Tab
ঙ. কোনটিই নয়
উত্তর: খ
২৯. নিচের কোনটি ইন্টারনেটের সার্চ ইঞ্জিন নয়?
ক. Yahoo
খ. Google plus
গ. Bing
ঘ. MSN
ঙ. কোনটিই নয়
উত্তর: খ |
৩০. কৃত্রিম বুদ্ধিমত্তা কোন প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য
ক. ২য়
খ. ৩য়
গ. ৪র্থ
ঘ. ৫ম
ঙ. কোনটিই নয়
উত্তর: ঘ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Deactive You Browser Adblocker (অনুগ্রহ করে আপনার ব্রাউজারের অ্যাডব্লক বন্ধ করুন)