মৎস্য অধিদপ্তরের কর্মচারী নিয়োগ পরীক্ষার সমাধান
সময় : ৬০ মিনিট | পূর্ণমান : ৫০*২= ১০০
১.‘আমি যাবে তবে কাল যাবে’- এটি কি ধরনের বাক্য?
ক. যৌগিক বাক্য
খ. জটিল বাক্য
গ. মিশ্র বাক্য
ঘ. সরল বাক্য
উত্তর: ক
২. ‘সকল শিক্ষকগণ আজ উপস্থিত’-বাক্যটি কোন দোষে দুষ্ট?
ক. গুরুচন্ডালী দোষ।
খ. বিদেশি শব্দ দোষ
গ.দুর্বোধ্যতা দোষ
ঘ. বাহল্য দোষ
উত্তর: ঘ
৩. কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কোনটি?
ক. সােজন বাদিয়ার ঘাট
খ. গীতাঞ্জলী।
গ. ছায়ানট
ঘ. মেঘনাদ বধ
উত্তর: গ
৪.ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত?
ক. নরসিংদী
খ. নায়ায়ণগঞ্জ
গ. মুন্সিগঞ্জ
ঘ. মানিকগঞ্জ
উত্তর: ক
৫. ‘আশ্চর্য’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. আঃ +চর্য।
খ. আশ + চর্য
গ. আ + চর্য
ঘ. আহ্ + চর্য
উত্তর: গ
৬. ‘সমুদ্রে মাছ আছে এখানে সমুদ্রে কোন কারক?
ক. কর্মকারক
খ. করণকারক।
গ. অপাদান কারক
ঘ. অধিকরণ কারক
উত্তর: ঘ
৭.‘প্রস্তুত’ কোন পদের অন্তর্ভুক্ত?
ক. বিশেষ্য
খ. বিশেষণ
গ. সর্বনাম
ঘ. অব্যয়
উত্তর: খ
৮. ‘কোনটি খাটি বাংলা উপসর্গ?
ক. অব
খ. অভি
গ. ইতি
ঘ. পরি
উত্তর: গ
৯.সমাসের প্রক্রিয়ার সমাস নিষ্পতি পদটির নাম
ক. সমস্ত পদ।
খ. সমস্যমান পদ
গ. পূর্ব পদ
ঘ. উত্তর পদ
উত্তর: ক
১০. জঙ্গম-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. স্থাবর
খ. অরণ্য
গ. সমুদ্র
ঘ. পর্বত
উত্তর: ক
১১. চলিত শব্দ কোনটি?
ক. বললেন।
খ. বলিলেন
গ. বলিয়াছিলেন
ঘ. বলাইয়াছিলেন
উত্তর: ক
১২. ‘কুহক’ এর স্ত্রী বাচক শব্দ কোনটি?
ক. কুহকি ।
খ. কুহকী
গ. কুহকিনী।
ঘ. কুহকিনি
উত্তর: গ
১৩. কাক নিদ্রা শব্দটির অর্থ কি?
ক. অগভীর সতর্ক নিদ্রা
খ. কাকের নিদ্রার ন্যায়
গ. দুশ্চিন্তাগ্রস্থ নিদ্রা
ঘ. গভীর নিদ্রা
উত্তর: ক |
১৪. ‘কমা থাকলে বিরতিকালের পরিমাণ কত?
ক. ১ (এক) বলতে যে সময়ের প্রয়ােজন
খ. ১ (এক) বলার দ্বিগুণ সময়
গ. ১ (এক) সেকেন্ড।
ঘ. থামার প্রয়ােজন নেই।
উত্তর: ক
১৫. নিচের কোনটি শুদ্ধ?
ক. সৌজন্নতা।
খ. সৌজন্যতা
গ. সৌজন্ন।
ঘ. সৌজন্য
উত্তর: ঘ
১৬.. Maiden speech means
ক. Fast speech
খ. Early speech
গ. Speedy speech
ঘ. First speech
উত্তর: ঘ।
১৭. Who can do it? বাক্যটির passive form হবে?
ক. By home it can be done?
খ. By whom can it be done?
গ. By whom it can be done?
ঘ. By whom it could be done?
উত্তর: খ
১৮. Verb of ‘Number’ is
ক. number
খ. Enumerate
গ. numbering
ঘ. numerical
উত্তর: খ
১৯. Cricket enjoys a huge_in Bangladesh.
ক. Follow on
খ. Follow
গ. Fall out
ঘ. Following
উত্তর: ঘ।
২০.We ….. waiting for him until he comes back শূন্যস্থান পুরুন করুন।
ক. Shall be
খ. was
গ.is
ঘ. Shall have been
উত্তর: ক
২১.Present Indefinite Tense কোনটি?
ক. I am playing cricket
খ. I will play cricket
গ. He plays cricket
ঘ. Rahim played cricket
উত্তর: গ
২২. ‘De facto’ means
ক. As per rule
খ. In reality
গ. By rights
ঘ. Evidence
উত্তর: খ
২৩. I like I ……
ক. Sing
খ. Sang
গ. Could Sing
ঘ. খ ও গ উভয়
উত্তর: খ
২৪. Smoking is detrimental …….. health.
ক. for
খ. With
গ. To
ঘ. after
উত্তর: গ
২৫. Cuckoo এর Plural রূপ কোনটি?
ক. Cuckos
খ. Cuckoose
গ. Cuckese
ঘ. Cuckoos
উত্তর: ঘ।
২৬. কোনটি শুদ্ধ বানান?
ক. TRENSPARENCY
খ. TRANSPARENCY
গ. TRANSPERENCY
ঘ. TRANSPARENSY
উত্তর: খ
২৭. Abortive এর Synonym নয় কোনটি?
ক. Supportive
খ. Futile supportive
গ. Vain
ঘ. Unsuccessful
উত্তর: ঘ
২৮. He was ….. honorary Magistrate.
ক. a
খ. an
গ. the
ঘ. one
উত্তর: খ
২৯. Who wrote ‘Beauty is truth, truth beauty’?
ক. Shakespeare
খ. Wordsworth
গ. Keats
ঘ. Eliot
উত্তর: গ
৩০. কোনটি comparative form of adjective?
ক. Best
খ. Worst
গ. Bad
ঘ. Worse
উত্তর: ঘ।
৩১. নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
ক. ৪৩
খ. ৩১
গ. ৫৭
ঘ. ৬১
উত্তর: গ
৩২.১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
উত্তর: খ
৩৩. গ.সা.গু. এর পূর্ণরূপ কোনটি?
ক. গরিষ্ট সাধারণ গুণিতক।
খ. গরিষ্ট স্বাভাবিক গুণনীয়ক
গ. গরিষ্ট সাধারণ গুণনীয়ক।
ঘ. গরিষ্ট স্বাভাবিক গুণিতক
উত্তর: গ |
৩৪. আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কোনটি?
ক. দৈর্ঘ্য x প্রস্থ।
খ. ১/২ x দৈর্ঘ্য x প্রস্থ
গ. ২ (দৈর্ঘ্য + প্রস্থ)।
ঘ. ১/২ (দৈর্ঘ্য + প্রস্থ)
উত্তর: ক |
৩৫. কোনাে বৃত্তে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ
ক. ৪৫° কোণ।
খ. ৯০° কোণ
গ. দুই সমকোণ
ঘ. সরলকোণ
উত্তর: খ
৩৬. ৬০° এর পূরক কোণ কোনটি?
ক. ১২০°
খ. ৩০০°
গ. ৩০°
ঘ. ২১০°
উত্তর: গ
৩৭.রেখার বৈশিষ্ট্য কোনটি?
ক. কেবল দৈৰ্ঘ আছে
খ. দৈর্ঘ্য ও প্রস্থ আছে
গ. দৈর্ঘ্য ও প্রান্ত বিন্দু আছে
ঘ. ক ও গ উভয়ই
উত্তর: ক
৩৮. কোন শর্তে a° =1 হয়?
ক. a = 0
খ. a + 0
গ. a > 0.
ঘ. a + 1
উত্তর: খ
৩৯. চলক এর বৈশিষ্ট্য কোনটি?
ক. মান নির্দিষ্ট
খ. প্রতীক ব্যবহার করা যায় না।
গ. মান নির্দিষ্ট নয়।
ঘ. খ ও গ উভয়ই।
উত্তর: গ
৪০. তিনটি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে?
ক. ৫
খ. ৬
গ. ৭
ঘ. ১১
উত্তর: খ
.৪১. অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের ইংরেজি অনুবাদক কে?
ক. প্রফেসর সালাহউদ্দীন আহমদ
খ. প্রফেসর শামসুল হুদা
গ. প্রফেসর ফকরুল আলম
ঘ. প্রফেসর এম এন সিদ্দীক
উত্তর: গ
৪২. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. তাজউদ্দীন আহমদ
ঘ. ক্যাপ্টেন মনসুর আলী
উত্তর: ক
৪৩. নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কি.মি.?
ক. ৪.৮৫
খ. ৬.১৫
গ. ৫.১৫
ঘ. ৫.৮৫
উত্তর: খ
৪৪. কোনটি অপারেটিং সিস্টেম নয়?
ক. MS Word
খ. DOS
গ. CP/M
ঘ. XENIX
উত্তর: ক
৪৫. কোনটি Input Device
ক. OMR
খ. COM
গ. Plotter
ঘ. Monitor
উত্তর: ক
৪৬. SDG -এর goal কয়টি?
ক. ১৭টি
খ. ৮টি
গ. ১০৫টি
ঘ. ১১৭টি
উত্তর: ক
৪৭.মাদার তেরেসা কর্তৃক প্রতিষ্ঠিত সেবা প্রতিষ্ঠান কোনটি?
ক. হৃদয়ে মানবিকতা
খ. নির্মল হৃদয়
গ. শুদ্ধতা
ঘ. জয়িতা
উত্তর: খ
৪৮. ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘােষিত হয়
ক. ১৭ নভেম্বর, ১৯৯৯
খ. ১৭ ডিসেম্বর, ১৯৯৯
গ. ২১ ফেব্রুয়ারি, ১৯৯৯
ঘ. ১৭ নভেম্বর, ১৯৯৭
উত্তর: ক
৪৯. ৭ই মার্চের ভাষণের স্থায়ীত্বকাল
ক. ১৭ মিনিট
খ. ১৮ মিনিট
গ. ১৯ মিনিট
ঘ. ২০ মিনিট
উত্তর: গ
৫০. ঐতিহাসিক ছয় দফা কোথায় উত্থাপন করা হয়
ক. করাচি
খ. লাহাের
গ. ইসলামাবাদ
ঘ. সােহরাওয়ার্দী উদ্যান, ঢাকা।
উত্তর: খ