চাকরিচাকরির খবর

বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি নিয়োগ ২০২৩

বিমান বাহিনী নিয়োগ  ২০২৩/২০২২ সার্কুলার প্রকাশ করছে। বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি (এয়ার) নিয়ােগ চলছে (মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারি)।

১। পদের নামঃ এমওডিসি (এয়ার)।

শিক্ষাগত যােগ্যতাঃ এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.০০ (উভয় ট্রেড এর জন্য)।

বয়সঃ ১৬ হতে ২১ বৎসর (০২ এপ্রিল ২০২৩ তারিখে) বয়সের ক্ষেত্রে (এফিডেভিট ) গ্রহণযােগ্য নয়।

বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত।

বেতনঃ প্রশিক্ষণকালীন মাসিক বেতন ৮,৮০০/=৳ প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আর্কষনীয় বেতন ও ভাতাদি।

সকল শাখার জন্যঃ শারীরিক যােগ্যতা (ন্যুনতম)
ক। উচ্চতা : কমপক্ষে ৫-৮(১৭২.৭২ সেমি)।
খ। ওজন : বয়স ও উচ্চতা অনুযায়ী।
গ। বুকের মাপ : স্বাভাবিক ৭৬ সেঃ মিঃ (৩০”)
প্রসারণঃ ন্যূনতম ২ ইঞ্চি।
ঘ। চোখঃ ৬/৬ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন (বর্ণান্ধ গ্রহণযােগ্য নয়)।

পরীক্ষার বিষয়ঃ বাংলা ও ইংরেজি লিখিত পরীক্ষা (এসএসসি সমমানের), ডাক্তারী পরীক্ষা ও মৌখিক পরীক্ষা।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীগণ https://joinairforce.baf.mil.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন ফিঃ ১৫০/- (একশত পঞ্চাশ টাকা) টাকা নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে  জমা দিতে হবে।

আবেদনের সময়সীমাঃ  Online আবেদন পত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ২৪ নভেম্বর  ২০২২ থেকে ৩ ডিসেম্বর ২০২২।

চাকরির বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Deactive You Browser Adblocker (অনুগ্রহ করে আপনার ব্রাউজারের অ্যাডব্লক বন্ধ করুন)