বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কিত তথ্য
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৩
বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কিত তথ্য যা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।
১. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়” প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ২ জানুয়ারি, ২০০৩ সালে।
২. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়” এর বর্তমান মন্ত্রী কে?
উত্তর: জনাব মোঃ জাকির হোসেন এমপি
৩. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়” এর বর্তমান সচিব কে?
উত্তর : জনাব ফরিদ আহাম্মদ।
৪. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর” প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর : ১৯৮১ সালে।
৫. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর” এর বর্তমান মহাপরিচালক কে?
উত্তর : শাহ রেজওয়ান হায়াত।
৬. উপ-আনুষ্ঠানিক শিক্ষা (বয়স্ক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষা) ব্যুরো প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৪ এপ্রিল, ২০০৫ সালে।
৭. প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য কয়টি?
উত্তর: ১৩ টি ।
৮. প্রাথমিক শিক্ষার প্রান্তিক যোগ্যতা কয়টি?
উত্তর : ২৯ টি ।
৯. বাংলাদেশে “বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন” পাশ হয়?
উত্তর : ১৯৯০ সালে।
১০. বাংলাদেশে প্রথম “বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা” কখন থেকে চালু হয়?
উত্তর: ১ জানুয়ারি, ১৯৯২ সালে। (পরীক্ষামূলকভাবে ৬৮ টি উপজেলায়)।
১১. বাংলাদেশে দেশব্যাপী “বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা” কখন থেকে চালু হয়?
উত্তর: ১ জানুয়ারি, ১৯৯৩ সালে ।
১২. শিশুর সহায়তা হট লাইন নম্বরটি কত?
উত্তর: ১০৯৮।
১৩. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার
নির্দেশনা প্রদান করেন?
উত্তর : ২০০৯ সালে।
১৪. বাংলাদেশে কত সালে (১ম-১০ম) শ্রেণি পর্যন্ত বিনামূল্যে শতভাগ নতুন বই বিতরণ কর্মসূচি চালু করা হয়?
উত্তর: ১ জানুয়ারি, ২০১০ সালে।
১৫. বাংলাদেশে “জাতীয় বই দিবস” কবে ?
উত্তর : ১ জানুয়ারি।
১৬. বাংলাদেশে “জাতীয় শিক্ষক দিবস” কবে?
উত্তর: ১৯ জানুয়ারি।
১৭. বিশ্ব শিক্ষক দিবস” কবে?
উত্তর: ৫ অক্টোবর।
১৮. বাংলাদেশে প্রাক-প্রাথমিক শিক্ষার বয়সসীমা কত?
উত্তর : ৩-৫ + বছর।
১৯. বাংলাদেশে প্রাথমিক শিক্ষার বয়সসীমা কত?
উত্তর : ৬-১০ + বছর।
২০. বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ভর্তির হার?
উত্তর : ৯৭.৮১%
২১. ১৯৭৩ সালে কয়টি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়?
উত্তর : ৩৬,১৬৫ টি ।
২২. বর্তমানে বাংলাদেশে মোট কতটি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে?
উত্তর ঃ ৬৫,৬৫৫ টি।
২৩. বর্তমানে বাংলাদেশে মোট কতটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে?
উত্তর: ১,৩৩,০০২ টি।
২৪. ২৬,১৯৩ টি বেসরকারী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয় কবে ?
উত্তর : ২০১৩ সালে ।
২৫. বর্তমানে কততম প্ৰাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী (Primary Education Development Program
– PEDP) চলছে?
উত্তর : PEDP – 4
২৬. PEDP – 4 এর মেয়াদ কত সাল পর্যন্ত?
উত্তর : ১ জুলাই, ২০১৮ ইং হতে – ৩০ জুন, ২০২৩ সাল পর্যন্ত।
২৭. সৃজনশীল শিক্ষা পদ্ধতির জনক কে?
উত্তর: যুক্তরাষ্ট্রের নাগরিক – বেঞ্জামিন স্যামুয়েল ব্লুম ৷
২৮. অন্ধদের জন্য ব্রেইলি শিক্ষা পদ্ধতির জনক কে?
উত্তর : ফ্রান্সের নাগরিক – লুই ব্রেল।
২৯. আধুনিক শিক্ষার জনক বলা হয় কাকে ?
উত্তর: গ্রিক দার্শনিক সক্রেটিসকে।
৩০. সি-ইন-এড” কী? (Certificate in Education)।
উত্তর: প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য ১ বছর মেয়াদী প্রশিক্ষণ ।
৩১. DPED (Diploma in Primary Education) কী?
উত্তর: প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য ১৮ মাস মেয়াদী প্রশিক্ষণ ।
৩২. বাংলাদেশে কতটি PTI (Primary Teachers Training Institute) রয়েছে?
উত্তর: ৬৮ টি, সরকারী – ৬৭ টি, বেসরকারি ১ টি – হাজী কাসেম আলী PTI মুক্তাগাছা, ময়মনসিংহ ।
৩৩. PTI প্রধান কে কী বলে?
উত্তর ঃ সুপাররিনটেনডেন্ট।
৩৪. বাংলাদেশে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে “শিক্ষা উপবৃত্তি প্রকল্প” চালু হয় কবে?
উত্তর: ২৮ সেপ্টেম্বর, ২০০২ সালে। (বর্তমানে উপবৃত্তি পাচ্ছে – ১.৪ কোটি শিক্ষার্থী ।
৩৫. প্রাথমিক সমাপনী পরীক্ষা” চালু হয় কবে?
উত্তর : ২০০৯ সালে।
৩৬. বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়ে পড়ার হার কত?
উত্তর: ১৭.২%।
৩৭. সর্বশেষ “জাতীয় শিশু নীতিমালা” কবে প্রণয়ন করা হয়?
উত্তর: ২০১১ সালে ।
৩৮. বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে “সবার জন্য ” শিক্ষার কথা বলা হয়েছে?
উত্তর: ১৫ নং ।
৩৯. বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে “অবৈতনিক ও বাধ্যতামূলক” শিক্ষার কথা বলা হয়েছে?
উত্তর: ১৭ নং ।
৪০. বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে “শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে বৈষম্য না করা ” কথা বলা
হয়েছে?
উত্তর : ২৮ (৩) নং ।
৪১. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এর কত নং অনুচ্ছেদে প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে?
উত্তর : অভিষ্ট – ৪।
৪২ . কোন দেশের প্রাথমিক শিক্ষা সবচেয়ে উন্নত?
উত্তর : ফিনল্যান্ড ।
৪৩. কিন্ডারগার্টেন শব্দের অর্থ কি?
উত্তর: কিন্ডারগার্টেন একটি জার্মান ভাষা, যার অর্থ শিশুদের বাগান ৷
৪৪. কিন্ডারগার্টেন” শিক্ষা পদ্ধতির জনক কে?
উত্তর: জার্মনির নাগরিক – ফ্রেডরিখ ফ্ৰোয়েবল ।
৪৫. আনন্দ স্কুল কি?
উত্তর: দাতাদের অর্থায়নে শ্রমজীবী শিশুদের জন্য একজন শিক্ষক দিয়ে পরিচালিত প্রাথমিক বিদ্যালয়।
৪৬. প্রতিবছর “জাতীয় শিক্ষক” দিবস পালিত হয় কবে?
উত্তর : ১৯ জানুয়ারি। (তবে আন্তর্জাতিক শিক্ষক দিবস : ৫ অক্টোবর)।
৪৭. বাংলাদেশে প্রথম জাতীয় শিক্ষা কমিশন গঠিত হয় কবে?
উত্তর: ২৬ জুলাই, ১৯৭২ সালে। কমিশন ১৯৭৪ সালে সরকারের নিকট “ড. কুদরাত-এ-খুদা শিক্ষা
কমিশন রিপোর্ট” নামে প্রতিবেদন পেশ করে। (১৯৯৭ সালে শামসুল হক শিক্ষা কমিশন, ২০১০ সালে কবির
চৌধুরী শিক্ষা কমিশন ।
৪৮. শিক্ষা বলতে কি বুঝায়?
উত্তর : সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনই হলো শিক্ষা ।
৪৯. শিক্ষা শব্দের ইংরেজি প্রতি শব্দ কি?
উত্তর : Education. এটি এসছে ল্যাটিন শব্দ থেকে।
৫০. উন্নত প্ৰথায় শিক্ষা দেওয়া বলতে কি বোঝায়?
উত্তর : ক্লাসে প্রশ্ন করা ও পরীক্ষা নেওয়া।
৫১. শিশুদের পাঠদানের জন্য সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কোনটি ?
উত্তর: পাঠ্যপুস্তক ।
৫২. একজন ভাল শিক্ষকের কিকি যোগ্যতা ও দক্ষতা থাকা দরকার?
উত্তর: শিক্ষার প্রতি আগ্রহ, পড়ানো, সঠিক পরিচালনা ও গাইড করা, বিষয়ের প্রতি শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ ।
৫৩. শিক্ষক সবচেয়ে বেশি শিখতে পারে কার কাছ থেকে?
উত্তর: বই ।
৫৪. শিক্ষক হয়ে আপনি কিভাবে একজন দুর্বল ছাত্রকে সংশোধন করবেন?
উত্তর: ছাত্রটির মানসিক অবস্থা বুঝে, তার আগ্রহের বিষয় থেকে তাকে মূলস্রোতের আগ্রহে ফিরে আনা ।
৫৫. প্রাথমিক শিক্ষার গুণমান উন্নয়নে কোনটির ভূমিকা সবচেয়ে বেশি?
উত্তর : প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক ।
৫৬.সর্বজনীন প্রাথমিক শিক্ষা বলতে কি বুঝায়?
উত্তর: সকলের জন্য প্রাথমিক শিক্ষা ।
৫৭. বর্তমানে বাংলাদেশে শিক্ষার স্তর কয়টি ও কি কি?
উত্তর : ৪টি, (১). প্রাথমিক স্তর (২). মাধ্যমিক স্তর (৩). উচ্চমাধ্যমিক স্তর (৪). উচ্চতর স্তর ।