বিষয় ভিত্তিক প্রশ্ন

করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্নোত্তর

যেকোন চাকরির পরীক্ষায় করোনা ভাইরাস সম্পর্কিত প্রশ্ন আসতেই পারে।চাকরির পরীক্ষায় করোনা ভাইরাস নিয়ে আসা বিভিন্ন  প্রশ্ন এবং তার উওর দেখে নিন।

১.কোভিড-১৯ একটি -( নার্সিং অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স: ২১)

 ক. RNA Virus 

খ. DNA Virus 

গ. ব্যাকটেরিয়া 

ঘ, ছত্রাক

উত্তর: ক

২.কোভিড-১৯ যে ধরণের ভাইরাস – (৪৩তম বিসিএস) 

ক. RNA 

খ. DNA 

গ. mRNA 

ঘ. DNA+RNA

উত্তর: ক 

৩.কোন দেশ থেকে করােনা ভাইরাসের উৎপত্তি হয়?/ করােনা ভাইরাস রােগের প্রাদুর্ভাব প্রথম কোন দেশে দেখা দেয়? (বস্ত্র ও পাট মন্ত্রণালয় জুনিয়র ইন্সট্রাক্টর: ২০)

 ক. ইতালি 

খ. দক্ষিণ কোরিয়া

 গ. চীন

ঘ, জাপান

উত্তর: গ 

৪.চীনের কোন প্রদেশে প্রথম করােনা ভাইরাস দেখা যায়?( দুদকের উপ-সহকারী পরিচালক: ২০)

 ক. উহান 

খ. উনবেন

 গ. সাংহাই

 ঘ. হুবেই

উত্তর: ঘ 

৬.২০২০ সালের জানুয়ারিতে চীনের কোন শহরে করােনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়? (সাউথইস্ট ব্যাংকের প্রবেশনারী অফিসার: ২০)

ক. হুবেই

 খ. উহান

 গ. বেইজিং 

ঘ. সাংহাই।

উত্তর: খ 

৭.করােনা ভাইরাসকে আন্তর্জাতিকভাবে কী নামে আখ্যায়িত করা হয়েছে? পিরিবেশ (অধিদপ্তরের কম্পিউটার অপারেটর: ২০) 

ক. COVID-19 

খ. NOVEL 

গ. CORONA-19 

ঘ. NOVEL-19

উত্তর: ক 

৮.করােনা ভাইরাস নিয়ে তথ্য গােপন করার অভিযােগ এনে যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্য চীনের বিরুদ্ধে মামলা করেছে? (সােনালী ব্যাংকের অফিসার: ২০)

ক. মিজৌরি 

খ. নিউইয়র্ক 

গ. ক্যালিফোর্নিয়া

 ঘ. আলাস্কা

উত্তর: ক 

৯.জাতিসংঘের কোন সংস্থাটি করােনা ভাইরাসকে ‘Pandemic’ ঘােষণা করে? (৪১তম বিসিএস)

ক. ECOSOC 

খ. FA0 

গ. HRC 

ঘ. WHO

উত্তর: ঘ 

১০.বাংলাদেশে প্রথম কত তারিখে করােনা রােগী সনাক্ত হয়? (সােনালী ব্যাংকের অফিসার (আইটি): ২০) 

ক. ৩ মার্চ, ২০২০ 

খ. ৮ মার্চ, ২০২০

 গ. ২ এপ্রিল, ২০২০ 

ঘ. ৮ এপ্রিল, ২০২০

উত্তর: খ 

১১.পালস অক্সিমিটারের কাজ কী? (ঢাবি: ২০-২১) 

ক. রক্তে অক্সিজেনের মাত্রা যাচাই

খ. রক্তে শর্করার মাত্রা যাচাই 

গ. বাতাসে অক্সিজেনের মাত্রা যাচাই 

ঘ. পানিতে অক্সিজেনের মাত্রা যাচাই

উত্তর: ক 

১২..বাংলাদেশে এখন পর্যন্ত কতটি করােনা ভ্যাক্সিনের টিকার অনুমােদন দেওয়া হয়? (বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কম্পিউটার অপারেটর: ২১)

 ক. ৪

খ.২

গ.৩

ঘ, ৭

উত্তর: ঘ 

১৩.করােনা ভাইরাসের বিরুদ্ধে বিশ্বের কোন দেশ প্রথম প্রাণীর জন্য ভ্যাকসিন প্রবর্তন করে? (বিসিকের প্রমােশন অফিসার: ২১)

ক. চীন। 

খ. রাশিয়া ।

 গ. মার্কিন যুক্তরাষ্ট্র 

ঘ. ইসরায়েল

উত্তর: খ 

১৪.কার নেতৃত্বে অক্সফোর্ড অ্যাস্ট্রেজেনেকার টিকা আবিষ্কার করা হয়? [ঢাবি: ২০-২১)

 ক. অয়লেম টুরেসি 

খ. সারাহ গিলবার্ট 

গ. হ্যামিলটন বিনেট

 ঘ.আদর পুনেওয়াল।

উত্তর: খ 

১৫করােনার টিকা উৎপাদনকারী ‘অক্সফোর্ড অ্যাস্ট্রেজেনেকা’ কোন দেশের প্রতিষ্ঠান? (অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অফিস সহায়ক: ২১)। 

ক. ইংল্যান্ড | 

যুক্তরাজ্য 

খ. ভারত

গ, জার্মানি 

ঘ. যুক্তরাষ্ট্র

উত্তর: ক

১৬. কোভিড়-১৯ এর অক্সফোর্ড অ্যাস্ট্রেজেনেকার টিকা সর্বপ্রথম কোন দেশ ব্যবহারের অনুমতি প্রদান করে? (এনএসআই’র ওয়াচার কনস্টেবল: ২১) 

ক. ইংল্যান্ড, যুক্তরাজ্য 

খ. ভারত

গ. জার্মানি 

ঘ. যুক্তরাষ্ট্র

উত্তর: ক 

১৭.রাশিয়া কর্তৃক উদ্ভাবিত করােনার ভ্যাকসিনের নাম কী? (বাংলাদেশ গ্যাস ফিল্ডের সহকারী ব্যবস্থাপক: ২১) 

ক. সিনােভাক 

খ. কোভিশিল্ড

 গ. শুটনিক-ভি 

ঘ. ভস্টক

উত্তর: গ 

১৮.করােনার ভ্যাক্সিন প্রস্তুতকারক ‘সিনােভ্যাক বায়ােটেক’ কোন দেশের প্রতিষ্ঠান? (বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এস্টিমেটর: ২০)

 ক. চীন

 খ. রাশিয়া 

গ. যুক্তরাজ্য

 ঘ. যুক্তরাষ্ট্র

উত্তর: ক

১৯. করােনা ভাইরাস প্রতিরােধে কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ৫০০ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেয়? (জীবন বীমা কর্পোরেশনের কম্পিউটার অপারেটর:২০)

ক. চীন

 খ. যুক্তরাষ্ট্র 

গ. রাশিয়া 

ঘ. সৌদিআরব

উত্তর: খ 

২০.করােনা প্রতিরােধে প্রথম ট্যাবলেট ‘মলনুপিরাভির’ এর প্রস্তুতকারক কে? (নার্সিং অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স: ২১)

 ক. যুক্তরাষ্ট্র 

খ. চীন 

গ. যুক্তরাজ্য 

ঘ, রাশিয়া।

উত্তর: ক 

২১.বাংলাদেশে কোভিড-১৯ টিকা কার্যক্রম ব্যবস্থাপনার ওয়েবসাইট বা অ্যাপ কোনটি? / কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি বিভাগের প্রস্তুতকৃত অ্যাপের নাম কী? (বিসিকের সহকারী ব্যবস্থাপক: ২১)

 ক, সুরক্ষা 

খ. বঙ্গভ্যাক্স

গ. কোভিড় 

ঘ. সেবা

উত্তর: ক 

২২.কুর্মিটোলা হাসপাতালে রুনু ভেরােনিকা কস্তাকে টিকা প্রদানের মাধ্যমে কোন তারিখে বাংলাদেশে কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়? (নার্সিং অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স: ২১) 

ক. ২০/০১/ ২০২১ 

খ. ২২/০৭/ ২০২১ 

গ. ২৫/০১/২০২১ 

ঘ. ২৭/০১/ ২০২১ 

উত্তর: ঘ

২৩.বাংলাদেশে কোভিড-১৯ এর ভ্যাক্সিন প্রথম ব্যবহৃত হয়েছে – [৪৩তম বিসিএস)

ক. ফাইজারের বায়ােএনটেক

খ. সিনােভ্যাকের করােনাভ্যাক 

গ. অক্সফোর্ড অ্যাস্ট্রেজেনেকার কোভিশিল্ড 

ঘ. জনসন অ্যান্ড জনসনের জনসেন।

উত্তর: গ 

২৪.কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদনে সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়?(৪৩তম বিসিএস) 

ক. বেক্সিমকো 

খ. স্কয়ার

গ. ইনসেপটা

ঘ. একমি।

উত্তর: গ 

২৫.আইসিইউ এর পূর্ণরূপ কী? (ঢাবি: ২০-২১)।

 ক. ইনটেনসিভ কেয়ার ইউনিট

 খ. ইনটেনসিভ করােনা ইউনিট 

গ. ইম্পালসিভ কেয়ার ইউনিট 

ঘ. ইনটেনসিভ ক্যান্সার ইউনিট 

উত্তর: ক 

২৬.করােনা ভাইরাসে পৃথিবীতে এখন পর্যন্ত আনুমানিক কত লােক মারা গিয়েছে? (এনএসআই’র অফিস সহায়ক: ২১) 

ক. ১ মিলিয়ন

 খ. ২ মিলিয়ন 

গ. ২.৫ মিলিয়ন 

ঘ.২.৭ মিলিয়ন

উত্তর: ঘ 

২৭.কবে বাংলাদেশে করােনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কোন ব্যক্তি মারা যায়? (বিবিএস’র পরিসংখ্যান সহকারী: ২১)। 

ক. ১৮ মার্চ, ২০২০ 

খ. ২৮ মার্চ, ২০২০ 

গ. ১৮ এপ্রিল, ২০২০ 

ঘ, ২৮ এপ্রিল, ২০২০

 উত্তর: ক 

২৮.বাংলাদেশ কোন বয়স গ্রুপের শিক্ষার্থীদের করােনা টিকাদান শুরু হয়েছে? (বিবিএস’র পরিসংখ্যান সহকারী: ২১)।

 ক. ১২ – ১৭ বছর 

খ. ১২ – ১৮ বছর 

গ. ১১ – ১৬ বছর

ঘ, ১১-১৮ বছর

উত্তর: ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Deactive You Browser Adblocker (অনুগ্রহ করে আপনার ব্রাউজারের অ্যাডব্লক বন্ধ করুন)