বিভিন্ন পরীক্ষার সমাধান

সমাজসেবা ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার সমাধান

সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়ােগ ২০১৬

সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়ােগ ২০১৬ পরীক্ষা । তারিখঃ ২০.০৫.২০১৬ । সময় :১ ঘন্টা , পূর্ণমান: ৭০ [মােট প্রশ্ন (একশত) টি। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১(এক) নম্বর পাবেন, তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫ (শূন্য দশমিক পাঁচ) নম্বর কাটা যাবে ]

১. বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা?
ক. উড়িষা।
খ. তামিল
গ. নাগপুর
ঘ. মিজোরাম
উত্তরঃ ক
ব্যাখ্যাঃ বাংলাদেশ ছাড়া উড়িষ্যা অঞ্চলের মানুষের ভাষা বাংলা। উড়িষ্যা ছাড়াও পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বিহার ও আসামের কয়েকটি অঞ্চলের মানুষের ভাষা বাংলা।

২. তারিখ শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে?
ক. ফরাসি
খ. আরবি
গ. তুর্কি
ঘ. পর্তুগিজ
উত্তরঃ খ
ব্যাখ্যাঃ তারিখ” শব্দটি আরবি ভাষা থেকে বাংলায় এসেছে। গােসল। ফরাসি শব্দ হলাে- কর্তুজ কুপন, ডিপাে, মাদাম, রেস্তোরা। তুর্কি শব্দ হলাে-চাকর, চাকু, দারােগ। পর্তুগিজ শব্দ হলাে- আনারস, আলপিন, আলমার, চাবি, পাউরুটি।

৩. রিক্সা কোন ভাষার শব্দ?
ক, গুজরাটি
খ. পাঞ্জাবি
গ. তুর্কি
ঘ. জাপানি
উত্তরঃ ঘ
ব্যাখ্যাঃ বিদেশ থেকে আগত শব্দ বিদেশি শব্দ নামে পরিচিত: আরবি, ফারসি, ইংরেজি, ফরাসি, পর্তুগিজ, ওলন্দাজ, তুর্কি: চীনা। জাপানি কিছু শব্দ আজ বাংলা শব্দ হিসেবে পরিচিত। গুজরাটি শব্দ – খন্দর, হরতাল। তুর্কি শব্দ- চাকরী, চাকু, তােপ, দারােগা।

৪. প্রচলিত বিদেশি শব্দের ভাবানুমূলক প্রতিশব্দকে কী বলে?
ক. অপিনিহিতি।
খ. পারিভাষিক শব্দ।
গ. রূঢ়ি শব্দ।
ঘ. তৎসম শব্দ
উত্তরঃ খ
ব্যাখ্যাঃ উস, অর্থ গঠন অনুসারে বিভিন্ন শব্দ এসে বাংলা: শব্দ ভান্ডারকে সমৃদ্ধ করেছে। বাংলা ভাষায় প্রচলিত শব্দ বলে। উৎসগতভাবেই পারিভাষিক শব্দ এসেছে। অপিনিহিতিড় এটি ধ্বনির পরিবর্তনের একটি পর্যায়। শব্দের মাঝে ই” বা উ” ধ্বনির আগমনকে অপিনিহিতি: বলে। যেমন, আজ > আইজ, চাল > চাউল। রূঢ় শব্দ- অর্থ অনুসারে শব্দ তিন প্রকার। রূঢ়া তাদের। = মধ্যে একটি। যে শব্দ প্রত্যয় বা উপসর্গযােগে মূল শব্দের। অর্থের অনুগামী না হয়ে অন্য কোনাে বিশিষ্ট অর্থপ্রকাশ করে। তাকে রূঢ় শব্দ বলে। যেমন: হস্তী > হস্ত অর্থাৎ হাত আছে। যার- এমন অর্থের অনুগামী না হয়ে হস্তী” অর্থ হয়েছে হাতি।। তত্সম শব্দযেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত। অবস্থায় বাংলা ভাষায় এসেছে তাদের তৎসম শব্দ বলে।। যেমন: চন্দ্র, সূৰ্য্য, ধর্ম, পত্র, মনুষ্য ইত্যাদি।

৫. বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?
ক. ১১ টি
খ. ২৫টি
গ, ৪০টি
ঘ. ৫০টি
উত্তরঃ খ

ব্যাখ্যাঃ স্বর উচ্চারণে যেসব ধ্বনি রয়েছে তাদের স্বরধ্বনি বলে। মৌলিক স্বরধ্বনি হলাে ৭টি। যেমন : অ, আ , অ্যা, ই, উ, এ, ও । বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা ২৫টি। যেমন : আই, আউ, আয়, আও, ইই, ইউ, ইও, উই, এআ, এই এও, ওও ইত্যাদি। কিন্তু “ঐ, ঔ” দুটি স্বরধ্বনি রয়েছে। বাংলা বর্ণমালায় ১১টি। স্বরবর্ণ রয়েছে। বাংলা বর্ণমালায় মােট বর্ণসংখ্যা ৫০টি ।

৬.ব্রহ্মপুত্র শব্দের “হ্ম” যুক্ত বর্ণটি কোন কোন বর্ণের সংযুক্ত রূপ?
ক. ম + হ
খ. হ্ + ম
গ. কৃ + ষ
ঘ. ষ + ণ
উত্তরঃ খ
ব্যাখ্যাঃবর্ণের হস্য উচ্চারণের জন্য যুক্তবর্ণ অনুসরণ করা হয়। গ্ৰহ্মপুত্ৰ” শব্দের হ্ম যুক্তবর্ণটি হ+ ম’বর্ণদ্বয়ের সংযুক্ত রূপ।

৭. উপরিউক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি?
ক. উপরিউক্ত
খ. উপর্যপরি
গ. উপযুক্ত
ঘ. উপরােক্ত
উত্তরঃ গ
ব্যাখ্যাঃ উপরিউক্ত” সন্ধিবদ্ধ (সংস্কৃত) করলে সন্ধিজাত শব্দ হয়। উপযুক্ত (উপর + উক্ত)। উপরিউক্ত শব্দটি শুদ্ধ ? !! তবে সন্ধিবদ্ধ নয়। উপর্যপরি শব্দের শুদ্ধ শব্দ উপর্যপরি। উপরােক্ত শব্দ ভুল তবে বহুল প্রচলিত।

৮. নিচের কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ?
ক. মনমরা
খ. মনগড়া
গ. মনমাঝি
ঘ. পরাণপ্রিয়
উত্তরঃ গ
ব্যাখ্যাঃ বিশেষ্য ও বিশেষণ পদের মিলনে পরস্পরের অর্থ- |- প্রধানরূপে প্রতীয়মান হলে কর্মধারয় সমাস হয়। আর ঐ= উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্ন কল্পনা করে যে সমাস। তি হয় তাকে রূপক কর্মধারয় সমাস বলে। যেমন: মনমাঝি: মন রূপ মাঝি। মনে করা = ৭মী তৎপুরুষ সমাস। মনগড়া-মন দ্বারা দিয়ে গড়া = তৃতীয়া তৎপুরুষ; পরাণপ্রিয়- পরান থেকে প্রিয় = পঞ্চমী-তৎপুরুষ সমাস)

৯. আছাে তুমি জগৎ মাঝারে এখানে মাঝারে’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত?
ক. বাইরে
খ. ব্যাপ্তি
গ. মধ্যে
উত্তরঃ খ
ব্যাখ্যাঃ ফেসব অব্যয় শব্দ কখনাে স্বাধীন পদ রূপে আবার অর্থপ্রকাশে সাহায্য করে তাদের অনুসর্গ বলে। মাঝরে- একটি অনুসর্গ আছ তুমি জগৎ মাঝােরে’ ) এখানে মােবাত্তে শব্দটি ব্যাপ্তি অর্থে ব্যবহৃত হয়েছে। মধ্যে অর্থে-সীমার মাঝে অসীম তুমি। সঙ্গে অর্থে- আগ্রহ সহকারে কহিলেন।

১০. ‘বিশ্বজনের হিতকর’ এককথায় কী বলে?
ক. হিতকর।
খ. বিশ্বজনহিত
গ. বিশ্বজনীন
ঘ. বিশ্বজনক।
উত্তরঃ গ
ব্যাখ্যা: এককথায় প্রকাশ হলাে একাধিক পদ বা উপবাক্যের সংক্ষেপণ। বিশ্বজনের হিতকর-এর এককথায় হলাে: বিশ্বজনীন; সকলের জন্য কল্যাণকর-সর্বজনীন

১১. ‘তামার বিষ’ বাগধারাটির অর্থ কী?
ক. ক্ষণস্থায়ী বস্তু
খ. অর্থের কুপ্রভাব
গ. তীব্রজ্বালা।
ঘ. অসম্ভব বস্তু
উত্তরঃ খ
ব্যাখ্যাঃ কোনাে শব্দ বা শব্দ সমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে! বাক্যকে বিশেষ অর্থপূর্ণ করে তােলে বাগধারা। তামার বিষ অর্থ হলাে অর্থের কুপ্রভাব। ক্ষণস্থায়ী বস্তু হলাে: বালির বাঁধ বা তাসের ঘর। অসম্ভব বস্তু হলােশূন্যে : সৌধ নির্মাণ, কাঁঠালের আমসত্ত্ব ইত্যাদি।

১২. একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবতারণা করতে কী চিহ্ন বসে?
ক. ড্যাস
খ.কোলন
গ. সেমিকেলন
ঘ. পূর্ণচ্ছেদ
উত্তরঃ খ
ব্যাখ্যাঃবাক্যের অর্থ প্রকাশ এবং বিরতি নেয়ার জন্য যতি। ব্যবহার করা হয়। একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য : বাক্যের অবতারণা করতে কোন চিহ্ন বসে। যেমনসভায় সাব্যস্ত হলাে : একমাস পরে নতুন সভাপতির বাক্য সংযােগ করতে শূন্যস্থান পূরণ করতে এবং নমুনা: উপস্থাপনের জন্য ড্যাস ব্যবহার করা হয়। দুটি বাক্যকে সংযুক্ত করতে সেমিকেলন ব্যবহার করা হয় বিবৃতিবাচক বাক্যের সমাপ্তিতে পূর্ণচ্ছদ বা দাঁড়ি বসে।

১৩. অন্ধবধু’ কবিতায় কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ আছে?
ক. কাক
খ. চোখ গােল
গ. কোকিল
ঘ. শালিক
উত্তরঃ খ
ব্যাখ্যাঃ অন্ধবন্ধু” কবিতায় চোখ গেল পাখির চোঁচয়ে সারা হওয়ার কথা উল্লেখ আছে। বউটির চোখ নাই তাই পাখিটি ডাকলে তার কষ্ট হয় না।

১৪. “বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে” এটি কী?
ক. প্রবাদ
খ. ডাকের বচন
গ. খনার বচন
ঘ. ছড়াংশ
উত্তরঃ ক
ব্যাখ্যাঃ বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোড়ে”- এটি একটি প্রবাদ। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পালােমী ক্রমণ কাহিনিতে লেখক প্রবাদটি ব্যবহার করেছেন। ডাকের রচনা- কাখে কাসি পানিকে যায়। হেট মুন্ডে কাকহাে না চায়। খনার বাচন- কলা রুয়ে না কেটে পাত তাতেই কাপড় তাতেই ভাত। ছড়া – রােদ হচ্ছে পানি হচ্ছে ; খেকশিয়ালির বিয়ে হচ্ছে।

১৫. কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
ক. অগ্নিবীণা
খ. বিষের বাঁশি
গ. ছায়ানট
ঘ. চক্রবাক
উত্তরঃ ক
ব্যাখ্যাঃ কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম ; অগ্নিবীণা। মাত্র ১২টি কবিতা (প্রলয়ােল্লাস, বিদ্রোহী রক্তাম্বর-ধারিনী-মা, আগমনী, ধূমকেতু, কামাল পাশা, আনােয়ার, রণ-ভেরী, শাত-ইল-আরব, খেয়াপারের তরণী, কোরবানী, মােহররম) নিয়ে কাব্যগ্রন্থটি ১৯২২৪ সালে প্রথম প্রকাশিত হয়।

১৬. “প্রবাসের দিনগুলি” গ্রন্থের রচয়িতা কে?
ক. সৈয়দ মুজতবা আলী
খ. সুফিয়া কামাল
গ. জাহানারা ইমাম
ঘ. মলয় খান
উত্তরঃ গ
ব্যাখ্যাঃ প্রবাসের দিনগুলি” গ্রন্থের রচয়িতা জাহানারা ইমাম।এটি একটি স্মৃতিচারণমূলক ভ্রমণকাহিনী। জাহানারা ইমামের আরেকটি স্মৃতিচারণমূলক বিখ্যাত গ্রন্থ রয়েছে, যার নাম ‘একাত্তরের দিনগুলি”। সৈয়দ মুজতবা আলী রচিতঃ স্মৃতিচারণমূলক ভ্রমণ কাহিনী-দেশি বিদেশে। সুফিয়া কামাল রচিত স্মৃতিচারণমূলক ভ্রমণকাহিনী-একাত্তরের ডায়েরী।

১৭.‘ভানুসিংহ’ কার ছদ্মনাম?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. প্রমথ চৌধুরী
গ. শরৎচন্দ্র।
ঘ. গােলাম মােস্তফা
উত্তরঃ ক
ব্যাখ্যাঃ অনেক সময় লেখক স্বনাম পরিবর্তন করে অন্য নামে আত্মপ্রকাশ করেন অথবা বিভিন্ন রচনা প্রকাশ করেন এটি। ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুরও ভানুসিংহ ছদ্মনামে লিখেছেন। প্রমথ চৌধুরী বীরবল ছদ্মনামে লিখেছেন।

১৮. “অন্নদামঙ্গল কাব্য কোন যুগের কাব্য?
ক. প্রাচীনযুগ।
খ. মধ্যযুগ
গ. অন্ধকার যুগ।
ঘ. আধুনিক যুগ
ব্যাখ্যাঃ অন্নদামঙ্গল কাব্য মধ্যযুগের কাব্য। অনুমান করা হয়, এটি ১৭৫২-৫৩ সালে রচিত। এটি রচনা করেন: মধ্যযুগের শেষ বড় কবি ভারতচন্দ্র রায়গুণাকর। এটি ১৮১৬ সালে গঙ্গার্কিশাের ভট্টাচার্য প্রথম মুদ্রণ করেন। কাব্যটি তিন খন্ডে বিভক্ত। ১ম খন্ড-শিবায়ন অন্নদামঙ্গল, ২য় খন্ড-বিদ্যাসুন্দর কালিকা মঙ্গল এবং ৩য় খন্ড-মানসিংহ অন্নদামঙ্গল। প্রথম খন্ডে প্রকাশ পেয়েছে – সীতার; দেহত্যাগ এবং উমরূপে জন্মগ্রহণ, শিবের সঙ্গে বিয়ে, অন্নপূর্ণ মুর্তির্ধারণ ও কাশীপ্রতিষ্ঠা। দ্বিতীয় খন্ডে প্রকাশ পেয়েছে। বিদ্যাসুন্দরের প্রণয়কাহিনী। তৃতীয় খন্ডে প্রকাশ পেয়েছে- মানসিংহের যশাের গমন, রাজা প্রতাপাদিত্যের পরাজয় এবং ভবানন্দের দিলি গমন। প্রাচীন যুগের রচনা- চর্যাপদ” কাব্য সংকলন। মধ্যযুগের প্রথম রচনা শ্রীকৃষ্ণকীর্তন।

১৯. অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক
ক. মাইকেল মধুসূদন।
খ. বঙ্কিমচন্দ্র
গ. রবীন্দ্রনাথ
ঘ. বিহারীলাল।
উত্তরঃ ক
ব্যাখ্যাঃ বাংলা সাহিত্যে অনেক সাহিত্যিন্ত্রে আবির্ভাব হয়েছিল: যারা প্রবর্তক বা জনক হিসেবে আজও খ্যাত। যেমন: অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক- মাইকেল মধুসূদন দত্ত। প্রথম সার্থক ছােটগল্পের জনক – রবীন্দ্রনাথ ঠাকুর। সার্থক উপন্যাসের জনক- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

২০. “যদ্যপি” এর সন্ধিবিচ্ছেদ কী?
ক. যদি + পি ।
খ. যদি + অপি
গ. যদি + অপি।
ঘ. যদ্যা + অপি
উত্তরঃ খ
ব্যাখ্যাঃ যদ্যপি-এর সন্ধিবিচ্ছেদ হলাে–যাদি + অপি। ই + অ = যা + অ – এই সূত্রে যদ্যপি গঠিত হয়েছে। এরূপ: অত্যন্ত (আতি + অন্ত) আবার, আদি + অন্ত = আদ্যক্ত।

২১. কোনটি শুদ্ধ বানান?
ক. Commission
খ. Commision
গ. Comission
ঘ. Comision
উত্তরঃ ক
ব্যাখ্যা Dictionary অনুযায়ী অপশন ক-এ প্রদত্ত commission বানানটিই সঠিক।

২২. People 1 Adjective
ক. Popularity
খ. Popularly
গ. Popularise
ঘ. Populous
উত্তরঃ ঘ
ব্যাখ্যাঃ People এর Adjective form populous.

২৩. He is innocent — the charge.
ক. of
খ. with
গ. to
খ. on

উত্তরঃ ক
ব্যাখ্যাঃ কোনাে ব্যাপারে নিরাপরাধ এরূপ বুঝাতে innocent এর পরে preposition of বসে।

২৪. Deny-শব্দটি Noun
ক. Denial
খ. Refuse
গ. Deni
ঘ. Deniable
উত্তরঃ ক ব্যাখ্যা Deny এর Noun denial

২৫. He has no control —?— himself.
ক. on
খ. in
গ. at
ঘ. over
উত্তরঃ ঘ
ব্যাখ্যাঃ কোনাে কিছুর উপর নিয়ন্ত্রণ বােঝাতে control over এরূপ বােঝাচ্ছে।

২৬. Null and void এর বাংলা কোনটি?
ক. বাতিল
খ. সঠিক
গ. অবশ্যই
ঘ. পরিশেষে
উত্তরঃ ক

২৭. কোনটি Material Noun নয়?
ক. Ring
খ. River
গ. Book
ঘ, Paper
উত্তরঃ খ
ব্যাখ্যাঃ যে Noun কোন পদার্থের সমুদয় অংশকে এককভাবে বুঝায় এবং তার অন্তর্গত কোন খণ্ড বা অংশকে বুঝায় না তাকে Material noun বলে। এই Noun যে বস্তুকে নির্দেশ করে তাকে গণনা করা যায় না, অন্য কোনভাবে পরিমাপ করা যায়। যেমনঃ Meat, diamond, gold, iron, water, oil, rice, paper, ring, book, milk, salt brick Tusini
River – common noun.

২৮, আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে?
ক. Chaucer
খ. Johnson
গ. Shakespeare
ঘ. G.B, Shaw
উত্তরঃ ক
ব্যাখ্যাঃ William Geoffrey Chaucer- English সাহিত্যের জনক বলে।

২৯. কোনটি শুদ্ধ বানান?
ক. Posesion
খ. Possession
গ. Posession
ঘ. Possesion
উত্তরঃ খ
ব্যাখ্যাঃDictionary অনুযায়ী- Possession বানানটি সঠিক যার অর্থ স্বত্ব বা অধিকার।
৩০. কোনটি Verb?
ক. Cloth
খ. Blood
গ. Food
ঘ. Feed
উত্তরঃ ঘ
ব্যাখ্যাঃ Cloth পােশাক. Blood – রক্ত, Food – খাদ্য, এইগুলাে Noun. Feed –
খাওয়ানাে, এটি একটি Verb.

৩১. “May Allah help you”-what kind of sentence?
ক. Assertive
খ. Imperative
গ. Optative
ঘ. Exclamatory
উত্তরঃ গ

৩২. Gentle এর বিপরীত কোনটি?
ক. Shrewd
খ. Naive
গ. Rude
ঘ. Harsh
উত্তরঃ গ

৩৩. Homely শব্দটি কোন Parts of speech?
ক. Noun
খ. Adjective
গ. Verb
ঘ. Adverb
উত্তরঃ খ

৩৫. Thief এর plural কোনটি?
ক. Thiefes
খ. Thieves
গ. thiefs
ঘ. thives

৩৬.. Students are concerned ?— their result.
ক. for
খ. in
গ. on
ঘ. with
উত্তরঃ ক

৩.৬. Climate 2611
ক. আবহাওয়া
খ. পরিবেশ
গ. জলবায়ু
ঘ. ঋতু
উত্তরঃ গ

.৩৭. কোনটি স্ত্রীবাচক শব্দ?
ক. Moon
খ. Queen
গ. Boy
ঘ. None of these
উত্তরঃ খ

৩৮. Beautiful শব্দটি কোন Parts of speech?
ক. Noun
খ. Adjective
গ. Verb
ঘ Adverb
উত্তরঃ খ

39. Parts of speech কয় প্রকার?
ক. ৫
গ. ৭
ঘ. ৮
উত্তরঃ ঘ
৪০. Truth শব্দটির adjective হবে
ক. Truly
খ. True
গ. Truism
ঘ. None of them
উত্তরঃ খ

৪১. বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?
ক. ১৯০৫
খ. ১৯১৬
গ. ১৯২৩
ঘ. ১৯১১
উত্তরঃ ঘ
ব্যাখ্যায় বঙ্গভঙ্গ রদ হয় ১৯১১ সালে। হিন্দু ১ জাতীয়তাবাদীদের তীব্র আন্দোলনের মুখে লর্ড কার্জন বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হন। যদিও অবহেলিত পূর্ব বাংলা ও আসামের জন্য বঙ্গভঙ্গ ছিল আশীর্বাদ স্বরূপ।

৪২ বঙ্গবন্ধুর জন্মদিন কত তারিখ?
ক. ১৭ জানুয়ারি
খ. ১৭ মার্চ
গ. ১৭ মে
ঘ. ১৭ আগস্ট
উত্তরঃ খ
ব্যাখ্যায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চ। ১৯২০ সালের ১৭ মার্চ তিনি গােপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে এক সম্ভান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বর্তমানে এ দিনটি বাংলাদেশে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্ম দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

৪৩. স্বাধীনতা যুদ্ধের মহিলা বীর প্রতীক কয়জন?
ক. ২ জন
খ. ৩ জন
গ. ৪ জন।
ঘ.৫ জন।
উত্তরঃ ক
ব্যাখ্যা স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য ২ জন মহিলাকে ৪ বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়। তারা হলেন- ক্যাপ্টেন ডা. সেতারা বেগম ও তারামন বিবি। ডা. সেতারা বেগম যুদ্ধ করেন। ডা. সেতারা বেগম ২নং সেক্টরে এবং তারামন বিবি ১১ নং সেক্টরে যুদ্ধ করেন।

৪৪. বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি?
ক. পূর্বশী
খ. নিউমুর
গ. সেন্টমার্টিন।
ঘ. হাতিয়া
উত্তরঃ গ
ব্যাখ্যা অপশন অনুযায়ী বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ হলাে সেন্টমার্টিন দ্বীপ। মূলত সেন্টমার্টিন সংলগ্ন ছেড়াদ্বীপ হলাে বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ বা ভু-খন্ড। হাতিয়া হলাে নােয়াখালীর একটি দ্বীপ উপজেলা।

৪৫. বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
ক. সীতাকুন্ড ।
খ. কেওক্রাডং
গ. চন্দ্রনাথ
ঘ. তাজিংডং
উত্তরঃ ঘ।
ব্যাখ্যা বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম তাজিংডং বা বিজয়। এটি বান্দরবান জেলার রুমা উপজেলায় অবস্থিত। কেওক্রাডং বাংলাদেশের অন্যতম শীর্ষ পর্বতশৃঙ্গ। এর অবস্থানও বান্দরবান জেলায়। অন্যদিকে চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার একটি পাহাড়ের নাম হলাে চন্দ্রনাথ পাহাড়। এই পাহাড়ের চূড়ায় চন্দ্রনাথ মন্দির, নামে একটি মন্দির রয়েছে।

৪৬. বাংলাদেশে বেশি রেশম হয় কোন স্থানে?
ক. রাজশাহী
খ. রংপুর।
গ. ভােলা
ঘ. রাঙামাটি
উত্তরঃ ক।
ব্যাখ্যাঃ বাংলাদেশে বেশি রেশম উৎপাদন হয় রাজশাহী অঞ্চলে। রংপুর ও দিনাজপুরে কিছু রেশম উৎপাদন হয়। রাজশাহীতে বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনষ্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান রয়েছে।

৪৭. বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক কী?
ক. পদ্মফুল
খ, দোয়েল
গ. শাপলা
ঘ. বাঘ।
উত্তরঃ গ
ব্যাখ্যাঃ বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক হলাে শাপলা। আবার শাপলা বাংলাদেশের জাতীয়
ফুলও বটে। দােেয়ল বাংলাদেশের জাতীয় পাখি এবং বাঘ বাংলাদেশের জাতীয় পশু।

৪৮. হাইতির রাজধানী
ক. কেপটাউন।
খ. পাের্ট অব প্রিন্স
গ. পাের্ট অব স্পেন
ঘ. হারারে
উত্তরঃ খ
ব্যাখ্যা: হাইতির রাজধানী পাের্ট অব প্রিন্স। পাের্ট অব স্পেন রাজধানীর নাম হারারে কেপটাউন হলাে দক্ষিণ অফ্রিকার ।

৪৯. সুইডেনের মুদ্রার নাম কী?
ক. পাউন্ড।
খ, ডলার
গ. ক্রোনা
ঘ. পেসাে
উত্তরঃ গ
ব্যাখ্যাঃ যুক্তরাজ্য, মিশর, সুদান, দক্ষিণ সুদান প্রভৃতি দেশের মুদ্রার নাম। দেশের মুদ্রার নাম। অন্যদিকে চিলি, কলম্বিয়া, উরুগুয়ে, আর্জেন্টিনা, ফিলিপাইন প্রভৃতি দেশের মুদ্রার নাম হলাে পেসাে।

৫০. পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
ক. আমাজান।
খ. ভলগা
গ. নীলনদ
ঘ. দানিয়ুব
উত্তরঃ গ

ব্যাখ্যা: পৃথিবীর দীর্ঘতম নদীর নাম নীলনদী। এটি আফ্রিকারী: ১১টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আমাজান : পৃথিবীর প্রশস্ততম নদী। দানিয়ুবকে আন্তর্জাতিক নদী কলা হয়। ভলগা হলাে ইউরােপ ও রাশিয়ার দীর্ঘতম নদী।

৫১. প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয় কোন সালে?
ক. ১৯১৪।
খ. ১৯১৫
গ. ১৯৩৯
ঘ. ১৯৪১
উত্তরঃ ক
ব্যাখ্যাঃ প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয় ১৯১৪ সালের ২৮ জুলাই। এর বিস্তৃতিকাল ছিল ১৯১৪ – ১৯১৮
সাল পর্যন্ত। অন্যদিকে, ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ।

৫২. টি-২০ বিশ্বকাপ ২০১৬ এর চ্যাম্পিয়ন দেশ কোনটি?
ক. ভারত
খ. নিউজিল্যান্ড
গ, ওয়েষ্ট ইন্ডিজ
ঘ. পাকিস্তান
উত্তরঃ গ
ব্যাখ্যা: ভারতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ ২০১৬ এর চ্যাম্পিয়ন: দেশ হলাে ওয়েস্ট ইন্ডিজ। রানার্সআপ হয় ইংল্যান্ড । উল্লেখ্য, ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের পুরুষ ও মহিলা উভয় ক্যাটাগরিতেই চ্যাম্পিয়ন দেশ ওয়েস্ট ইন্ডিজ।

৫৩. আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কোনটি?
ক. ৭ জানুয়ারি।
খ.২০ শে ফ্রেবুয়ারি
গ.৬ জুলাই
ঘ.৩ ডিসেম্বর।
উত্তরঃ ঘ
ব্যাখ্যাঃপ্রতিবছরের ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়। অন্যদিকে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয় এপ্রিল মাসের প্রথম বুধবার। ২০ ফেব্রুয়ারি হলাে বিশ্ব ন্যায়বিচার দিবস।

৫৪. জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী?
ক. উথান্ট
খ. বান কি মুন
গ. দ্যাগ হ্যামার শােল্ড
ঘ. ট্রিগভেলাই
ব্যাখ্যাঃ জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম আন্তোনিও গুতেরেস। তিনি পর্তুগালের নাগরিক। ট্রিগভেলাই ছিলেন জাতিসংঘের । প্রথম মহাসচিব। অন্যদিকে দ্যাগ হ্যামার শােল্ড যিনি। জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব ছিলেন। তিনি এক বিমান। দুর্ঘটনায় নিহত হন। উথান্ট জাতিসংঘের তৃতীয় মহাসচিব। তিনি ছিলেন বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের নাগরিক।

৫৫.শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি?
ক. ১৬ ডিসেম্বর
খ. ১২ ডিসেম্বর।
গ. ১৪ ডিসেম্বর।
ঘ, ১৪ নভেম্বর
উত্তরঃ গ
ব্যাখ্যাঃ শহীদ বুদ্ধিজীবী দিবস ১৪ ডিসেম্বর। ১৯৭১ সালের ৪ ডিসেম্বরের এই দিনে বাংলাদেশের উল্লেখসংখ্যক বুদ্ধিজীবীকে ঘর থেকে ধরে নিয়ে নির্মভাবে হত্যা ও গুম ।

৫৬. বার্ষিক ৫% হারে ৭৫০ টাকার ৪ বছরের মুনাফা কত?
ক. ২০০ টাকা।
খ. ১৫০ টাকা
গ. ২৫০ টাকা
ঘ.৩০০ টাকা
উত্তরঃ খ

৫৭. করিম ও রহিম এর বেতনের অনুপাত ৭: ৫; করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা ৪০০
টাকা বেশি। রহিমের বেতন কত?
ক. ৯০০ টাকা
খ. ১০০০ টাকা
গ. ১১০০ টাকা
ঘ. ১৬০০ টাকা
উত্তরঃ খ

৫৮. ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
ক. ৫৯
খ. ৫৬
গ. ৬০
ঘ. ৭০
উত্তরঃ খ
৫৯. শতকরা বার্ষিক কত হার সুদে ১ বছরের সুদ আসলের ১/৫ অংশ হবে?
ক. ১০%
খ. ১৫%
গ. ২০%
ঘ. ২৫%
উত্তরঃ গ

৬০. কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যােগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত?
ক. ৫৩
খ.৩৬
গ. ৩৬
ঘ. ৩৫
উত্তরঃ গ

৬১. x-2y=8. 3x-2y=4 সমীকরণ জোটে x এর মান কত?
ক. -5
খ. -2
গ. 2
ঘ. 5
উত্তরঃ খ

৬২. ১+২+৩+8+…………………..+৯৯ =কত?
ক. ৪৬৫০
খ. ৪৭৫০
গ. ৪৮৫০
ঘ. ৪৯৫০
উত্তরঃ ঘ

৬৩. x-4=x-4/x সমীকরণে সমাধান
ক. x=1
খ. x=4
গ. x=1,
ঘ. কোনােটিই নয়
উত্তরঃ সঠিক উত্তর নেই (1 ও 4 উভয়ই উত্তর)।

৬৪. বড় সংখ্যাটি কত?
ক. 2(x+2)
খ. 2x
গ. x+2.
ঘ. 2x+1
উত্তরঃ ক

৬৫. ABC ত্রিভুজের পরিসীমা কত একক?
ক.৩
খ. ৪
গ.৫
ঘ. ৯
উত্তরঃ ক

৬৬. যে কোণের ডিগ্রির পরিমাপ ৯০° তাকে কী বলে?
ক. সমকোণ
খ. ফুলকোণ
গ. সরলকোণ
ঘ. সূক্ষ্মকোণ
উত্তরঃ ক
ব্যাখ্যাঃ৯০° এর সমান কোণকে সমকোণ বলে।

৬৭. যে ত্রিভুজের তিন কোণ সমান তাকে কোন ধরনের ত্রিভুজ বলে?
ক. সমবাহু
খ. বিষমবাহু
গ. সমকোণী
ঘ. স্কুলকোণী
উত্তরঃ গ
ব্যাখ্যাঃ যে ত্রিভুজের তিনটি কোণ সমান তার তিনটি বাহুই পরস্পর সমান। তাই একে সমবাহু।
৬৮. xy =5:6 হলে 3x:5y=?
ক. 3:5
খ. 1:2
গ. 6:5
ঘ. 15:30
উত্তরঃ খ
৬৯. একটি সংখ্যা ৭৪২ হতে যত বড় ৮৩০ হতে তত ছােট, সংখ্যাটি কত?
ক. ৭৮০
খ. ৭৮২
গ. ৭৯০
ঘ. ৭৮৬
উত্তরঃ ঘ
৭০. ৩০ থেকে ৪০-এর মধ্যবর্তী বৃহত্তর ও ক্ষুদ্রতর মৌলিক সংখ্যার ব্যবধান কত?
ক. ৩৫
খ. ৪২
গ. ৪৮
উত্তরঃ সমাধানঃ ৩০ থেকে ৪০-এর মধ্যবর্তী ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যা যথাক্রমে ৩১ ও ৩৭ এদের ব্যবধান = ৩৭ – ৩১ =৬। [ এখানে সঠিক উত্তর নেই।]

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Deactive You Browser Adblocker (অনুগ্রহ করে আপনার ব্রাউজারের অ্যাডব্লক বন্ধ করুন)